হাইকোর্টের রায়ের আলোকে ৪৫ জন প্রধান শিক্ষককে ১০ম গ্রেডে পদোন্নতি দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
হাইকোর্টের রায়ের আলোকে ৪৫ জন প্রধান শিক্ষককে ১০ম গ্রেডে পদোন্নতি দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
বিস্তারিত প্রতিবেদন:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন বিদ্যালয়ের ৪৫ জন প্রধান শিক্ষককে বিদ্যমান ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে (গেজেটেড কর্মকর্তা) উন্নীত করেছে।
সোমবার (২৭ অক্টোবর ২০২৫) মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন যুগ্মসচিব রেবেকা সুলতানা।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং-৩২১৪/২০১৮ মামলার ২৫ ফেব্রুয়ারি ২০১৯ তারিখের রায়, পরবর্তীতে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং-৩৫৬৪/২০১৯ মামলার ৬ জানুয়ারি ২০২২ তারিখের রায় এবং সিভিল রিভিউ পিটিশন নং-১২৪/২০২২ মামলার ১৩ মার্চ ২০২৫ তারিখের রায় অনুসারে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এছাড়া, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ৬ অক্টোবর ২০২৫ তারিখের স্মারক (নং-০৭.০০.০০০০.০০০.১৬১.০৪.০০০৭.২৫.১৯৪)-এ প্রদত্ত মতামতের ভিত্তিতে এ গ্রেড উন্নয়ন অনুমোদন দেওয়া হয়েছে।
বেতন স্কেল পরিবর্তন:
-
পূর্বের বেতন গ্রেড ও স্কেল: গ্রেড-১১, স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা
-
উন্নীত বেতন গ্রেড ও স্কেল: গ্রেড-১০, স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
মন্ত্রণালয় জানিয়েছে, অর্থ বিভাগের মতামত অনুযায়ী, রায়ের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৯ থেকে বিধি মোতাবেক বকেয়া সুবিধা প্রদান করা হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হয়েছে এবং রাষ্ট্রপতির আদেশক্রমে তা কার্যকর হবে।
প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এই সিদ্ধান্তটি দেশের প্রধান শিক্ষকদের দীর্ঘদিনের ন্যায্য দাবি পূরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে মাঠপর্যায়ে কর্মরত প্রধান শিক্ষকরা আর্থিকভাবে যেমন উপকৃত হবেন, তেমনি প্রশাসনিক মর্যাদাতেও উন্নীত হবেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
বিদ্যালয়-২ শাখা
www.mopme.gov.bd
স্মারক নং- ৩৮.০০,০০০০,০০৮.০২.০১৩.২১-৪৬২
তারিখ: ১১ কার্তিক ১৪৩২ ২৭ অক্টোবর ২০২৫
মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর-৩২১৪/২০১৮ মামলার ২৫.০২.২০১৯ তারিখের রায়, সিভিল পিটিশন ফর লিভ টু আপীল নং-৩৫৬৪/২০১৯ মামলার ০৬.০১.২০২২ তারিখের রায়, সিভিল রিভিউ পিটিশন নং-১২৪/২০২২ মামলার ১৩.০৩.২০২৫ তারিখের রায় এবং অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগের গত ০৬ অক্টোবর ২০২৫ তারিখের ০৭.০০,০০০০,০০০.১৬১.০৪.০০০৭.২৫.১৯৪ নং স্মারকের মতামত অনুযায়ী ৩২১৪/২০১৮ নং মামলার নিম্নবর্ণিত ৪৫ জন রিটপিটিশনারকে প্রধান শিক্ষকের বিদ্যমান বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বর্তমান গ্রেড-১১ থেকে ১০ম গ্রেড (গেজেটেড কর্মকর্তা)-এ উন্নীত করা হলো:
পূর্বের বেতন গ্রেড ও স্কেলঃ গ্রেড: ১১, স্কেল: ১২৫০০-৩০২৩০/-
উন্নীত বেতন গ্রেড ও স্কেলঃ গ্রেড: ১০, স্কেল: ১৬০০০-৩৮৬৪০/-
০২। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।
০৩। অর্থ বিভাগের ০৬ অক্টোবর ২০২৫ তারিখের ০৭.০০.০০০০,০০০,১৬১,০৪,০০০৭.২৫.১৯৪ সংখ্যক স্মারকে প্রদত্ত মতামতের আলোকে রায়ের তারিখ (২৫.০২.২০১৯) থেকে বিধি মোতাবেক এ সুবিধা প্রদেয় হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে,
স্বাক্ষরিত
রেবেকা সুলতানা
যুগ্মসচিব।




No comments
Your opinion here...