ad

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ে ১২টি নতুন পদ সৃজনের অনুমোদন

Views

 


সংবাদ প্রতিবেদন

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ে ১২টি নতুন পদ সৃজনের অনুমোদন

ঢাকা, ৪ সেপ্টেম্বর ২০২৫:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাঠ পর্যায়ের বিভাগীয় কার্যালয়ের জন্য নতুন পদ সৃজন করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতিক্রমে অস্থায়ীভাবে রাজস্বখাতে মোট ১২টি পদ সৃজন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সওব্য-১৪ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন সৃষ্ট পদগুলোর মধ্যে অতিরিক্ত পরিচালক ৮টি এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৪টি পদ রয়েছে।

শর্তাবলী

এই পদ সৃজনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত যুক্ত করা হয়েছে। সেগুলো হলো—
১. অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা ও বাস্তবায়ন অনুবিভাগের সম্মতিসহ সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।
২. প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ গ্রহণ করতে হবে।
৩. পদ সৃজনের আদেশ জারির পূর্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার অনুমোদন নিতে হবে।
৪. মন্ত্রিপরিষদ বিভাগের ৫ মার্চ ২০০৩ তারিখের আদেশ অনুসরণ করতে হবে।
৫. পদ সৃজনের জি.ও.-এর কপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা-১৪ শাখায় পাঠাতে হবে।
৬. সরকারি মঞ্জুরিপত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক আরোপিত সকল শর্ত অবশ্যই উল্লেখ করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে এই নতুন পদগুলো সৃজন করা হয়েছে।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব মো: শফিকুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 জনপ্রশাসন মন্ত্রণালয় 

সওব্য-১৪ শাখা

www.mopa.gov.bd

নং: ০৫,০০,০০০০,২৪৬.১৫.০০৩.০৩ (অংশ-৩)-১০০


তারিখ: ২০ ভাদ্র ১৪৩২

০৪ সেপ্টেম্বর ২০২৫

বিষয়: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাঠ পর্যায়ের বিভাগীয় কার্যালয়ের জন্য পদ সৃজন।

সূত্রঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং ৩৮.০০.০০০০.০০২.১৫.৭২.২২.৮১৫; তারিখ: ২৯/০৫/২০২৫ খ্রি.।

উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাঠ পর্যায়ের বিভাগীয় কার্যালয়ের জন্য নিম্নবর্ণিত ১২ (বারো) টি পদ অস্থায়ীভাবে রাজস্বখাতে সৃজনে বর্ণিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো:

ক্রমিক নং ১

পদনাম: অতিরিক্ত পরিচালক

পদসংখ্যা:  ০৮টি

২.পদনাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ০৪টি

মোট = ১২টি

শর্তাবলী:

(ক) অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা ও বাস্তবায়ন অনুবিভাগের সম্মতিসহ সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে;

(খ)প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ গ্রহণ করতে হবে; 

(গ) পদ সৃজনের আদেশ জারির পূর্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার অনুমোদন গ্রহণ করতে হবে:

(ঘ) মন্ত্রিপরিষদ বিভাগের ০৫.০৩.২০০৩ তারিখের মপবি/কঃবিঃ শাঃ/কপগ-১১/২০০১-১১১ সংখ্যক আদেশ অনুসরণ করতে হবে;

(ঙ) পদ সৃজনের পৃষ্ঠাঙ্কিত জি.ও.-এর কপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা-১৪ শাখায় প্রেরণ করতে হবে;

(চ) পদ সৃজনের সরকারি মঞ্জুরিপত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক আরোপিত সকল শর্ত আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে।

স্বাক্ষরিত

মো: শফিকুর রহমান

সহকারী সচিব

 জনপ্রশাসন মন্ত্রণালয় ।



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.