ad

Next Generation Program: প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট টিভি ও ল্যাপটপ আসছে

Views



Next Generation Program: প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট টিভি ও ল্যাপটপ আসছে

👉১০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট টিভি ও ল্যাপটপ বিতরণ করবে সরকার

ঢাকা, ৯ সেপ্টেম্বর ২০২৫:

প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও আধুনিকায়নের অংশ হিসেবে Next Generation Primary Education Program (NPEP) এর আওতায় দেশের ১,০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণিকক্ষের জন্য স্মার্ট টিভি ও ল্যাপটপ বিতরণ করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেকশন-২ (মিরপুর, ঢাকা-১২১৬) থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, উপদেষ্টা মহোদয়ের নিকট উপস্থাপনের জন্য ইতোমধ্যে খসড়া তালিকা প্রস্তুত করা হয়েছে এবং বিদ্যালয়ভিত্তিক যাচাই-বাছাই শেষে তালিকা চূড়ান্ত করা হবে।

যেসব শর্ত পূরণ করলে বিদ্যালয়গুলো অন্তর্ভুক্ত হবে:

  1. প্রাথমিক শ্রেণির জন্য নির্ধারিত আলাদা ও সজ্জিত শ্রেণিকক্ষ থাকতে হবে।

  2. শিক্ষার্থীর সংখ্যা আনুপাতিক হারে বেশি হতে হবে।

  3. বিদ্যালয়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকতে হবে।

  4. নির্ধারিত শ্রেণি শিক্ষককে অবশ্যই আইটি প্রশিক্ষণপ্রাপ্ত ও ডিজিটাল কনটেন্ট পরিচালনায় দক্ষ হতে হবে।

  5. বিদ্যালয়ে ৪+ প্রাক-প্রাথমিক শ্রেণি চালু থাকতে হবে।

যাচাই প্রক্রিয়া

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সংযুক্ত ১,০০০ বিদ্যালয়ের তালিকায় নৈশ প্রহরী, বিদ্যুৎ সংযোগসহ অন্যান্য তথ্য সঠিক আছে কিনা তা যাচাই করে বিভাগওয়ারীভাবে আজকের মধ্যেই (dpepreprimary@gmail.com) ই-মেইলে প্রেরণ করতে হবে।

জরুরি নির্দেশনা

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রাক-প্রাথমিক শিক্ষা) মো: জয়নাল আবেদীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টিকে “অতীব জরুরি” হিসেবে উল্লেখ করা হয়েছে।

সরকার আশা করছে, এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে প্রাক-প্রাথমিক শ্রেণিকক্ষে আধুনিক ও ডিজিটাল শিক্ষার পরিবেশ তৈরি হবে, যা শিশুদের শিখন-শেখানো কার্যক্রমকে আরও কার্যকর ও আনন্দমুখর করবে।

👉Next Generation Primary Education Program (NPEP) ১০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (খসড়া তালিকাভুক্ত)প্রাক প্রাথমিক শ্রেণিকক্ষের শিখন শেখানো কার্যক্রম পরিচালনার জন্য স্মার্ট টিভির সহ ল্যাপটপ বিতরণ করা হবে। উপদেষ্টা মহোদয়ের নিকট উপস্থাপনের জন্য তালিকা যাচাই প্রয়োজন।
( যে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় নিম্নবর্ণিত শর্তাবলি পূরণ করেছে)
🔳 প্রাথমিক শ্রেণীর জন্য নির্ধারিত আলাদা সজ্জিত করণ শ্রেণিকক্ষ রয়েছে।
🔳 শিক্ষার্থীর সংখ্যা আনুপাতিক হারে বেশি।
🔳 পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।
🔳 নির্ধারিত শ্রেণী শিক্ষক রয়েছে যিনি আইটি প্রশিক্ষণপ্রাপ্ত ও ডিজিটাল কনটেন্ট পরিচালনায় দক্ষ।
🔳 ৪+ প্রাক প্রাথমিক শ্রেণী চালু রয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬

স্মারক নম্বর: ৩৮.০১.০০০০. ৩৪৬.৯৯.০১২.২০২৪-১১৯

তারিখ: ২৫ ভাদ্র ১৪৩২

০৯ সেপ্টেম্বর ২০২৫

বিষয়: Next Generation Primary Education Program (NPEP) এর খসড়া তালিকা নির্ধারিত

ছকের বৈশিষ্ট অনুযায়ী যাচাইঅন্তে প্রেরণ।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে Next Generation Primary Education Program (NPEP) এর খসড়া তালিকা প্রস্তুত করা হয়েছে। উক্ত তালিকা উপদেষ্ট মহোদয়ের নিকট উপস্থাপনের জন্য তালিকা যাচাই করা প্রয়োজন।

২। সংযুক্ত তালিকায় নৈশ প্রহরী ও বিদ্যুৎসহ অন্যান্য তথ্য ঠিক আছে কিনা তা যাচাইপূর্বক তথ্য সংযুক্ত করে বিভাগওয়ারী অদ্যই (dpepreprimary@gmail.com) ই-মেইলে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

৩। বিষয়টি অতীব জরুরী।

সংযুক্ত: ১০০০ সপ্রাবি তালিকা

স্বাক্ষরিত

মো: জয়নাল আবেদীন

উপ পরিচালক (প্রাক-প্রাথমিক শিক্ষা)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।


School list

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.