সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীতকরণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীতকরণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি
বিস্তারিত প্রতিবেদন:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতনস্কেল উন্নীতকরণের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা-১৪ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, দেশের ৬৫,৫০২ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেতনস্কেল ১০ম গ্রেডে উন্নীত করার বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে।
এই নির্দেশনা জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নম্বর: ০৫.০০.০০০০.২৪৬.১৫.০০২.১৩-১০৭, তারিখ ০৭ অক্টোবর ২০২৫ (২২ আশ্বিন ১৪৩২) তারিখে জারি করা হয়।
উক্ত প্রজ্ঞাপনের সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নম্বর: ৩৮.০০.০০০০.০০৭.১৫.০০৬.২০১৫-৬২৪, তারিখ ১৩ আগস্ট ২০২৫।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এতদিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকরা ১১তম গ্রেডে এবং প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকরা ১২তম গ্রেডে বেতন পেতেন। এখন থেকে উভয় ক্যাটাগরির প্রধান শিক্ষকরাই ১০ম গ্রেডে উন্নীত হবেন, তবে এর জন্য কিছু শর্ত পূরণ করতে হবে।
শর্তাবলি:
১️⃣ অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের সম্মতি নিতে হবে।
২️⃣ অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ বেতন স্কেল নির্ধারণ করবে।
৩️⃣ প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন গ্রহণ করতে হবে।
৪️⃣ নিয়োগবিধি সংশোধন করে পদোন্নয়ন সংক্রান্ত বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে।
৫️⃣ প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকরা এই ১০ম গ্রেড প্রাপ্তির তারিখ থেকে ১৮ মাসের মধ্যে “Basic Training for Primary Teachers (BTPT)” প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে।
৬️⃣ প্রশাসনিক মন্ত্রণালয় যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করে বেতন গ্রেড উন্নীতকরণের সরকারি আদেশের একটি কপি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাতে হবে।
উল্লেখ্য, এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিন ধরে বেতন বৈষম্যের অভিযোগে ক্ষুব্ধ থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) মোঃ শফিকুর রহমান প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
প্রেক্ষাপট:
গত কয়েক বছর ধরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা তাদের দায়িত্বের গুরুত্ব ও কর্মপরিধি অনুযায়ী বেতন স্কেল উন্নীতকরণের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে ২০২৫ সালের এই সিদ্ধান্তে তাদের দীর্ঘদিনের দাবি পূরণের পথে অগ্রগতি ঘটল।
সরকারের এই পদক্ষেপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় প্রশাসনিক কার্যকারিতা এবং শিক্ষকদের মনোবল উভয়ই বৃদ্ধি পাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জনপ্রশাসন মন্ত্রণালয়
সংগঠন ও ব্যবস্থাপনা-১৪ শাখা
www.mopa.gov.bd
নম্বর: ০৫,০০,০০০০,২৪৬.১৫.০০২.১৩-১০৭
তারিখ: ২২ আশ্বিন ১৪৩২
০৭ অক্টোবর ২০২৫
বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের বেতনস্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণ।
সূত্র: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নম্বর: ৩৮,০০,০০০০,০০৭,১৫.০০৬.২০১৫-৬২৪,
তারিখ: ১৩.০৮.২০২৫।
উপযুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫৫০২ জন প্রধান শিক্ষকের বেতনস্কেল বিদ্যমান ১১তম গ্রেড (প্রশিক্ষণপ্রাপ্ত) এবং ১২তম গ্রেড (প্রশিক্ষণবিহীন) থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণে নিম্নোক্ত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো:
শর্তসমূহ:
(ক) অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের সম্মতি গ্রহণ করতে হবে;
(খ) অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ কর্তৃক বেতন স্কেল নির্ধারণ করতে হবে;
(গ) প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন গ্রহণ করতে হবে;
(ঘ) পদ উন্নীতকরণের বিষয়টি বিদ্যমান নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করে নিয়োগবিধি সংশোধন করতে হবে;
(ঙ) প্রশিক্ষণবিহীন সকল প্রধান শিক্ষককে উক্ত পদের ১০ম গ্রেড উন্নীতকরণে প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক সরকারি আদেশ জারির তারিখ থেকে ১৮ মাসের মধ্যে Basic Training for Primary Teachers (BTPT) প্রশিক্ষণ সমাপ্ত করতে হবে;
(চ) প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক যাবতীয় আনুষ্ঠানিকতা পালনপূর্বক বেতন গ্রেড উন্নীতকরণের পৃষ্ঠাঙ্কিত সরকারি আদেশ-এর কপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগে প্রেরণ করতে হবে।
স্বাক্ষরিত
মোঃ শফিকুর রহমান
সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব)
No comments
Your opinion here...