করদাতাদের জন্য এনবিআর-এর ই-রিটার্ন ট্রেইনিং রেজিস্ট্রেশন শুরু
করদাতাদের জন্য এনবিআর-এর ই-রিটার্ন ট্রেইনিং রেজিস্ট্রেশন শুরু
ঢাকা, ৮ সেপ্টেম্বর ২০২৫
আয়কর রিটার্ন দাখিলের প্রক্রিয়াকে আরও সহজ ও নির্ভুল করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করদাতা ও স্টেকহোল্ডারদের জন্য ই-রিটার্ন ট্রেইনিং আয়োজন করেছে। এই প্রশিক্ষণে অংশ নিতে আগ্রহীদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।
জাতীয় রাজস্ব বোর্ডের কর তথ্য ব্যবস্থাপনা ও সেবা মূল্যায়ন শাখা থেকে সোমবার (৮ সেপ্টেম্বর) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে করদাতাদের সঠিক ধারণা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আগ্রহী করদাতা এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা নিম্নোক্ত লিংকের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন:
👉 https://nbr.gov.bd/form/e-return-training/eng
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, করদাতারা যাতে ঝামেলা ছাড়াই সহজে রিটার্ন দাখিল করতে পারেন এবং অনলাইনে কর সংক্রান্ত সেবাগুলো ব্যবহার করতে সক্ষম হন, সে উদ্দেশ্যেই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে দ্বিতীয় সচিব (কর তথ্য ব্যবস্থাপনা ও সেবা) মো: রিয়াসাদ আজিম স্বাক্ষর করেন।
সরকারি এ উদ্যোগ করদাতাদের জন্য রিটার্ন দাখিল প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ করবে বলে আশা করা হচ্ছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জাতীয় রাজস্ব বোর্ড
প্লট-এফ ১/এ, আগারগাঁও
শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭
[কর তথ্য ব্যবস্থাপনা ও সেবা মূল্যায়ন]
নথি নং: ০৮.০১.০০০০.০৩৯.০৫.০০১.২০২০/৩০৬
তারিখ: ২৪ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
০৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ
বিষয়: করদাতাদের ই-রিটার্ন ট্রেইনিং রেজিষ্ট্রেশন প্রসঙ্গে।
উপর্যুক্ত বিষয়ের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি।
০২। সহজ ও নির্ভুলভাবে আয়কর রিটার্ন দাখিলের জন্য জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা এর পক্ষ থেকে ই-রিটার্ন ট্রেইনিং এর আয়োজন করা হয়েছে। উক্ত ট্রেইনিং এ অংশগ্রহণের লক্ষ্যে আগ্রহী সম্মানিত করদাতা এবং স্টেকহোল্ডারদের এনলিস্টমেন্টের জন্য নিম্মোক্ত লিংকে আবেদন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।
ফর্ম লিংক: https://nbr.gov.bd/form/e-return-training/eng
স্বাক্ষরিত
মো: রিয়াসাদ আজিম
দ্বিতীয় সচিব (কর তথ্য ব্যবস্থাপনা ও সেবা)
জাতীয় রাজস্ব বোর্ড।
No comments
Your opinion here...