আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন: অভিযুক্তদের সরকারি ও রাজনৈতিক পদে অযোগ্য ঘোষণা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন: অভিযুক্তদের সরকারি ও রাজনৈতিক পদে অযোগ্য ঘোষণা
সংবাদ প্রতিবেদন:
ঢাকা, ৬ অক্টোবর ২০২৫ (বাংলাদেশ গেজেট):
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন “International Crimes (Tribunals) (Third Amendment) Ordinance, 2025” নামে একটি নতুন অধ্যাদেশ জারি করেছেন। আজ সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ হতে প্রকাশিত গেজেটে এই অধ্যাদেশ প্রকাশ করা হয়।
এই অধ্যাদেশের মাধ্যমে ১৯৭৩ সালের International Crimes (Tribunals) Act, 1973 (Act No. XIX of 1973)-এ একটি নতুন ধারা ২০সি (20C) সংযোজন করা হয়েছে, যার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর অভিযুক্ত ব্যক্তিকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অযোগ্য ঘোষণা করা হয়েছে।
📜 নতুন ধারা ২০সি (20C)-এর মূল বিষয়বস্তু:
অধ্যাদেশ অনুযায়ী, যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে আনুষ্ঠানিক অভিযোগ (formal charge) গঠন করা হয়, তাহলে তিনি নিম্নলিখিত পদগুলোতে অযোগ্য (disqualified) হিসেবে গণ্য হবেনঃ
১️⃣ জাতীয় সংসদের সদস্য পদে নির্বাচন করা বা থাকা,
২️⃣ যেকোনো স্থানীয় সরকার প্রতিষ্ঠানের (যেমন—পৌরসভা, ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন) সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত বা নিযুক্ত হওয়া,
৩️⃣ প্রজাতন্ত্রের কোনো সরকারি চাকরিতে নিয়োগ পাওয়া,
৪️⃣ অন্য কোনো সরকারি বা পাবলিক পদে অধিষ্ঠিত থাকা।
তবে, যদি ট্রাইব্যুনাল কোনো ব্যক্তিকে অভিযোগ থেকে অবমুক্ত (discharged) করে বা খালাস (acquitted) দেয়, তাহলে এই অযোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
⚖️ অধ্যাদেশের আইনি প্রেক্ষাপট:
গেজেট অনুযায়ী, সংসদ ভেঙে যাওয়ার কারণে এই অধ্যাদেশ রাষ্ট্রপতির ক্ষমতাবলে সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদ অনুসারে জারি করা হয়েছে। রাষ্ট্রপতি মনে করেন যে, “আশু ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান”, তাই তিনি সরাসরি অধ্যাদেশ প্রণয়ন করেছেন।
🏛️ আইনি বিশ্লেষণ ও তাৎপর্য:
আইন বিশেষজ্ঞদের মতে, এই সংশোধনের ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে অভিযোগপ্রাপ্ত ব্যক্তিরা বিচার চলাকালীন সময়েও কোনো নির্বাচিত বা সরকারি পদে অধিষ্ঠিত থাকতে পারবেন না। এতে বিচার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ও ন্যায়বিচার রক্ষায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপিত হবে।
📅 কার্যকারিতা:
অধ্যাদেশটি অবিলম্বে কার্যকর বলে গেজেটে উল্লেখ করা হয়েছে।
উৎস:
বাংলাদেশ গেজেট, অতিরিক্ত সংখ্যা, ৬ অক্টোবর ২০২৫
প্রকাশিত: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ।
বাংলাদেশ গেজেট
অতিরিক্ত সংখ্যা
কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত
সোমবার, অক্টোবর ৬, ২০২৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ
মুদ্রণ ও প্রকাশনা শাখা
বিজ্ঞপ্তি
তারিখ: ২১ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ/০৬ অক্টোবর, ২০২৫ খ্রিষ্টাব্দ।
নং ৫৩ (মুঃ ও প্রঃ)। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি কর্তৃক ২১ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ/০৬ অক্টোবর, ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে প্রণীত নিম্নে উল্লিখিত অধ্যাদেশটি এতদ্দ্বারা জনসাধারণের জ্ঞাতার্থে প্রকাশ করা হইল।
অধ্যাদেশ নং-৫৩, ২০২৫
International Crimes (Tribunals) Act, 1973 অধিকতর সংশোধনকল্পে প্রণীত
অধ্যাদেশ
যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে International Crimes (Tribunals) Act, 1973 (Act No. XIX of 1973) এর অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং
যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে;
সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:-
১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন। (১) এই অধ্যাদেশ International Crimes
(Tribunals) (Third Amendment) Ordinance, 2025 নামে অভিহিত হইবে।
(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।
২। Act No. XIX of 1973 এ section 20C এর সন্নিবেশ। International Crimes (Tribunals) Act, 1973 (Act No. XIX of 1973) এর section 20B এর পর নিম্নরূপ নূতন section 20C সন্নিবেশিত হইবে, যথা:-
"20C. Disqualification of the accused upon formal charge.-(1) Where a formal charge is submitted against any person under sub-section (1) of section 9 of this Act, such person shall be disqualified-
(a) from being elected, or being, a member of Parliament; or
(b) from being elected or appointed, or being, a member, commissioner, chairman, mayor or administrator, as the case may be, of any Local Government Bodies; or
(c) from being appointed to any service of the Republic; or
(d) from holding any other public office.
(2) Nothing in sub-section (1) shall apply to any person who is discharged or acquitted by the Tribunal."I
মোঃ সাহাবুদ্দিন রাষ্ট্রপতি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
তারিখ: ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
০৬ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ
No comments
Your opinion here...