ad

সারাদেশে ৫০০০ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বিশেষায়িত প্রশিক্ষণ শুরু ১৪ সেপ্টেম্বর

Views


 সারাদেশে ৫০০০ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বিশেষায়িত প্রশিক্ষণ শুরু ১৪ সেপ্টেম্বর

ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০২৫:
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সারাদেশে নির্বাচিত ৫০০০ সম্প্রসারিত ৪+ বয়সী প্রাক-প্রাথমিক শ্রেণিতে পাঠদানকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জন্য বিশেষায়িত প্রশিক্ষণ আয়োজন করছে। এ প্রশিক্ষণ আগামী ১৪ সেপ্টেম্বর ২০২৫ থেকে শুরু হবে এবং সংযুক্ত প্রশিক্ষণসূচি মোতাবেক চলবে।

অধিদপ্তরের পরিচালক (পলিসি এন্ড অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান এনডিসি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বাজেট বিভাজন অনুযায়ী ইতোমধ্যে সংশ্লিষ্ট পিটিআই সুপারিনটেনডেন্টদের ব্যাংক হিসাবে অর্থ ছাড় করা হয়েছে। অর্থ প্রাপ্তির পর থেকেই প্রতিটি জেলায় প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।

নির্দেশনা ও শর্তাবলি

  1. প্রশিক্ষণের সময়সীমা: প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। শুক্রবার ও শনিবারসহ সকল সাপ্তাহিক ছুটির দিন প্রশিক্ষণ চলবে, তবে সরকারি ছুটির দিন বাদ থাকবে।

  2. প্রশিক্ষক: কেবল প্রাক-প্রাথমিক স্তরের বিশেষায়িত প্রশিক্ষণপ্রাপ্ত মাস্টার ট্রেইনাররা দায়িত্ব পালন করবেন। প্রশিক্ষক শূন্যতা দেখা দিলে নিকটবর্তী জেলার প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষককে মনোনয়ন দেওয়া হবে।

  3. প্রশিক্ষণার্থী: শুধুমাত্র নির্বাচিত ৫০০০ বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণিতে পাঠদানকারী সহকারী শিক্ষকগণ প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। অন্য কোনো বিদ্যালয়ের শিক্ষককে মনোনয়ন দেওয়া যাবে না।

  4. মনোনয়ন অনিয়ম: প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী মনোনয়নে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ব্যক্তিগতভাবে দায়ী করা হবে।

  5. অর্থ ব্যয়: বাজেট বিভাজন অনুসারে প্রশিক্ষণের যাবতীয় ব্যয় নির্বাহ করতে হবে। কোনো খাতের অর্থ অন্য খাতে ব্যয় করা যাবে না। সুপারিনটেনডেন্টরা আর্থিক অনিয়মের জন্য দায়ী থাকবেন।

  6. ভ্যাট ও ট্যাক্স: ২০২৫-২০২৬ অর্থ বছরের ভ্যাট আইটি কর্তনের নীতিমালা অনুযায়ী যথাযথভাবে ভ্যাট জমা দিতে হবে।

  7. প্রশিক্ষণ সমাপ্তি: প্রশিক্ষণের সমাপনী দিনে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হবে।

  8. প্রতিবেদন জমা: প্রশিক্ষণ শেষে ৭ দিনের মধ্যে সংশ্লিষ্ট প্রতিবেদন, শিক্ষক তথ্য এবং উদ্বৃত্ত অর্থের চেক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে।

প্রশিক্ষণের কাঠামো

সারাদেশের ৬৭টি পিটিআইতে সর্বমোট ৭০ ব্যাচের প্রশিক্ষণের অর্থ ছাড় করা হয়েছে। ইউনিসেফ থেকে অতিরিক্ত অর্থ প্রাপ্তি সাপেক্ষে অবশিষ্ট ৩০ ব্যাচের জন্য অর্থ ছাড় করা হবে।

অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইতোমধ্যে ২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থ বছরে চালুকৃত ৩২১৪টি বিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছেন। বর্তমানে সম্প্রসারিত ৫০০০ বিদ্যালয়ের মধ্যে ১১৫৪ জন সহকারী শিক্ষক পূর্বে বিশেষায়িত প্রশিক্ষণ নিয়েছেন।

উপসংহার

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আশা করছে, এ প্রশিক্ষণের মাধ্যমে প্রাক-প্রাথমিক পর্যায়ের শিক্ষাদান কার্যক্রম আরও কার্যকর ও মানসম্মত হবে। শিশুদের প্রাথমিক শিক্ষা অভিজ্ঞতা ইতিবাচক ও আনন্দদায়ক করে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬

স্মারক নংঃ ৩৮.০১.০০০০.৩৪৬.০২২.০০৩.২০২৫.২২. ১২১

তারিখঃ ২৬ ভাদ্র ১৪৩২

১০ সেপ্টেম্বর ২০২৫

বিষয়: ২০২৫ শিক্ষাবর্ষে নির্বাচিত ৫০০০ সম্প্রসারিত ৪+ বয়সী প্রাক-প্রাথমিক শ্রেণিতে পাঠদানকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের বিশেষায়িত প্রশিক্ষণ আয়োজন।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ২০২৫ শিক্ষাবর্ষে নির্বাচিত ৫০০০ সম্প্রসারিত ৪+ প্রাক-প্রাথমিক শ্রেণিতে পাঠদানকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের বিশেষায়িত প্রশিক্ষণ আয়োজনের জন্য ইতোমধ্যে বাজেট বিভাজন অনুযায়ী সংশ্লিষ্ট পিটিআই সুপারিনটেনডেন্ট এর ব্যাংক হিসাবে প্রয়োজনীয় অর্থ ছাড় করা হয়েছে। সুপারিনটেনডেন্টগণ অর্থ প্রাপ্তি সাপেক্ষে প্রশিক্ষণ শুরু করবেন।

২। ৪+ শ্রেণিতে পাঠদানকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের উক্ত বিশেষায়িত প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে নিম্নবর্ণিত নির্দেশনাবলি অনুসরণপূর্বক যথাযথভাবে প্রশিক্ষণ পরিচালনার ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

ক. বর্ণিত প্রশিক্ষণটি আগামী ১৪/০৯/২০২৫ তারিখ থেকে শুরু হবে। সংযুক্ত প্রশিক্ষণ সূচি মোতাবেক প্রশিক্ষণ চলমান থাকবে। কোনো অবস্থাতেই নির্ধারিত তারিখের পূর্বে প্রশিক্ষণ শুরু করা যাবে না। কোনো বিশেষ কারণে প্রশিক্ষণের সময় পরিবর্তন করতে হলে সেক্ষেত্রে পরিচালক (পলিসি এন্ড অপারেশন) বিভাগের পূর্বানুমতি গ্রহণ করতে হবে (প্রয়োজনে: ডিডি: ০১৭১০৩০৪৭০৭, এডি: ০১৭১৫২৪৯৫৩৪)। সাপ্তাহিক ছুটির দিন (শুক্র ও শনিবার) প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে। শুধু সরকার কর্তৃক নির্ধারিত ছুটির দিনসমূহে প্রশিক্ষণ বন্ধ থাকবে।

খ. ইতোমধ্যে প্রাক-প্রাথমিক স্তরের বিশেষায়িত প্রশিক্ষণপ্রাপ্ত মাস্টার ট্রেইনারগণ প্রশিক্ষকের দায়িত্ব পালন করবেন (প্রশিক্ষকের তালিকা সংযুক্ত)। কোনো অবস্থাতেই প্রশিক্ষণবিহীন কর্মকর্তাকে প্রশিক্ষকের দায়িত্ব প্রদান করা যাবে না। সংযুক্ত তালিকার বাইরে অন্য কোনো কর্মকর্তা প্রশিক্ষকের দায়িত্ব পালন করতে পারবেন না।

গ. কোনো জেলায় প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষকের বদলীজনিত কারণে প্রশিক্ষক শূন্যতা দেখা দেয় সেক্ষেত্রে নিকটবর্তী জেলার প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষককে মনোনয়ন দিতে হবে। সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার/পিটিআই সুপারিনটেনডেন্ট প্রশিক্ষক মনোনয়ন প্রদান করবেন।

ঘ. জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (উপজেলা/থানা শিক্ষা অফিসার প্রতিটি উপজেলা/থানায় ২০২৫ শিক্ষাবর্ষে নির্বাচিত ৫০০০ সম্প্রসারিত ৪+ বয়সী প্রাক-প্রাথমিক শ্রেণিতে পাঠদানকারী সহকারী শিক্ষকগণকে সংশ্লিষ্ট জেলার পিটিআিইতে প্রশিক্ষণের জন্য ডেপুটেশন প্রদান করবেন এবং শিক্ষকদের প্রশিক্ষণ এর তথ্য IPEMIS সফটওয়‍্যারে এন্ট্রি করবেন।

৫. সারাদেশে ৫০০০ সম্প্রসারিত ৪+ বয়সী প্রাক-প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪+ বয়সী শিশুদের পাঠদানকারী শিক্ষককে এ প্রশিক্ষণ প্রদান করা হবে। (ইতোমধ্যে ২০২২-২৩ এবং ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রথম পর্যায়ে চালুকৃত ৩২১৪টি সপ্রাবি তে এই প্রশিক্ষণটি প্রদান করা হয়েছে এবং জেলা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সম্প্রসারিত ৫০০০ বিদ্যালয়ে ১১৫৪ জন সহকারী শিক্ষক প্রাক-প্রাথমিক বিশেষায়িত প্রশিক্ষণ প্রাপ্ত (তালিকা সংযুক্ত)। ২০২৫ শিক্ষাবর্ষে নির্বাচিত ৫০০০ সম্প্রসারিত বিদ্যালয়ের সহকারী শিক্ষক ব্যতিত অন্য কোনো বিদ্যালয়ের শিক্ষককে প্রশিক্ষণার্থী হিসেবে মনোনয়ন দেয়া যাবে না।

চ. প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী মনোনয়নে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে মনোনয়নকারী কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।

ছ. প্রশিক্ষণসূচি, বাজেট বিভাজন যথাযথভাবে অনুসরণপূর্বক প্রশিক্ষণ পরিচালনা করতে হবে। কোনো অবস্থাতেই এক খাতের অর্থ অন্য খাতে ব্যয় করা যাবে না।।

জ. প্রশিক্ষণের জন্য প্রস্তুতকৃত বাজেটে জেলার শিক্ষকদের সংখ্যা উল্লেখ করা হয়েছে। উক্ত বাজেটে উল্লেখিত সমসংখ্যক শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করতে হবে। সারাদেশের ৬৭ পিটিআই সর্বমোট ৭০ ব্যাচের অর্থ ছাড় করা হয়েছে। পরবর্তীতে ইউনিসেফ থেকে অর্থ প্রাপ্তি সাপেক্ষে অবশিষ্ট ৩০ ব্যাচের অর্থ ছাড় করা হবে।

ঝ. প্রতিদিন সকাল ৯.০০ ঘটিকা থেকে বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত প্রশিক্ষণ পরিচালিত হবে। প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ ভেন্যুতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপস্থিতি নিশ্চিত করতে হবে।

ঞ. ২০২৫-২০২৬ অর্থ বছরের ভ্যাট আইটি কর্তনের নীতিমালা অনুসারে খাতওয়ারী ভ্যাট আইটি কর্তনপূর্বক চালানের মাধ্যমে ভ্যাট আইটি কর্তনের অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে।

ট. প্রশিক্ষণের সমাপনী দিনে সুপারিনটেনডেন্ট, পিটিআই অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণে অংশগ্রহণ সম্পর্কিত সনদপত্র প্রদান করবেন।

ঠ. প্রশিক্ষণ সমাপ্তির ৭ (সাত) দিনের মধ্যে প্রশিক্ষণ সংক্রান্ত প্রতিবেদন ও এসওই dpepreprimary@gmail.com ই-মেইলে এবং উদ্বৃত্ত অর্থের চেক (যদি থাকে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রাক-প্রাথমিক শাখায় বাহক মারফত প্রেরণ করতে হবে অথবা প্রাশিঅ এর ডাটা এন্ট্রি অপারেটর/কম্পিউটার অপারেটর/অফিস সহয়াক সংগ্রহ করবেন।

ড. প্রশিক্ষণার্থীর তথ্য IPEMIS সফটওয়্যারে এন্ট্রি করনের তথ্য এবং নিম্নবর্ণিত ছকে (Ms Excel-Legal size) শিক্ষক তথ্য সফট কপি ও হার্ডকপি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিকট প্রেরণ করবেন এবং অর্থ ব্যয় সংক্রান্ত অর্থবিভাগের সর্বশেষ নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করবেন।

"ছক (Ms Excel-Legal – এ Nikosh Font)"

জেলা:

উপজেলা:

ক্রঃ নং

শিক্ষকের নাম

পদবী

বিদ্যালয়ের নাম

পুরুষ মহিলা

মোটঃ

মোবাইল নাম্বারঃ

৩। প্রশিক্ষণ কর্মশালায় আলোচক হিসেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা/বিভাগীয় উপপরিচালক/জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (পরিচালক পলিসি এন্ড অপারেশন কর্তৃক মনোনীত) এবং কোর্স কো-অর্ডিনেটর হিসেবে সংশ্লিষ্ট পিটিআই এর সুপারিনটেনডেন্ট অংশগ্রহণ করবেন।

81 প্রশিক্ষণের জন্য সংযুক্ত বাজেট বিভাজন অনুযায়ী প্রশিক্ষণের যাবতীয় ব্যয় নির্বাহ করতে হবে। যে কোনো আর্থিক অনিয়মের জন্য সংশ্লিষ্ট পিটিআই সুপারিনটেনডেন্ট ব্যক্তিগতভাবে দায়ী থাকবে। যেহেতু সুপারিনটেনডেন্ট এর কার্যালয়ে অডিট সম্পন্ন হবে সেহেতু খরচের বিল-ভাউচার সুপারিনটেনডেন্ট এর কার্যালয়ে সংরক্ষণ করতে হবে।

স্বাক্ষরিত

মোহাম্মদ কামরুল হাসান, 

এনডিসি পরিচালক (পলিসি এন্ড অপারেশন)

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।




All School list

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.