প্রধান ও সহকারী শিক্ষকদের বকেয়া নিষ্পত্তিতে নির্দেশনা — ফেরত যাচ্ছে মাঠ পর্যায়ের কাগজপত্র
প্রধান ও সহকারী শিক্ষকদের বকেয়া নিষ্পত্তিতে নির্দেশনা — ফেরত যাচ্ছে মাঠ পর্যায়ের কাগজপত্র
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণের বেতন সমতাকরণজনিত বকেয়া নিষ্পত্তি সংক্রান্ত মাঠ পর্যায় থেকে প্রাপ্ত পত্রসমূহ ফেরত প্রদান করেছে।
১৪ অক্টোবর ২০২৫ (২৯ আশ্বিন ১৪৩২) তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্মারক নং-৩৮.০১.০০০০.১৫২.০২০.২৬৬.২০২৪-৫২৯ অনুযায়ী এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।
আদেশে উল্লেখ করা হয়েছে, অধিদপ্তরের পূর্বের নির্দেশনা অনুযায়ী (স্মারক নং-৩৮.০১.০০০০.১৫২.০২০.৩৬৭.২০২৫-৩৬৩ (৫১৬), তাং-১৭/০৯/২০২৫) মাঠ পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণের বেতন সমতাকরণজনিত বকেয়া বেতন-ভাতার তথ্য সংগ্রহ করা হয়েছিল।
সেই আলোকে মাঠ পর্যায় হতে প্রাপ্ত পত্রসমূহ এখন নির্দেশক্রমে ফেরত প্রদান করা হয়েছে, যাতে পূর্বে প্রেরিত নির্দেশনার ভিত্তিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা যায়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ-রাজস্ব) মোঃ নূরুল ইসলাম স্বাক্ষরিত এ চিঠিতে বলা হয়,
“সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণের বেতন সমতাকরণের বকেয়ার বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে মাঠ পর্যায় হতে প্রাপ্ত পত্রসমূহ ফেরত প্রদান করা হলো। ইতোপূর্বে প্রেরিত পত্রের আলোকে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।”
প্রধান ও সহকারী শিক্ষকদের বকেয়া নিষ্পত্তিতে DPE এর নির্দেশনা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকদের বেতন সমতাকরণজনিত বকেয়া নিষ্পত্তির প্রক্রিয়ায় এসেছে গুরুত্বপূর্ণ অগ্রগতি। “প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সম্প্রতি মাঠ পর্যায় থেকে প্রাপ্ত বেতন সমতাকরণজনিত বকেয়ার চিঠিগুলো ফেরত পাঠিয়েছে। এ তথ্য জানা গেছে অধিদপ্তরের সদ্য প্রকাশিত এক অফিস আদেশ থেকে। “অর্থাৎ, এখন থেকে কোনো শিক্ষক বা উপজেলা শিক্ষা অফিসকে বকেয়া বিলের অনুমোদনের জন্য ঢাকায় অধিদপ্তরে ফাইল পাঠাতে হবে না। নিজ নিজ উপজেলা থেকেই বকেয়া বিল তৈরি ও পরিশোধ করা যাবে।“যারা ইতোমধ্যে ডকুমেন্টসহ আবেদন পাঠিয়েছিলেন, তাদের পত্রাদি অধিদপ্তর ফেরত পাঠিয়েছে। “১৭ সেপ্টেম্বর ২০২৫-এর চিঠির আলোকে ব্যবস্থা নিতে হবে”।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, স্মারক নং-৩৮.০১.০০০০.১৫২.০২০.২৬৬.২০২৪-৫২৯
তারিখ: ১৪ অক্টোবর ২০২৫ খ্রি.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক নং-৩৮.০১.০০০০.১৫২.০২০.২৬৬.২০২৪-৫২৯
তারিখ: ২৯ আশ্বিন, ১৪৩২ ১৪ অক্টোবর, ২০২৫
বিষয়: সমতাকরণ জনিত বকেয়া বেতন-ভাতার মাঠ পর্যায় হতে প্রাপ্ত পত্রসমূহ ফেরত প্রদান সংক্রান্ত।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্মারক নং-৩৮.০১.০০০০.১৫২.০২০.৩৬৭.২০২৫-৩৬৩ (৫১৬), তাং-১৭/০৯/২০২৫ খ্রি: মোতাবেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণের বেতন সমতাকরণের বকেয়ার বিষয়ে মাঠ পর্যায়ে পত্র প্রেরণ করা হয়। উক্ত পত্রের আলোকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণের বেতন সমতাকরণের বকেয়ার বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে মাঠ পর্যায় হতে প্রাপ্ত পত্রসমূহ এতদসঙ্গে নির্দেশক্রমে ফেরত প্রদান করা হলো।
উল্লেখ্য যে, ইতোপূর্বে প্রেরিত পত্রের আলোকে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
(মোঃ নূরুল ইসলাম)
উপ-পরিচালক (অর্থ-রাজস্ব)
ইতোপুর্বে পত্রের বিস্তারিত পড়ুন



No comments
Your opinion here...