মন্ত্রণালয়গুলোর প্রজ্ঞাপন জারিতে অর্থ বিভাগের পরামর্শ নেওয়ার নির্দেশ
মন্ত্রণালয়গুলোর প্রজ্ঞাপন জারিতে অর্থ বিভাগের পরামর্শ নেওয়ার নির্দেশ
আর্থিক সংশ্লেষ সংক্রান্ত প্রজ্ঞাপন জারিতে অর্থ বিভাগের পরামর্শ বাধ্যতামূলক: নতুন নির্দেশনা জারি করেছে অর্থ মন্ত্রণালয়
বিস্তারিত প্রতিবেদন:
ঢাকা, ১৪ অক্টোবর ২০২৫:
সরকারি আর্থিক শৃঙ্খলা ও টেকসই বাজেট ব্যবস্থাপনা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।
নির্দেশনায় বলা হয়েছে, যেকোনো মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক আর্থিক সংশ্লেষ (Statutory Regulatory Order - SRO), বিধি বা প্রজ্ঞাপন জারির পূর্বে অর্থ বিভাগের পরামর্শ গ্রহণ বাধ্যতামূলক।
অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে জারি করা পরিপত্রে (নং-০৭,০০,০০০০,১৪৩.১৬.০০৬.২৪-২০) বলা হয়,
বাংলাদেশ সরকারের “রুলস অব বিজনেস, ১৯৯৬”-এর বিধি-১৩ অনুসারে, রাজস্ব নীতি, কর, শুল্ক এবং আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অর্থ বিভাগের মতামত নেওয়া আবশ্যক।
পরিপত্রে আরও উল্লেখ করা হয়,
সম্প্রতি দেখা যাচ্ছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ নিজেদের উদ্যোগে কর-বহির্ভূত রাজস্ব (Non-Tax Revenue - NTR) এবং জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত কর রাজস্ব (Non-NBR Revenue) সংক্রান্ত রেইট বা ফি নির্ধারণ করছে, অথচ এ বিষয়ে অর্থ বিভাগের অনুমোদন নেওয়া হচ্ছে না।
অর্থ মন্ত্রণালয়ের মতে, এ ধরনের পদক্ষেপ জাতীয় রাজস্ব কাঠামোর সুষ্ঠু ব্যবস্থাপনা ও বাজেট বাস্তবায়নে বিঘ্ন ঘটাতে পারে।
অর্থ বিভাগ বলেছে,
টেকসই বাজেট ব্যবস্থাপনা ও স্বনির্ভর অর্থনীতি গঠনের লক্ষ্যে কর-বহির্ভূত আয় এবং নন-এনবিআর উৎস থেকে রাজস্ব আহরণ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্য সঠিক নীতি নির্ধারণ ও সমন্বয় রক্ষায় অর্থ বিভাগের মতামত অপরিহার্য।
পরিপত্রে উপসচিব মনোয়ারা পারভীন মিতু স্বাক্ষর করেছেন।
তিনি সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগকে “রুলস অব বিজনেস, ১৯৯৬”-এর বিধি অনুযায়ী আর্থিক সংশ্লেষ সংক্রান্ত যে কোনো প্রজ্ঞাপন, বিধি বা আদেশ জারির আগে অর্থ বিভাগের পরামর্শ ও মতামত গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন।
অর্থ বিভাগ বিশ্বাস করে, এই নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে রাজস্ব আহরণের ক্ষেত্রে সমন্বিত ও জবাবদিহিমূলক কাঠামো গড়ে উঠবে, যা দেশের আর্থিক স্থিতিশীলতা ও বাজেট বাস্তবায়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
সংক্ষেপে মূল পয়েন্টগুলো:
মন্ত্রণালয়/বিভাগ আর্থিক সংশ্লেষ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির আগে অর্থ বিভাগের পরামর্শ নিতে বাধ্য।
-
“রুলস অব বিজনেস, ১৯৯৬”-এর বিধি-১৩ অনুযায়ী এই বাধ্যবাধকতা নির্ধারিত।
-
কর-বহির্ভূত রাজস্ব (NTR) ও Non-NBR উৎস থেকে রাজস্ব আহরণ জাতীয় বাজেট বাস্তবায়নে গুরুত্বপূর্ণ।
-
নির্দেশনা জারি করেছেন অর্থ বিভাগের উপসচিব মনোয়ারা পারভীন মিতু।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ
ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগ
এনটিআর-১
www.mof.gov.bd
পরিপত্র
নং-০৭,০০,০০০০,১৪৩.১৬.০০৬.২৪-২0
তারিখ: ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ ১৪ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ
বিষয়: মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক আর্থিক সংশ্লেষ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির ক্ষেত্রে অর্থ বিভাগের পরামর্শ গ্রহণের বাধ্যবাধকতা।
টেকসই বাজেট ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং স্বনির্ভর অর্থনীতির ভিত্তি স্থাপনে এনটিআর (Non-Tax Revenue) এবং নন-এনবিআর (Non-NBR) কর রাজস্বের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজস্ব আহরণের ক্ষেত্রে করের পাশাপাশি কর-বহির্ভূত আয় এবং জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত (Non NBR) উৎস থেকেও রাজস্ব সংগ্রহ জাতীয় বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে বিশেষ অবদান রাখে। অর্থ বিভাগ জাতীয় রাজস্ব কাঠামোর ভিত্তি মজবুত করতে নীতিগত দিকনির্দেশনা প্রদান করে এবং তার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করে। এ লক্ষ্যে, সুনির্দিষ্ট রাজস্ব নীতি ও প্রশাসনিক কাঠামোর অধীনে অর্থ বিভাগ এনটিআর এবং নন-এনবিজ্ঞার উৎস থেকে রাজস্ব আহরণ বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে। বাংলাদেশ সরকার পরিচালিত বিধি ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাঠামোর আওতায় আর্থিক সংশ্লেষ সংক্রান্ত যেকোনো বিষয়ে মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক বিশেষ আদেশ (Statutory Regulatory Order SRO)/বিধি, প্রজ্ঞাপন জারি করার পূর্বে অর্থ বিভাগের পরামর্শ গ্রহণ করা বাধ্যতামূলক।
০২। সম্প্রতি পরিলক্ষিত হয়েছে যে, বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ কর্তৃক কর-বহির্ভূত রাজস্ব ও জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত কর রাজস্ব সংক্রান্ত রেইট/ফি কার্যকর করার ক্ষেত্রে অর্থ বিভাগের অনুমোদন গ্রহণ করা হচ্ছে না। প্রসঙ্গত উল্লেখ্য, বাংলাদেশ সরকারের "বুলস অব বিজনেস, ১৯৯৬" এর বিধি-১৩ অনুযায়ী, রাজস্ব নীতি, কর, শুদ্ধ এবং আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে যে কোন মন্ত্রণালয়/বিভাগ-এর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অর্থ বিভাগের মতামত গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।
০৩। এমতাবস্থায়, "রুলস অব বিজনেস, ১৯৯৬" এর বিধি-১৩ অনুযায়ী আর্থিক সংশ্লেষ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির ক্ষেত্রে অর্থ বিভাগের পরামর্শ/মতামত গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
মনোয়ারা পারভীন মিতু
উপসচিব।



No comments
Your opinion here...