প্রাথমিক শিক্ষার উপবৃত্তি বিতরণে নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রণালয়
প্রাথমিক শিক্ষার উপবৃত্তি বিতরণে নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রণালয়
👉প্রাথমিক শিক্ষার উপবৃত্তি বিতরণে নতুন নির্দেশনা: এমএফএস একাউন্টে অর্থ প্রদানে কঠোর শর্ত নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ২০ অক্টোবর ২০২৫
প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি বিতরণ কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে নতুন করে করণীয় নির্ধারণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জনাব আবু তাহের মোঃ মাসুদ রানা। সভায় মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ ব্যাংক এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
🔹 সভার উদ্দেশ্য
অর্থ বিভাগের ১৫ এপ্রিল ২০২৫ তারিখের পরিপত্র অনুযায়ী G2P (Government to Person) পদ্ধতিতে মা/অভিভাবকদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) একাউন্টের মাধ্যমে উপবৃত্তি বিতরণ প্রক্রিয়াকে আরও কার্যকর ও নির্ভরযোগ্য করতে এই সভা আহ্বান করা হয়।
🔹 আলোচিত মূল বিষয়সমূহ
সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (উপবৃত্তি) বিস্তারিত উপস্থাপনায় জানান, উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করতে নিচের শর্তসমূহ কঠোরভাবে অনুসরণ করতে হবে—
-
API সংযোগ বাধ্যতামূলক: অর্থ বিভাগের Single Registry System এর সঙ্গে সকল এমএফএস প্রতিষ্ঠানের রিয়েল-টাইম ট্র্যাকিংয়ের জন্য API সংযোগ স্থাপন নিশ্চিত করতে হবে।
-
NID নিবন্ধন আবশ্যক: মা/অভিভাবকের নিজস্ব জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে সিম ও এমএফএস একাউন্ট নিবন্ধিত হতে হবে।
-
স্বাধীন এমএফএস নির্বাচন: সুবিধাভোগী নিজেই যে কোনো অনুমোদিত এমএফএস প্রতিষ্ঠান নির্বাচন করতে পারবেন।
-
একীভূত ক্যাশ আউট চার্জ: ক্যাশ আউট চার্জ সর্বোচ্চ ০.৬০% নির্ধারিত থাকবে এবং উপবৃত্তির সঙ্গে একত্রে প্রদান করতে হবে।
-
অতিরিক্ত চার্জ নিষিদ্ধ: এমএফএস প্রতিষ্ঠান সুবিধাভোগীদের উপর কোনো অতিরিক্ত চার্জ আরোপ করতে পারবে না।
-
রিয়েল-টাইম এসএমএস: অর্থ প্রেরণ ও বাউন্সডব্যাক সম্পর্কিত এসএমএস পাঠানো বাধ্যতামূলক।
-
রিপোর্টিং ও মনিটরিং: বিতরণের ১০ দিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট প্রেরণ করতে হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে।
-
গ্রাহকসেবা সম্প্রসারণ: উপজেলা পর্যায় পর্যন্ত কাস্টমার সার্ভিস সেন্টার চালু রাখতে হবে।
-
মিডিয়ায় সচেতনতা: উপবৃত্তি বিতরণ কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালাতে হবে।
🔹 সভায় গৃহীত সিদ্ধান্ত
আলোচনার শেষে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ গৃহীত হয়—
শুধুমাত্র যেসব এমএফএস প্রতিষ্ঠানের অর্থ বিভাগের iBAS++ সিস্টেমের সাথে API সংযোগ রয়েছে, তাদের মাধ্যমেই উপবৃত্তি বিতরণ করা হবে।
-
যেসব প্রতিষ্ঠানের API সংযোগ এখনো স্থাপিত হয়নি, তারা সংযোগ স্থাপন সাপেক্ষে অংশগ্রহণ করতে পারবে।
-
অর্থ বিভাগের পরিপত্রে উল্লিখিত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে মাঠপর্যায়ে প্রচারণা ও অবহিতকরণ কর্মসূচি পরিচালনা করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
🔹 মাঠপর্যায়ে চ্যালেঞ্জ
সভায় অতিরিক্ত সচিব (বাজেট ও অডিট) উল্লেখ করেন যে, প্রায় ২০ লক্ষ মা/অভিভাবকের মোবাইল সিম ও এমএফএস একাউন্ট এখনো জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধিত নয়, যার ফলে উপবৃত্তি বিতরণে জটিলতা সৃষ্টি হচ্ছে। এই সমস্যা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়।
🔹 প্রযুক্তি ও প্রশিক্ষণ উদ্যোগ
অতিরিক্ত মহাপরিচালক (প্রাথমিক শিক্ষা অধিদপ্তর) জানান, PESP MIS সফটওয়্যার আপডেটের কাজ চলছে এবং মাঠ পর্যায়ের শিক্ষক ও কর্মকর্তাদের প্রশিক্ষণ অব্যাহত রয়েছে। এতে উপবৃত্তি বিতরণ প্রক্রিয়া আরও দক্ষ ও স্বচ্ছ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
🔹 সভার সমাপ্তি
সভায় উপস্থিত প্রতিনিধিরা উপবৃত্তি বিতরণ কার্যক্রমে সরকারের নতুন উদ্যোগের প্রশংসা করেন এবং শর্তাবলী মেনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
অবশেষে সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।
🟢 সারসংক্ষেপে:
👉 প্রাথমিক শিক্ষার উপবৃত্তি এখন আরও ডিজিটাল ও নিরাপদ।
👉 iBAS++ সংযুক্ত এমএফএস প্রতিষ্ঠানই অর্থ বিতরণ করবে।
👉 জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নিবন্ধন ছাড়া কেউ উপবৃত্তি পাবে না।
👉 মাঠপর্যায়ে সচেতনতা ও প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
বাজেট ও অডিট শাখা
www.mopme.gov.bd
বিষয় :প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় করণীয় নির্ধারণ সংক্রান্ত সভার কার্যবিবরণী।
সভাপতি: জনাব আবু তাহের মোঃ মাসুদ রানা, সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
তারিখ : ১৬ অক্টোবর ২০২৫
সময় : সকাল ১১:০০ টা
স্থান : সভাকক্ষ (৬১০-৬১২)।
সভায় উপস্থিত কর্মকর্তাদের তালিকা পরিশিষ্ট 'ক' তে সংযোজিত।
সভাপতি সভায় উপস্থিত এ মন্ত্রণালয়, বিভিন্ন দপ্তর-সংস্থার কর্মকর্তা এবং সকল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠানের প্রতিনিধিগণকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। তিনি জানান, প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তির উপকারভোগী/সুবিধাভোগী মা/অভিভাবকগণের এমএফএস একাউন্টে জিটুপি পদ্ধতিতে সুষ্ঠুভাবে উপবৃত্তি বিতরণের লক্ষ্যে অর্থ বিভাগের ১৫ এপ্রিল ২০২৫ তারিখের ০৭.০০.০০০০,১০৯.২০.০০৩.২৫-৬০ নং স্মারকে জারিকৃত পরিপত্রের নির্দেশনা অনুযায়ী সকল এমএফএস এর মাধ্যমে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি বিতরণে করণীয় নির্ধারণের লক্ষ্যে এ সভা আহবান করা হয়েছে। অতঃপর তিনি সভার আলোচ্য বিষয়ে বিস্তারিত উপস্থাপনের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (উপবৃত্তি) কে অনুরোধ করেন।
০২। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (উপবৃত্তি) সভায় জানান যে, সুষ্ঠুভাবে সুবিধাভোগী/উপকারভোগীর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) একাউন্টে G2P পদ্ধতিতে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি বিতরণে অর্থ বিভাগের জারিকৃত পরিপত্র, বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন এবং উপবৃত্তি বিতরণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা ও অপারেশনাল ম্যানুয়াল অনুসরণপূর্বক সংশ্লিষ্ট মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানসমূহ কর্তৃক নিম্নে বর্ণিত শর্তাবলী প্রতিপালন একান্ত আবশ্যক:
(ক) সুবিধাভোগী/উপকারভোগীর নিকট প্রেরিত ইএফটি'র Real Time Tracking এর জন্য অর্থ বিভাগের Single Registry System এর সাথে প্রত্যেক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান কর্তৃক API সংযোগ স্থাপন নিশ্চিত করা, যাতে উপবৃত্তির অর্থ ক্যাশইন ও ক্যাশআউট পয়েন্ট এবং তারিখ ও সময় সকল ইউজারের নিকট প্রদর্শিত হয়;
(খ) উপবৃত্তির অর্থ বিতরণের ক্ষেত্রে অর্থ বিভাগের পরিপত্র অনুযায়ী সুবিধাভোগী মা/অভিভাবকগণ কর্তৃক তাদের নিজ নিজ জাতীয় পরিচয়পত্র দ্বারা মোবাইল সীম নিবন্ধন এবং এমএফএস একাউন্ট খোলা বাধ্যতামূলক। এ বিষয়টি নিশ্চিতকরণে এমএফএস প্রতিষ্ঠানসমূহকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা;
(গ) সামাজিক কর্মসূচির আওতাভুক্ত প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তির অর্থ বিতরণের ক্ষেত্রে সুবিধাভোগী/উপকারভোগী নিজে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) নির্বাচন করবেন;
(ঘ) উপবৃত্তির অর্থ বিতরণের জন্য অভিন্ন ক্যাশ আউট চার্জ ০.৬০ (শূন্য দশমিক ছয় শূন্য) শতাংশ প্রাপ্য হবে;
(ঙ) উপবৃত্তি এবং ক্যাশ আউট চার্জ একসাথে প্রেরণ করা হবে। ইএফটি রিটার্নের ক্ষেত্রে ক্যাশ আউট চার্জসহ উপবৃত্তির অর্থ সরকারকে ফেরত প্রদান করতে হবে;
(চ) উপবৃত্তির অর্থ বিতরণের ক্ষেত্রে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান সুবিধাভোগী/উপকারভোগীর ওপর কোনোরূপ চার্জ আরোপ করতে পারবে না;
(ছ) সুবিধাভোগী/উপকারভোগীর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) একাউন্টে উপবৃত্তির অর্থ প্রেরণ সংক্রান্ত ক্রেডিট/বাউন্সডব্যাক SMS সংশ্লিষ্ট এমএফএস প্রতিষ্ঠান কর্তৃক প্রেরণ নিশ্চিত করা;
(জ) সংশ্লিষ্ট মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান কর্তৃক উপবৃত্তি বিতরণ সংক্রান্ত অগ্রিম SMS সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান এবং কর্মকর্তাগণকে প্রেরণ নিশ্চিত করা;
(ঝ) সংশ্লিষ্ট মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান কর্তৃক বাংলাদেশ ব্যাংক থেকে সংশ্লিষ্ট এমএফএস ওয়ালেটে ইএফটি প্রেরণের পর বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট সুবিধাভোগী/উপকারভোগীর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) একাউন্টে উপবৃত্তির অর্থ প্রেরণ নিশ্চিত করা;
(ঞ) সংশ্লিষ্ট মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান কর্তৃক সফলভাবে বিতরণকৃত উপবৃত্তির বিস্তারিত রিপোর্ট এবং সার-সংক্ষেপ রিপোর্ট বিতরণের ১০ (দশ) দিনের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রেরণ নিশ্চিত করা;
(ট) সংশ্লিষ্ট মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানের ন্যূনতম উপজেলা পর্যায় পর্যন্ত কাষ্টমার সার্ভিস সেন্টার চালু রাখা এবং কাষ্টমার সার্ভিস সেন্টারের তালিকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এবং সংশ্লিষ্ট জেলা ও উপজেলা অফিসে প্রেরণ করা;
(ঠ) উপবৃত্তির অর্থ সহজে ক্যাশ আউটের জন্য বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকাভিত্তিক পর্যাপ্ত এজেন্ট/ উদ্যোক্তা/ক্যাশ আউট পয়েন্ট এর ব্যবস্থা করা;
(ড) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও সংশ্লিষ্ট মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান সমূহের মধ্যে লিখিত ও টেলিফোনিক প্রয়োজনীয় যোগাযোগ নিশ্চিত করা;
(ঢ) উপবৃত্তির অর্থ সুষ্ঠুভাবে বিতরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান কর্তৃক বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সামাজিক উদ্বুদ্ধকরণে সচেতনতামূলক বিজ্ঞাপন প্রচার করা;
(ণ) বর্ণিত শর্তাবলী এবং সময়ে সময়ে সরকার কর্তৃক জারীকৃত নির্দেশাবলী যথাযথভাবে প্রতিপালন করা।
০৩। সভায় উপস্থিত বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তির অর্থ বিতরণ কার্যক্রম দেশের সকল এমএফএস প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত করায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। সুষ্ঠুভাবে উপবৃত্তির অর্থ বিতরণে উপর্যুক্ত শর্তাবলী যথাযথভাবে অনুসরণ করে সার্বিক সহযোগিতা এবং প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবেন মর্মে উপস্থিত সকল এমএফএস প্রতিষ্ঠান এর প্রতিনিধিগণ সম্মতি জ্ঞাপন করেন।
০৪। সভায় উপস্থিত BACS & iBAS++ স্কিম এর প্রতিনিধি জানান যে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের iBAS++ এর সাথে যে সকল এমএফএস প্রতিষ্ঠানের API সংযোগ রয়েছে শুধুমাত্র সে সকল এমএফএস প্রতিষ্ঠানের মাধ্যমেই উপবৃত্তির অর্থ বিতরণ করা যাবে। তবে যে সকল এমএফএস প্রতিষ্ঠানের iBAS++ এর সাথে API সংযোগ নাই, সে সকল এমএফএস প্রতিষ্ঠান iBAS++ এর সাথে API সংযোগ স্থাপন সাপেক্ষে উক্ত উপবৃত্তি বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে।
০৫। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান যে, উপবৃত্তির অর্থ সুষ্ঠুভাবে বিতরণের জন্য মাঠ পর্যায়ে শিক্ষক-কর্মকর্তাগণকে PESP MIS Software বিষয়ে প্রশিক্ষণ প্রদান এবং মা/অভিভাবকসহ সংশ্লিষ্ট স্টেক হোল্ডারগণকে সচেতনতা বৃদ্ধির বিষয়ে সেমিনার/কর্মশালার আয়োজন অব্যাহত রয়েছে। উক্ত সফটওয়্যারটি আপডেট করলে সুষ্ঠুভাবে উপবৃত্তি বিতরণ করা সম্ভব হবে মর্মে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
০৬। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট ও অডিট) জানান যে, এখনো প্রায় ২০ লক্ষ মা/অভিভাবকের মোবাইল সিম ও এমএফএস একাউন্ট স্ব স্ব জাতীয় পরিচয় পত্র দ্বারা নিবন্ধিত না হওয়ায় উপবৃত্তি বিতরণ কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে মা/অভিভাবকের স্ব স্ব এনআইডি দিয়ে সিম এবং এমএফএস একাউন্ট নিবন্ধন নিশ্চিতকরণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরসহ এমএফএস প্রতিষ্ঠানের প্রতিনিধিগণকে অনুরোধ জানান।
০৭। বিস্তারিত আলোচনান্তে সভায় নিম্নবর্ণিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়:
(ক) অর্থ বিভাগের iBAS++ এর সাথে যে সকল এমএফএস প্রতিষ্ঠানের API সংযোগ রয়েছে শুধুমাত্র সে সকল এমএফএস প্রতিষ্ঠানের মাধ্যমেই উপবৃত্তির অর্থ বিতরণ করা যাবে। তবে যে সকল এমএফএস প্রতিষ্ঠানের iBAS++ এর সাথে API সংযোগ নাই, সে সকল এমএফএস প্রতিষ্ঠান iBAS++ এর সাথে API সংযোগ স্থাপন সাপেক্ষে উক্ত উপবৃত্তি বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে;
(খ) উপবৃত্তি বিতরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট এমএফএস প্রতিষ্ঠানকে উপরে বর্ণিত অনুচ্ছেদ ০২ এর ক্রমিক (ক) থেকে (ণ) নং ক্রমিকের শর্তাবলী যথাযথভাবে প্রতিপালনপূর্বক উপবৃত্তি বিতরণ করতে হবে;
(গ) অর্থ বিভাগের ১৫ এপ্রিল ২০২৫ তারিখের ০৭.০০.০০০০.১০৯.২০.০০৩.২৫-৬০ নং স্মারকে জারীকৃত "সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও অন্যান্য কার্যক্রমের নগদ অর্থ জিটুপি পদ্ধতিতে বিতরণ” সংক্রান্ত পরিপত্রের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ ও মা/ অভিভাবক কর্তৃক মোবাইল ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান বেছে নেয়ার বিষয়ে প্রচারণা এবং মাঠ পর্যায়ে কর্মরত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কর্মকর্তা, এমএফএস প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট স্টেক হোল্ডারগণকে অবহিত করার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
০৮। অত:পর আর কোন আলোচনা না থাকায় উপস্থিত সদস্যগণকে ধন্যবাদ জানিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।
স্বাক্ষরিত
স্বাক্ষরিত/-২০/১০/২০২৫
(আবু তাহের মোঃ মাসুদ রানা)
সচিব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়





No comments
Your opinion here...