হারানো বা নষ্ট এনআইডি পেতে আর জিডি লাগবে না
হারানো বা নষ্ট এনআইডি পেতে আর জিডি লাগবে না
ঢাকা, ০৯ সেপ্টেম্বর ২০২৫:
হারানো বা নষ্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পুনঃপ্রাপ্তির ক্ষেত্রে সাধারণ ডায়েরি (জিডি) দাখিলের বাধ্যবাধকতা বিলুপ্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নাগরিক ভোগান্তি কমানো এবং এনআইডি সেবা আরও সহজীকরণের স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, হারানো বা নষ্ট এনআইডি পুনঃপ্রাপ্তির ক্ষেত্রে জিডি দাখিলের নিয়ম নির্বাচন কমিশনের অনুমোদনক্রমে বাতিল করা হলো।
নির্বাচন কমিশনের সহকারী পরিচালক (বৈধ ও সঠিকতা যাচাই) মুহাঃ সরওয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নাগরিকগণের দূর্ভোগ দূরীকরণ ও সেবা সহজীকরণের বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
এর ফলে এখন থেকে নাগরিকরা হারানো বা নষ্ট এনআইডি পুনঃপ্রাপ্তির আবেদন সরাসরি অনলাইনে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে করতে পারবেন। এতে প্রক্রিয়া হবে দ্রুততর, সহজ এবং নাগরিকবান্ধব।
বিশেষজ্ঞদের মতে, এ সিদ্ধান্তের ফলে এনআইডি পুনঃপ্রাপ্তির জটিলতা অনেকটাই কমে আসবে এবং জনসেবায় স্বচ্ছতা ও গতিশীলতা বাড়বে।
বাংলাদেশ নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন সচিবালয়
স্মারক নং-১৭.০০.০০০০.০৬৪.৫২.০০২.১৯-১২৮২
তারিখঃ ২৫ ভাদ্র ১৪৩২
০৯ সেপ্টেম্বর ২০২৫
বিষয়ঃ হারানো বা নষ্ট হবার কারণে নূতন জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির আবেদনের ক্ষেত্রে সাধারণ ডায়েরী (জি.ডি) দাখিলের বিধান বিলুপ্তি প্রসংগে।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নাগরিকগণের দূর্ভোগ দূরীকরণ ও এনআইডি সেবা সহজীকরণের বৃহত্তর স্বার্থে হারানো বা নষ্ট হবার কারণে নূতন জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির ক্ষেত্রে সাধারণ ডায়েরি (জি.ডি) দাখিলের বিধান নির্বাচন কমিশনের অনুমোদক্রমে বিলুপ্ত করা হলো।
স্বাক্ষরিত
মুহাঃ সরওয়ার হোসেন
সহকারী পরিচালক (বৈধ ও সঠিকতা যাচাই)
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ
নির্বাচন কমিশন সচিবালয়।

.jpg)

No comments
Your opinion here...