মাঠ পর্যায়ে বিদ্যালয়ের তথ্য সংগ্রহে নামছে Mangrove Consultants — প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশ
মাঠ পর্যায়ে বিদ্যালয়ের তথ্য সংগ্রহে নামছে Mangrove Consultants — প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশ
ঢাকা, ২৭ অক্টোবর ২০২৫:
দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা শুরু হচ্ছে আগামীকাল ২৮ অক্টোবর থেকে। এ কার্যক্রমে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের দায়িত্ব পেয়েছে পরামর্শক প্রতিষ্ঠান Mangrove Consultants।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক মিরাজুল ইসলাম উকিল, এনডিসি স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়েছে, "Establishment of Model Government Primary Schools at Union Level Project" শীর্ষক প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার জন্য Mangrove Consultants-কে নিয়োগ দেওয়া হয়েছে।
উক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ২৮ অক্টোবর ২০২৫ থেকে ১৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করবেন। এ সময় তারা মাঠ পর্যায়ে বিদ্যালয়গুলোর অবকাঠামো, শিক্ষার্থী সংখ্যা, শিক্ষক সংকট, শিক্ষার মান ও স্থানীয় পরিবেশসহ নানা বিষয় নিয়ে তথ্য সংগ্রহ করবেন।
অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, জেলা ও উপজেলা পর্যায়ের উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণকে এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা করতে হবে।
সরকারের এই উদ্যোগের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় তথ্য ও বাস্তব চিত্র সংগ্রহ করা হবে বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, “ইউনিয়ন পর্যায়ে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন প্রকল্প” সরকার ঘোষিত একটি অগ্রাধিকারমূলক উদ্যোগ, যার লক্ষ্য হলো প্রতিটি ইউনিয়নে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি করে মানসম্মত বিদ্যালয় গড়ে তোলা।
সূত্র: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, স্মারক নং- ৩৮.০১.০০০০.৭০০.১৪.০৬৪.২৫-১১৬১, তারিখ ২৭ অক্টোবর ২০২৫।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক নং- ৩৮.০১.০০০০.৭০০.১৪.০৬৪.২৫-১১৬১
তারিখ: ১১ কার্তিক ১৪৩২
২৭ অক্টোবর ২০২৫
বিষয়: মাঠ পর্যায়ে বিদ্যালয়ের তথ্য সংগ্রহ কার্যক্রমে Mangrove Consultants প্রতিষ্ঠানকে সহযোগিতা করা
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, "Establishment of Model Government Primary Schools at Union Level Project" শীর্ষক প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা করার জন্য Mangrove Consultants পরামর্শক প্রতিষ্ঠানকে নিয়োগ দেয়া হয়েছে। উক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আগামী ২৮ অক্টোবর ২০২৫ থেকে ১৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত প্রকল্পের আওতায় বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন এবং মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করবেন।
২। এমতাবস্থায়, তাঁর জেলাধীন উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং প্রধান শিক্ষকগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানসহ সার্বিক সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
মিরাজুল ইসলাম উকিল, এনডিসি
পরিচালক
পরিকল্পনা ও উন্নয়ন



No comments
Your opinion here...