বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগ কার্যক্রম বন্ধের নির্দেশ
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগ কার্যক্রম বন্ধের নির্দেশ
উপশিরোনাম:
এনটিআরসিএ’র মাধ্যমে নিয়োগ সুপারিশ কার্যক্রম পরিচালনার নীতিগত সিদ্ধান্ত — শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে কার্যক্রম স্থগিত রাখার আদেশ জারি
সংবাদ প্রতিবেদন:
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগ কার্যক্রম আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গত ৬ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ (২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ) তারিখে জারি করা এক অফিস আদেশে জানানো হয়, সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে এসব পদে ভবিষ্যতে নিয়োগের সুপারিশ কার্যক্রম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর মাধ্যমে সম্পন্ন করা হবে।
অফিস আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পর্যায়ের কোনো নিয়োগ কার্যক্রম পরিচালনা করা যাবে না।
শিক্ষা মন্ত্রণালয়ের ওই আদেশে স্বাক্ষর করেছেন উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী।
এরই ধারাবাহিকতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (ডিএসএইচই) থেকে ২৭ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ (১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ) তারিখে সহকারী পরিচালক মো. মাঈন উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে শিক্ষা মন্ত্রণালয়ের উক্ত নির্দেশনার প্রতি দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
ডিএসএইচই-এর চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং ৩৭.০০.০০০০.০০০.০৭২.৪৪.০০০২.২৫.২৮ (তারিখ: ০৬/১০/২০২৫) অনুযায়ী “একই তারিখ ও স্মারকে প্রতিস্থাপিত” অফিস আদেশের মর্মানুসারে সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে উল্লিখিত পদে নিয়োগ কার্যক্রম বন্ধ রাখতে হবে।
সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের বেসরকারি কলেজ, মাদ্রাসা ও বিদ্যালয়ে শীর্ষ প্রশাসনিক পদে নতুন নিয়োগ আপাতত বন্ধ থাকছে। পরবর্তীতে এনটিআরসিএ’র মাধ্যমে এসব পদে নিয়োগ প্রক্রিয়া কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে পরবর্তী নির্দেশনা জারি করা হবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র:
শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (ডিএসএইচই)
.jpg)



No comments
Your opinion here...