ad

প্রাথমিক শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি — ডিপিই

Views



প্রাথমিক শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি — ডিপিই

উপশিরোনাম:

৪৫ জন প্রধান শিক্ষকের বেতন ১০ম গ্রেডে উন্নীতের রায় বাস্তবায়নাধীন, সারাদেশে গ্রেড উন্নীতকরণের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনে — টিফিন ভাতা ও নন-ভেকেশনাল সিদ্ধান্ত অনির্ধারিত।


ঢাকা, ৮ অক্টোবর ২০২৫:

তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) এক তথ্য প্রকাশে জানিয়েছে যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র উচ্চতর বেতন কাঠামো নির্ধারণে এখনো কোনো সরকারি সিদ্ধান্ত গৃহীত হয়নি।

এই তথ্যটি জানানো হয় মুক্তি মালেক, বিজয় কর্মকার ও মো. মাহবুবর রহমান নামে তিন আবেদনকারীর দাখিলকৃত আবেদনের জবাবে, যা ৮ অক্টোবর ২০২৫ তারিখে প্রকাশিত হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (সংস্থাপন) ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আরটিআই) এ.এস.এম. সিরাজুদ্দোহা স্বাক্ষরিত পত্রে বলা হয় —

“সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র উচ্চতর বেতন কাঠামো প্রদানের জন্য কোনো সরকারি সিদ্ধান্ত গৃহীত হয়নি। তবে ৪৫ জন প্রধান শিক্ষক আদালতের রায়ে ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীত হন, এবং সেই রায় বাস্তবায়নের প্রক্রিয়া চলছে।”


৪৫ জন প্রধান শিক্ষকের বেতন উন্নীতকরণ ও সারাদেশে প্রস্তাব পাঠানো

উল্লেখযোগ্যভাবে, উক্ত তথ্য জবাবে বলা হয়, ৪৫ জন প্রধান শিক্ষক রিট পিটিশনের মাধ্যমে বেতন উন্নীতকরণের রায় পান। অর্থ মন্ত্রণালয়ের সম্মতিক্রমে তাদের বেতন ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করার জন্য প্রজ্ঞাপন জারি করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পত্র পাঠানো হয়েছে।

একই সঙ্গে সারাদেশের ৬৫,৫০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন ১১তম/১২তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে শর্ত সাপেক্ষে সম্মতি প্রদান করেছে, এবং সহকারী শিক্ষকদের বেতন ১৩তম থেকে ১১তম গ্রেডে উন্নীত করার জন্য কত অতিরিক্ত অর্থ প্রয়োজন, তার বিবরণও মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।


নন-ভেকেশনাল ও টিফিন ভাতা বিষয়ে অনিশ্চয়তা

একই জবাবে আরও বলা হয়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নন-ভেকেশনাল হিসেবে ঘোষণাটিফিন ভাতা প্রদান সংক্রান্ত বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি


পটভূমি ও প্রেক্ষাপট

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর স্মারক নং ৩৮.০০.০০০০.০০৫.৯৯.০০১.১৮-২১৪ অনুযায়ী ২৮ সদস্যবিশিষ্ট একটি কনসালটেশন কমিটি গঠন করে।
উক্ত কমিটি শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়ার মধ্যে
১️⃣ স্বতন্ত্র উচ্চতর বেতন কাঠামো,
২️⃣ পেশাগত অগ্রগতির ধাপ,
৩️⃣ নন-ভেকেশনাল ঘোষণা এবং
৪️⃣ টিফিন ভাতা
সম্পর্কে সুপারিশ করে।

তবে, প্রায় এক বছর পেরিয়ে গেলেও এসব সুপারিশ বাস্তবায়নের কোনো সরকারি সিদ্ধান্ত এখনো হয়নি বলে সরকারি দলিলেই স্পষ্ট হয়েছে।


বিশ্লেষণ:

প্রাথমিক শিক্ষকদের দাবি ও বাস্তবায়ন প্রক্রিয়া দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। আদালতের রায় অনুযায়ী ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন উন্নীত হওয়া একটি ইতিবাচক দৃষ্টান্ত হলেও, সারাদেশের লাখো শিক্ষক এখনো চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।

শিক্ষকদের সংগঠনগুলো দীর্ঘদিন ধরে “স্বতন্ত্র বেতন কাঠামো” ও “নন-ভেকেশনাল” ঘোষণা বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে। ডিপিইয়ের সর্বশেষ এই তথ্য প্রকাশে বোঝা যাচ্ছে, প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো ও সুবিধা সংক্রান্ত সিদ্ধান্ত এখনো প্রক্রিয়াধীন পর্যায়ে রয়েছে।


উপসংহার:

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এই জবাব প্রমাণ করছে যে, সরকারের উচ্চপর্যায়ে এখনো আলোচনাধীন রয়েছে প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো, ভাতা ও পেশাগত উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলো। শিক্ষকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হলেও চূড়ান্ত বাস্তবায়ন এখনো সময়ের অপেক্ষা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬

www.dpe.gov.bd

স্মারক নং- ৩৮.০১.০০০০.১০৭.৩৫.০১১.২৪ (পার্ট-১)-২০৮০

তারিখ: ২৩ আশ্বিন ১৪৩২

৮ অক্টোবর ২০২৫

বিষয়ঃ তথ্য অধিকার আইন ২০০৯ মোতাবেক তথ্য সরবরাহ।

সূত্রঃ আবেদনকারীর আবেদন মোতাবেক।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে জানানো যাচ্ছে যে, তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী আবেদনকারী নিম্নোক্ত তথ্য চেয়ে আবেদন করেছেন।

আবেদনকারী চাহিত তথ্য ও জবাব নিম্নরূপ:

আবেদনকারীর নাম ও ঠিকানাঃ 

১। নাম: মুক্তি মালেক

পিতা: মো: হযরত আলী

ঠিকানা: আদি বাড়ি রোড,

৩ নং ওয়ার্ড, পোস্ট: সখীপুর

উপজেলা: সখীপুর,

জেলা: টাঙ্গাইল

২) জনাব বিজয় কর্মকার

পিতা: সুভাষ চন্দ্র কর্মকার

গ্রাম:জাওড়া, পো: বিপুলাসার

থানা: মনোহরগঞ্জ,

জেলা: কুমিল্লা।

৩) জনাব মো: মাহবুবর রহমান

পিতা: আলহাজ ছাবের উদ্দীন

গ্রাম: হিন্দা, পোষ্ট: হিন্দা কসবা

থানা: ক্ষেতলাল,

জেলা জয়পুরহাট।

চাহিত বিষয়ঃ 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক স্মারক নম্বর ৩৮.০০.০০০০.০০৫.৯৯.০০১.১৮-২১৪ (তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৪ খ্রি: কপি সংযুক্ত ফেব্রুয়ারি ২০২৫ খ্রি: প্রকাশিত পরিশিষ্ট ৫:) গঠিত কনসালটেশন কমিটির ২৮ শিক্ষক ও শিক্ষাকর্মীদের দাবি-দাওয়ার বিষয়ে কমিটির সুপারিশ আশু (পূঃ ১১৩,১১৪) ক্রমিক ১,৩,৭ যথাক্রমে ১। শিক্ষকদের স্বতন্ত্র উচ্চতর বেতন কাঠামো, ৩। পেশাগত অগ্রগতির ধাপ, ৭। নন- ভেকেশনাল হিসেবে ঘোষণা এবং ১১৬ নং পৃষ্ঠার ক্রমিক ১১। টিফিন ভাতা (পৃ: ১১৩,১১৪, ও ১১৬ কপি সংযুক্ত) বাস্তবায়নের নিমিত্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকা, কার্যালয় অদ্যাবধি পর্যন্ত কি কি পদক্ষেপ গ্রহন করেছে তার বিস্তারিত তথ্য পেতে চাই।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জবাবঃ 

১। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র উচ্চতর বেতন কাঠামো প্রদানের জন্য কোনো সরকারি সিদ্ধান্ত গৃহীত হয়নি। তবে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন প্রধান শিক্ষক তাদের বেতন গ্রেড ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের জন্য রিট পিটিশন দায়ের করেন। রিট পিটিশনে মহামান্য আদালত আবেদনকারী ৪৫ জনের বেতন গ্রেড ১০ম গ্রেডে উন্নীত করার জন্য রায় প্রদান করেন। অর্থ মন্ত্রণালয়ের সম্মতিক্রমে উক্ত রায় বাস্তবায়নে আবেদনকারী ৪৫ জনের বেতন গ্রেড ১০ম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন জারি করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে। একই সাথে সারাদেশের ৬৫৫০২ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন গ্রেড ১১তম/১২তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করার জন্য প্রেরিত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের শর্ত সাপেক্ষে বেতন গ্রেড ১০ম গ্রেডে উন্নীতকরণে সম্মতি প্রদান করে। সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১৩তম গ্রেড থেকে ১১তম গ্রেডে উন্নীতকরণে সুপারিশসহ কি পরিমাণ অতিরিক্ত অর্থের প্রয়োজন তার একটি বিবরণ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।

৭। নন-ভেকেশনাল হিসেবে ঘোষণা করার বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহিত হয়নি।

১১। টিফিন ভাতা বাস্তবায়নের বিষয়ে কোন সিদ্ধান্ত গৃহীত হয়নি।

স্বাক্ষরিত

এ.এস.এম. সিরাজুদ্দোহা

উপপরিচালক (সংস্থাপন)

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আরটিআই)




No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.