ad

৩০ নভেম্বরের মধ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত কমিটি গঠন বাধ্যতামূলক

Views

 



৩০ নভেম্বরের মধ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত কমিটি গঠন বাধ্যতামূলক

ঢাকা, ৮ সেপ্টেম্বর ২০২৫:
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে জানানো হয়েছে যে, দেশের সব বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ৩০ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে নিয়মিত গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে দায়ী করা হবে এবং তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পরিপত্রে বলা হয়েছে, যেসব প্রতিষ্ঠানের এডহক কমিটির মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়েছে কিংবা এখনো চলছে, সেসব প্রতিষ্ঠানে নির্ধারিত সময়ের মধ্যেই নিয়মিত কমিটি গঠন করতে হবে। এছাড়া যেসব প্রতিষ্ঠানে এখনো এডহক কমিটি গঠন হয়নি, সেখানে আগামী ১৫ দিনের মধ্যে এডহক কমিটি গঠন করে ৩০ নভেম্বরের মধ্যে নিয়মিত কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া, সকল শিক্ষা প্রতিষ্ঠানে কার্যরত এডহক কমিটি ১ ডিসেম্বর ২০২৫ থেকে বিলুপ্ত হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

পরিপত্রে আরও বলা হয়, শিক্ষা বোর্ডসমূহকে ঢাকা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে প্রবিধানমালা ২০২৪ এর ৭৫(২) প্রবিধি এবং অন্যান্য শিক্ষা বোর্ডের ক্ষেত্রে ৭৪(২) প্রবিধি অনুযায়ী কমিটি গঠন করতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সাইয়েদ এ.জেড. মোরশেদ আলী স্বাক্ষরিত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

➡️ শিক্ষা মন্ত্রণালয়ের এই কঠোর নির্দেশনার ফলে দীর্ঘদিন ধরে এডহক কমিটি দ্বারা পরিচালিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শৃঙ্খলা ফেরার পাশাপাশি নিয়মতান্ত্রিকভাবে কমিটি গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 শিক্ষা মন্ত্রণালয়

 মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ

 বেসরকারি মাধ্যমিক-১ শাখা 

বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

www.shed.gov.bd

স্মারক নম্বর: ৩৭.০০.০০০০.০৭২.১৮.০০৩.২৪.২২৪

তারিখ: ২৪ ভাদ্র ১৪৩২

০৮ সেপ্টেম্বর ২০২৫

পরিপত্র

বিষয়: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাসহ অন্যান্য বোর্ডের (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪ (সংশোধনীসহ) অনুযায়ী এডহক কমিটি ও নিয়মিত কমিটি গঠন সংক্রান্ত।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাসহ অন্যান্য বোর্ডের (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪ (৩১ আগস্ট ২০২৫ তারিখের সংশোধনী) এর ঢাকা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে ৭৫(২) এবং অন্যান্য শিক্ষা বোর্ডের ক্ষেত্রে ৭৪(২) প্রবিধি অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটি/নিয়মিত কমিটি গঠনের ক্ষেত্রে শিক্ষা বোর্ডসমূহকে নিম্নরূপ নির্দেশনা প্রদান করা হলো:

(ক) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ১৮/১১/২০২৪ তারিখের ৩৭.০০.০০০০.০৭২.১৮.০০৩.২৪.২৫৩ সংখ্যক প্রজ্ঞাপনমূলে যে সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গঠিত এডহক কমিটির মেয়াদ শেষ হয়েছে অথবা চলমান রয়েছে সে সকল শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাসহ সকল শিক্ষা বোর্ডের (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪ (সংশোধনীসহ) অনুযায়ী ৩০/১১/২০২৫ তারিখের মধ্যে আবশ্যিকভাবে নিয়মিত কমিটি গঠন করতে হবে।

(খ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ১৮/১১/২০২৪ তারিখের ৩৭.০০.০০০০.০৭২.১৮.০০৩.২৪.২৫৩ সংখ্যক প্রজ্ঞাপনমূলে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এখনো এডহক কমিটি গঠন হয়নি, উক্ত প্রবিধানমালা ২০২৪ (সংশোধনীসহ) মোতাবেক আগামী ১৫ (পনের) দিনের মধ্যে এডহক কমিটি গঠন করত: ৩০/১১/২০২৫ তারিখের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে হবে।

(গ) সকল এডহক কমিটি ০১/১২/২০২৫ তারিখ হতে বিলুপ্ত হবে।

(ঘ) কমিটি গঠনে ব্যর্থতার ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন এবং বিধিমতে ব্যবস্থাদির আওতায় আসবেন।

২। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

স্বাক্ষরিত

(সাইয়েদ এ.জেড. মোরশেদ আলী)

 উপসচিব

শিক্ষা মন্ত্রণালয়। 



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.