হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য কল্যাণ ডেস্ক চালু
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য কল্যাণ ডেস্ক চালু
ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৫ :
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ গমন ও আগমনকে সহজতর করতে নতুন উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের (বিকেকেবি) ব্যবস্থাপনায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হয়েছে “কল্যাণ ডেস্ক”।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, টার্মিনাল-১ এর ভেতরে ১ নম্বর গেইটের ২য় তলায় এই ডেস্ক স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে প্রজাতন্ত্রের অসামরিক কর্মে নিয়োজিত কর্মরত, অবসরপ্রাপ্ত ও পিআরএল ভোগরত কর্মকর্তা-কর্মচারীরা নির্বিঘ্ন, বিড়ম্বনাহীন, স্বাচ্ছন্দ্যময় ও সহজতর ভ্রমণ সহায়তা পাবেন।
সেবা গ্রহণের নিয়ম
কল্যাণ ডেস্ক থেকে সেবা নিতে হলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিকেকেবির ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত গুগল ফর্মে আবেদন করতে হবে।
-
আবেদনপত্র পূরণ করে স্ক্যান কপি সংযুক্তিসহ ই-মেইল করতে হবে: viplounge@bkkb.gov.bd।
আবেদনপত্রের সঙ্গে পাসপোর্ট, বিমানের টিকিট, ভিসার কপি সংযুক্ত করতে হবে।
-
কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতিপত্র (GO), আর অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে অবসর/পিআরএল আদেশের কপিও বাধ্যতামূলক।
সেবা ফি
এই সেবা সম্পূর্ণ বিনামূল্যে এবং এটি ২৪ ঘণ্টা, সপ্তাহে ৭ দিন কার্যকর থাকবে। শুধুমাত্র প্রজাতন্ত্রের অসামরিক কর্মকর্তা-কর্মচারীরাই এই সুবিধার আওতায় থাকবেন।
কার্যকারিতা
জনস্বার্থে জারিকৃত এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিকেকেবির মহাপরিচালক (সচিব) তসলিমা কানিজ নাহিদা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার প্রত্যাশা করে নতুন এই উদ্যোগের ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে আর কোনো বিড়ম্বনার শিকার হতে হবে না।
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড
জনপ্রশাসন মন্ত্রণালয়
১ম ১২তলা সরকারি অফিস ভবন (১১তলা)
সেগুনবাগিচা, ঢাকা।
www.bkkb.gov.bd
নম্বর: ০৫.৮১.০০০০.০০৭.৯৯.০২২.২৩ (অংশ-১)-৩৪৪
তারিখ: ২৩ ভাদ্র ১৪৩২
০৭ সেপ্টেম্বর ২০২৫
বিজ্ঞপ্তি
বিষয় : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রজাতন্ত্রের অসামরিক কর্মে নিয়োজিত কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীদের বিদেশ থেকে আগমন ও বর্হিগমনের সহায়তা সার্ভিস চালু সংক্রান্ত।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ কল্যাণ বোর্ডের (বিকেকেবি) ব্যবস্থাপনায় হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে টার্মিনাল-১ এর ভিতরে ১ নম্বর গেইট এর ২য় তলায় প্রজাতন্ত্রের অসামরিক কর্মে নিয়োজিত কর্মরত ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীগণের বিদেশ গমন ও আগমনের ক্ষেত্রে নির্বিঘ্ন, বিড়ম্বনাহীন, স্বাচ্ছন্দময় ও সহজতর করার প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের লক্ষ্যে একটি কল্যাণ ডেস্ক স্থাপিত হয়েছে।
২। সেবা গ্রহণের পদ্ধতি:
- প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কর্মরত-অবসরপ্রাপ্ত অসামরিক কর্মকর্তা-কর্মচারীগণ বিকেকেবির website থেকে google form এ আবেদনপূর্বক যথাযথ পরিচয়পত্র প্রদানের মাধ্যমে কল্যাণ ডেস্ক সুবিধা গ্রহণ করা যাবে;
- পূরণকৃত আবেদন স্ক্যান করে সংযুক্তিসহ ই-মেইল ঠিকানা viplounge@bkkb.gov.bd এ প্রেরণ করতে হবে;
- আবেদনের সাথে পাসপোর্ট, বিমানের টিকিট ও ভিসার ফটোকপি এবং কর্মরতদের ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতিপত্র (GO), অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীগণের ক্ষেত্রে অবসর/পিআরএল আদেশের কপি অবশ্যই সংযুক্ত করতে হবে:
- কেবলমাত্র প্রজাতন্ত্রের অসামরিক কর্মকর্তা-কর্মচারীগণের (কর্মরত/পিআরএল ভোগরত/অবসরপ্রাপ্ত) জন্য ২৪/৭সার্বক্ষণিক সেবার আওতাভুক্ত হবেন। এ ক্ষেত্রে কোনো ফি প্রদান করতে হবে না।
No comments
Your opinion here...