ad

প্রাথমিক শিক্ষার উপবৃত্তি বিতরণ এখন সব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে: বিকাশ, নগদ, রকেট, উপায় ও এমক্যাশে পাওয়া যাবে অর্থ

Views

 


প্রাথমিক শিক্ষার উপবৃত্তি বিতরণ এখন সব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে: বিকাশ, নগদ, রকেট, উপায় ও এমক্যাশে পাওয়া যাবে অর্থ

সংবাদ প্রতিবেদন:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষার উপবৃত্তি বিতরণ কার্যক্রমে বড় পরিবর্তন এনেছে। এখন থেকে দেশের সব অনুমোদিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) প্রতিষ্ঠানের মাধ্যমে প্রাথমিক শিক্ষার উপবৃত্তির অর্থ বিতরণ করা যাবে।

রবিবার (২৬ অক্টোবর ২০২৫) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই), মিরপুর, ঢাকা থেকে জারি করা এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। আদেশটি স্বাক্ষর করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামান

চিঠিতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০ অক্টোবর ২০২৫ তারিখের স্মারক অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছর থেকে উপবৃত্তি বিতরণ কার্যক্রম দেশের সকল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত করা হয়েছে। বর্তমানে BACS ও iBAS++ স্কিমের সাথে বিকাশ, রকেট, নগদ, উপায় এবং এমক্যাশের API সংযোগ সম্পন্ন হয়েছে। ফলে এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সরাসরি শিক্ষার্থী বা তাদের অভিভাবকের একাউন্টে উপবৃত্তির অর্থ পাঠানো যাবে।

চিঠিতে আরও বলা হয়, উপবৃত্তির অর্থ সঠিকভাবে পেতে হলে সুবিধাভোগী মা, বাবা বা বৈধ অভিভাবকের জাতীয় পরিচয়পত্র (NID) ব্যবহার করে সংশ্লিষ্ট মোবাইল সিম ও এমএফএস একাউন্ট নিবন্ধন নিশ্চিত করতে হবে।

মহাপরিচালক জানান, এ সিদ্ধান্তের ফলে প্রাথমিক শিক্ষার উপবৃত্তি বিতরণ আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে। দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থী ও অভিভাবকরা এখন তাদের পছন্দের যেকোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে উপবৃত্তির অর্থ গ্রহণ করতে পারবেন।

অধিদপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, শিক্ষার্থী ও অভিভাবকদের এই নতুন ব্যবস্থার বিষয়ে দ্রুত অবহিত করতে এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে।

উল্লেখ্য, এর আগে উপবৃত্তি বিতরণ কার্যক্রম সীমিত সংখ্যক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হতো, যা অনেক ক্ষেত্রেই ভোগান্তির কারণ ছিল। নতুন এ সিদ্ধান্তের ফলে সেই সীমাবদ্ধতা দূর হবে এবং দেশের কোটি শিক্ষার্থীর পরিবার উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬

www.dpe.gov.bd

স্মারক: ৩৮.০১.০০০০.১৯৩.১৪.০১১(২).২০২১- ৩৯৫৩

তারিখ:১০ কার্তিক ১৪৩২ ২৬ অক্টোবর ২০২৫

বিষয়: প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি বিতরণ কার্যক্রম সকল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) প্রতিষ্ঠানের জন্য উন্মুক্তকরণ সংক্রান্ত।

সূত্র: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০ অক্টোবর ২০২৫ তারিখের ৩৮.০০.০০০০.০০০.০০৬.২০.০০০২.২২.৩৭০/১(১৩) নং স্মারকপত্র

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, চলতি ২০২৫-২৬ অর্থবছর থেকে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি বিতরণ কার্যক্রম দেশের সকল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত করা হয়েছে। বর্তমানে BACS & iBAS++ স্কিম এর সাথে বিকাশ, রকেট, নগদ, উপায় এবং এমক্যাশ এর API সংযোগ রয়েছে। ফলে এসকল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) প্রতিষ্ঠানের মাধ্যমে উপবৃত্তির অর্থ বিতরণ করা যাবে।

০২। উল্লেখ্য যে, উপবৃত্তির অর্থ প্রাপ্তির ক্ষেত্রে সুবিধাভোগী মা/বাবা/বৈধ অভিভাবকের স্ব স্ব NID দ্বারা মোবাইল সীম ও এমএফএস একাউন্ট নিবন্ধন নিশ্চিত করতে হবে।

০৩। এমতাবস্থায়, বর্ণিত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের নিমিত্ত শিক্ষার্থী-অভিভাবকগণকে অবহিতকরণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত

আবু নূর মোঃ শামসুজ্জামান 

মহাপরিচালক 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। 


No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.