ad

রিট মামলার রায়ে ৪৫ প্রধান শিক্ষকের বেতন গ্রেড-১০ কার্যকর হবে ২৫ ফেব্রুয়ারি ২০১৯ থেকে

Views


রিট মামলার রায়ে ৪৫ প্রধান শিক্ষকের বেতন গ্রেড-১০ কার্যকর হবে ২৫ ফেব্রুয়ারি ২০১৯ থেকে

উপশিরোনাম:
অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন অনুবিভাগের নির্দেশ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের রায়ের ভিত্তিতে সিদ্ধান্ত

বিস্তারিত প্রতিবেদন:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন গ্রেড-১০ কার্যকর করার তারিখ নির্ধারণ করেছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, বাস্তবায়ন অনুবিভাগ (বাস্তবায়ন-১ শাখা) থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, এই সুবিধা কার্যকর হবে রিট পিটিশন নং-৩২১৪/২০১৮ মামলার রায়ের তারিখ অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি ২০১৯ থেকে।

অর্থ মন্ত্রণালয়ের স্মারক নম্বর ০৭,০০,০০০০.০০০.১৬১.০৪.০০০৭.২৫-১৯৪, তারিখ ৬ অক্টোবর ২০২৫, এ তথ্য জানানো হয়েছে।

এ প্রজ্ঞাপনটি জারি করা হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রোক্ত চিঠি—স্মারক নং ৩৮.০০.০০০০.০০৮.০২.০১৩.২১-৪১৫, তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২৫—এর প্রেক্ষিতে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রিট মামলার রায়ে কোনো নির্দিষ্ট কার্যকর তারিখ উল্লেখ না থাকায়, বিধি মোতাবেক রায়ের তারিখ থেকেই আর্থিক সুবিধা প্রদান করা হবে। অর্থাৎ ৪৫ (পঁয়তাল্লিশ) জন প্রধান শিক্ষক ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে ১০ম গ্রেডের বেতন পাওয়ার যোগ্য হবেন।

অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোঃ মশিউর রহমান তালুকদার প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন।
প্রজ্ঞাপনটি প্রেরণ করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ 

বাস্তবায়ন অনুবিভাগ

বাস্তবায়ন-১ শাখা

www.mof.gov.bd

নম্বর: ০৭,০০,০০০০.০০০.১৬১,০৪,০০০৭,২৫-১৯৪

তারিখ: ২১ আশ্বিন ১৪৩২/০৬ অক্টোবর ২০১৫

বিষয়: রিট পিটিশন নং-৩২১৪/২০১৮ এর রায় অনুযায়ী ৪৫ (পঁয়তাল্লিশ) জন প্রধান শিক্ষকের বেতন গ্রেড-১০ কার্যকর করার তারিখ নির্ধারণ।

সূত্র: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-৩৮,০০,০০০০,০০৮.০২.০১৩.২১-৪১৫, তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৫

উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, রিট পিটিশন নং-৩২১৪/২০১৮ এর রায়ে মঞ্জুরকৃত আর্থিক সুবিধা কার্যকর করার কোনো তারিখ উল্লেখ করা নেই বিধায় রায়ের তারিখ থেকে (২৫.০২.২০১৯) বিধি মোতাবেক এ সুবিধা প্রদেয় হবে।

স্বাক্ষরিত

(মোঃ মশিউর রহমান তালুকদার) 

উপসচিব

প্রাপক

সচিব

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

বাংলাদেশ সচিবালয়

ঢাকা।


No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.