ad

বেসরকারি শিক্ষকদের জন্য সুখবর: বাড়ি ভাড়ায় মিলছে ১৫ শতাংশ পর্যন্ত ভাতা

Views

 


বেসরকারি শিক্ষকদের জন্য সুখবর: বাড়ি ভাড়ায় মিলছে ১৫ শতাংশ পর্যন্ত ভাতা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি: ১ নভেম্বর থেকে কার্যকর

👉 প্রথম ধাপে মূল বেতনের ৭.৫ শতাংশ, পরের ধাপে মোট ১৫ শতাংশ — অর্থ মন্ত্রণালয়ের সম্মতি

নিজস্ব প্রতিবেদক │ ঢাকা │ ২১ অক্টোবর ২০২৫

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য সুখবর দিয়েছে সরকার। দীর্ঘদিনের দাবি পূরণ করে তাদের বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর সিদ্ধান্তে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। নতুন এ ভাতা ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।

অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি অনুবিভাগের প্রবিধি-৩ শাখা থেকে আজ (২১ অক্টোবর ২০২৫) জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ১ নভেম্বর ২০২৫ থেকে মূল বেতনের ৭.৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) নির্ধারণ করা হয়েছে।

পরবর্তীতে ১ জুলাই ২০২৬ তারিখ থেকে উক্ত ভাতার উপর অতিরিক্ত আরও ৭.৫ শতাংশ বৃদ্ধি পাবে, ফলে তখন মোট ১৫ শতাংশ (সর্বনিম্ন ২০০০ টাকা) হারে বাড়ি ভাড়া ভাতা প্রদান করা হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এই ভাতা প্রদানে বেশ কয়েকটি শর্ত পালন করতে হবে।

🔹 গুরুত্বপূর্ণ শর্তসমূহ:

১️)  পরবর্তী বেতনস্কেলে এই অতিরিক্ত সুবিধা সমন্বয় করতে হবে।
২️)  সংশ্লিষ্ট এমপিও নীতিমালা (স্কুল, কলেজ, মাদ্রাসা, ভোকেশনাল, কৃষি, মৎস্য) অনুযায়ী নিয়োগের শর্তাদি অবশ্যই পূরণ করতে হবে।
৩️)  বাড়ি ভাতা বৃদ্ধির ক্ষেত্রে কোনো বকেয়া অর্থ প্রদান করা হবে না।
৪️) সকল আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।
৫️) ভাতা প্রদানে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।
৬️)  প্রশাসনিক মন্ত্রণালয়কে জি.ও জারি করে তার চার কপি অর্থ বিভাগে পাঠাতে হবে পৃষ্ঠাংকনের জন্য।

এছাড়া, অর্থ বিভাগের ১৬ অক্টোবর ২০২৫ তারিখে জারি করা ২৬০ নং স্মারকপত্রটি নতুন এ নির্দেশনার মাধ্যমে বাতিল করা হয়েছে।

প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেছেন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোসা. শরীফুন্নেসা।

🔹 শিক্ষক সমাজে স্বস্তি

এ সিদ্ধান্তে শিক্ষক সমাজে স্বস্তির হাওয়া বইছে। তারা বলছেন, দীর্ঘদিন ধরে এ ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। সরকারের এই সিদ্ধান্ত তাদের আর্থিক স্বস্তি দেবে, বিশেষ করে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের প্রেক্ষাপটে এটি একটি ইতিবাচক পদক্ষেপ।

📌 সারসংক্ষেপে:

  • প্রজ্ঞাপন জারি তারিখ: ২১ অক্টোবর ২০২৫

  • প্রথম ধাপে (১ নভেম্বর ২০২৫): মূল বেতনের ৭.৫% (সর্বনিম্ন ২০০০ টাকা)

  • দ্বিতীয় ধাপে (১ জুলাই ২০২৬): মোট ১৫% (সর্বনিম্ন ২০০০ টাকা)

  • বকেয়া: প্রযোজ্য নয়

  • জারি কর্তৃপক্ষ: অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় 

প্রবিধি অনুবিভাগ প্রবিধি-৩ শাখা

www.mof.gov.bd

০৭,০০,০০০০.১৭৩.৩১.০৪৮.১০-২৬৩

তারিখঃ ০৫ কার্তিক ১৪৩২ ২১ অক্টোবর ২০২৫

বিষয়ঃ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধিতে অর্থ বিভাগের সম্মতি প্রদান।

সূত্রঃ শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-৩৭.০০.০০০০,০০০,০৭৪,০২,০০০৩.২০.২৬১, তারিখ: ০৫/১০/২০২৫

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা নিম্নোক্ত শর্তাদি পরিপালন সাপেক্ষে ১ নভেম্বর ২০২৫ তারিখ হতে মূল বেতনের ৭.৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) এবং ১ জুলাই ২০২৬ তারিখ হতে উক্ত ৭.৫ শতাংশের অতিরিক্ত আরও ৭.৫ শতাংশ অর্থাৎ মূল বেতনের সর্বমোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) নির্ধারণ করা হলো:

শর্তসমূহ:

(ক) পরবর্তী বেতনস্কেলে বর্ণিত অতিরিক্ত সুবিধাটি সমন্বয় করতে হবে;

(খ) এমপিওভুক্ত 'বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা- ২০২১', 'বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)'; 'বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা, কৃষি ডিপ্লোমা ও মৎস ডিপ্লোমা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)' এবং সরকার কর্তৃক সময়ে সময়ে জারিকৃত এ সংক্রান্ত প্রজ্ঞাপন/আদেশ/পরিপত্র/নীতিমালা অনুসরণপূর্বক নিয়োগের শর্তাদি পালন করতে হবে;

(গ) বর্ণিত বাড়ি ভাতা বৃদ্ধির ক্ষেত্রে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক/কর্মচারীগণ কোন বকেয়া প্রাপ্য হবেন না;

(ঘ) ভাতা প্রদানের ক্ষেত্রে সকল আর্থিক বিধি-বিধান অবশ্যই পালন করতে হবে;

(ঙ) এ ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যত কোন অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত অনিয়মের জন্য দায়ী থাকবেন:

(চ) প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জি.ও জারি করে জি.ও-এর ৪ (চার) কপি অর্থ বিভাগে পৃষ্ঠাংকনের জন্য প্রেরণ করতে হবে।

(২) বিগত ১৬.১০.২০২৫ তারিখে অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখা হতে ২৬০ নং স্মারকে জারিকৃত পত্রটি এতদ্বারা বাতিল করা হলো।

স্বাক্ষরিত

(মোসা: শরীফুন্নেসা) 

উপসচিব। 



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.