অর্থ মন্ত্রণালয়ের পর এবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: ৪৫ প্রধান শিক্ষক পেলেন উন্নীত গ্রেড
অর্থ মন্ত্রণালয়ের পর এবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: ৪৫ প্রধান শিক্ষক পেলেন উন্নীত গ্রেড
👉অর্থ মন্ত্রণালয়ের পর এবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন ১০ম গ্রেডে উন্নীত: কার্যকর হবে ২৫ ফেব্রুয়ারি ২০১৯ থেকে
নিজস্ব প্রতিবেদক:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন গ্রেড-১০ কার্যকর করার তারিখ নির্ধারণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রিট পিটিশন নং ৩২১৪/২০১৮ এর রায় অনুযায়ী এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে জারি করা স্মারক নং ৩৮.০০.০০০০.০০৮.০২.০১৩.২১-৪৩৭, তারিখ ০৯ অক্টোবর ২০২৫ অনুযায়ী এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
অর্থ মন্ত্রণালয়ের মতামত
এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্মারক নং ০৭.০০.০০০০.০০০.১৬১.০৪.০০০৭.২৫-১৯৪, তারিখ ০৬ অক্টোবর ২০২৫-এ জানানো হয়—
“রিট পিটিশন নং-৩২১৪/২০১৮ এর রায়ে মঞ্জুরকৃত আর্থিক সুবিধা কার্যকর করার কোনো তারিখ উল্লেখ করা নেই বিধায় রায়ের তারিখ থেকে (২৫.০২.২০১৯) বিধি মোতাবেক এ সুবিধা প্রদেয় হবে।”
অর্থাৎ, সংশ্লিষ্ট ৪৫ জন প্রধান শিক্ষকের জন্য ১০ম গ্রেডের বেতন সুবিধা ২৫ ফেব্রুয়ারি ২০১৯ তারিখ থেকে কার্যকর বলে গণ্য হবে।
পরবর্তী নির্দেশনা
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত ওই পত্রে অর্থ মন্ত্রণালয়ের চিঠিটি সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রেক্ষাপট
উল্লেখ্য, ২০১৮ সালে দাখিল করা রিট পিটিশন নং ৩২১৪/২০১৮ মামলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু প্রধান শিক্ষক তাদের বেতন গ্রেড উন্নীত করার দাবি জানান। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত তাদের দাবি মঞ্জুর করে রায় দেন।
এবার অর্থ মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উক্ত রায় বাস্তবায়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করল।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
বিদ্যালয়-২ শাখা
www.mopme.gov.bd
স্মারক নং: ৩৮.০০.০০০০.০০৮.০২.০১৩.২১-৪৩৭
তারিখ: ২৪ আশ্বিন ১৪৩২ ০৯ অক্টোবর ২০২৫
বিষয়: রিট পিটিশন নং-৩২১৪/২০১৮ এর রায় অনুযায়ী ৪৫ (পঁয়তাল্লিশ) জন প্রধান শিক্ষকের বেতন গ্রেড-১০ কার্যকর করার তারিখ নির্ধারণ।।
সূত্র: অর্থ মন্ত্রণালয়ের স্মারক নং-০৭,০০,০০০০,০০০.১৬১,০৪,০০০৭.২৫-১৯৪, তারিখ-০৬.১০.২০২৫খ্রি.।
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, রিট পিটিশন নম্বর ৩২১৪/২০১৮ এর রায় বাস্তবায়নের নিমিত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন প্রধান শিক্ষকের বেতনস্কেল ১০ম গ্রেড কার্যকর করার তারিখ নির্ধারণ বিষয়ে অর্থ মন্ত্রণালয় কর্তৃক গত ০৬ অক্টোবর ২০২৫ তারিখে ১৯৪ সংখ্যক স্মারকে নিম্নোক্ত মতামত প্রদান করা হয়েছে:
"রিট পিটিশন নং-৩২১৪/২০১৮ এর রায়ে মঞ্জুরকৃত আর্থিক সুবিধা কার্যকর করার কোনো তারিখ উল্লেখ করা নেই বিধায় রায়ের তারিখ থেকে (২৫.০২.২০১৯) বিধি মোতাবেক এ সুবিধা প্রদেয় হবে।"
০২। এমতাবস্থায়, অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ এর পত্রটি এতদসঙ্গে প্রেরণপূর্বক এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
রেবেকা সুলতানা
যুগ্মসচিব
No comments
Your opinion here...