৬৫ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট: ত্রিপক্ষীয় চুক্তি চূড়ান্ত
৬৫ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট: ত্রিপক্ষীয় চুক্তি চূড়ান্ত
৬৫,৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ: শিক্ষা ও আইসিটি অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক পরবর্তী ত্রিপক্ষীয় চুক্তি
ঢাকা, ৮ সেপ্টেম্বর ২০২৫
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে বড় পদক্ষেপ হিসেবে সারাদেশের ৬৫,৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ স্থাপন কার্যক্রম চলছে। ইতোমধ্যে আনুমানিক ৩৪,০০০টি বিদ্যালয়ে End User Connectivity স্থাপন সম্পন্ন হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি)” প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে গত ১৪ আগস্ট ২০২৫ তারিখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। MoU-তে উল্লিখিত শর্তাবলি মাঠ পর্যায়ের বিদ্যালয় ও অফিসসমূহে অবহিত করার জন্য নির্দেশনা জারি করা হয়েছে।
ত্রিপক্ষীয় চুক্তি বাধ্যতামূলক
প্রকল্পের আওতায় প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, নির্বাচিত ISP প্রতিষ্ঠান এবং উপজেলা আইসিটি অফিসারদের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদন করতে হবে। এই চুক্তির একটি খসড়া কপি সংশ্লিষ্ট বিদ্যালয়সমূহে পাঠানো হয়েছে।
চুক্তির শর্তাবলি
সমঝোতা স্মারকে বলা হয়েছে—
End User Connectivity প্রদানের ১৫ কার্যদিবসের মধ্যে বিদ্যালয়ের চূড়ান্ত তালিকা ও প্রতিনিধির তথ্য আইসিটি অধিদপ্তরে পাঠাতে হবে।
-
One Time Cost (OTC) আইসিটি অধিদপ্তর বহন করবে।
-
Monthly Recurring Cost (MRC) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বহন করবে, যা বিদ্যালয়সমূহ ISP প্রতিষ্ঠানকে প্রদান করবে।
-
প্রথম বছর WiFi Router এর ওয়ারেন্টি নিশ্চিত করবে ISP, তবে এক বছরের পর থেকে যন্ত্রপাতির ত্রুটি হলে বিদ্যালয়কে নিজস্ব খরচে তা সমাধান করতে হবে।
-
বিদ্যালয়সমূহ থেকে প্রথমে User Provisional Acceptance Certificate (UPAC) এবং পরে User Final Acceptance Certificate (UFAC) প্রদান করতে হবে।
-
বিদ্যালয় ISP সেবা সন্তোষজনক না হলে ৩০ দিনের নোটিশে প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবে।
মেয়াদ ও কার্যকারিতা
এই সমঝোতা স্মারক আগামী ৩ বছরের জন্য কার্যকর থাকবে। মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে ২ মাস আগে পারস্পরিক মতামতের ভিত্তিতে এটি নবায়ন বা সংশোধন করা যাবে।
সরকারের লক্ষ্য
ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ে উচ্চগতির ইন্টারনেট সংযোগ নিশ্চিত হলে শিক্ষার্থীরা অনলাইন শিক্ষাসামগ্রী, ই-লার্নিং এবং মাল্টিমিডিয়া ক্লাসরুমে অংশ নিতে পারবে। ফলে শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং প্রযুক্তি নির্ভর শিক্ষার প্রসারে এটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
মিরপুর-২, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
নং-৩৮.০১.০০০০.৯০০.১০.০০২.২৪-১২৩০
তারিখ: ২৪ ভাদ্র, ১৪৩২ ০৮ সেপ্টেম্বর, ২০২৫
বিষয়: ৬৫,৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ স্থাপনের নিমিত্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহিত সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর পরবর্তী ত্রিপক্ষীয় চুক্তি সংক্রান্ত।
উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন "ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি)” শীর্ষক (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় ৬৫,৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে End User Connectivity প্রদানের কার্যক্রম চলমান রয়েছে। ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের সর্বশেষ তথ্যমতে আনুমানিক ৩৪,০০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের End User Connectivity স্থাপন সম্পন্ন করা হয়েছে। গত ১৪ আগস্ট ২০২৫ তারিখ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহিত সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর হয়। সমঝোতা স্মারকে (MoU) উল্লিখিত শর্তাবলী মাঠ পর্যায়ের অফিসসমূহ ও বিদ্যালয় পর্যায়ে অবহতিকরণের জন্য এতদসংগে সংযুক্ত করা হলো (সংযুক্তি বর্ণনা মোতাবেক)।
০২। ৬৫,৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ স্থাপনের নিমিত্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহিত সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর পরবর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ISP প্রতিষ্ঠান ও উপজেলা আইসিটি অফিসার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর সমন্বয়ে একটি ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদন করতে হবে। উক্ত চুক্তির ১টি খসড়া এতদসংগে সংযুক্ত করা হলো (সংযুক্তি বর্ণনা মোতাবেক)।
০৩। এমতাবস্থায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে End User Connectivity স্থাপন সম্পন্ন ও বিল প্রদান করার নিমিত্ত ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদন ও শর্তাবলী অবহতিকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো।
সংযুক্তি: ০১। সমঝোতা স্মারকে (MoU) সংযুক্ত শর্তাবলি (-০২-পাতা)।
০২। ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদনের খসড়া কপি (-০৬-পাতা)।
স্বাক্ষরিত
(মোহাম্মদ কামরুল হাসান, এনডিসি)
যুগ্মসচিব পরিচালক (তথ্য ব্যবস্থাপনা বিভাগ)
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
"অনুচ্ছেদ ও শর্তাবলি"
অনুচ্ছেদ ১- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মধ্যে তথ্য-উপাত্ত আদান-প্রদান:
(ক) এ সমঝোতা স্মারক স্বাক্ষরের সর্বোচ্চ ১৫ (পনের) কার্যদিবসের মধ্যে প্রকল্পের সাথে সম্পৃক্ত সকল কারিগরি কার্যাদি সম্পাদন সাপেক্ষে দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষের নিকট End User Connectivity প্রদানের জন্য নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের চূড়ান্ত তালিকা এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের একজন উপযুক্ত প্রতিনিধির নাম ও ফোন নম্বর প্রদান করবে।
(খ) ১ম পক্ষ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক প্রদানযোগ্য End User Connectivity এর One time cost (OTC) বহন করবে ও WiFi Router এর ওয়ারেন্টি নিশ্চিত করার বিষয়ে সার্বিক সহযোগিতা করবে। ২য় পক্ষ প্রাথমিক শিক্ষা অধিরপ্তরের নিয়ন্ত্রনাধীন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ইন্টারনেট সংযোগ সম্পন্ন হওয়ার পর বা জুলাই ২০২৫ থেকে থেকে (অনুচ্ছেদ নং ৩ (খ) অনুযায়ী) বিটিআরসি'র "এক দেশ এক রেট" অনুসারে বা নেগোসিয়েশনের মাধ্যমে নির্ধারিত মূল্য অনুসারে (যাহা তুলনামূলক কম মূল্য হয়) উচ্চগতির ২০ এমবিপিএস বা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের প্রয়োজন অনুসারে Monthly Recurring Cost (MRC) এর ব্যয় বহন করবে। এক বছরের পর থেকে যন্ত্রপাতির যে কোনও ধরনের সমস্যা দেখা দিলে ২য় পক্ষ প্রাথমিক শিক্ষা অধিরপ্তরের নিয়ন্ত্রনাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ নিজ খরচে তা সমাধান করবে; যেমন WiFi Router, মিডিয়া কনভারটার, অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট (ONU) ইত্যাদি যদি নষ্ট হয় বা ত্রুটি বা অন্য কোনও সমস্যা দেখা দেয়।
গ) WiFi Router এর warranty ০১ জুলাই ২০২৫ তারিখ থেকে পরবর্তী এক বছর বলবৎ থাকবে এবং WiFi Router সরবরাহকারি নির্বাচিত ISP প্রতিষ্ঠানের মাধ্যমে তা নিশ্চিত করবে।
ঘ) End User Connectivity প্রদান সম্পন্ন হওয়ার পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রদানকৃত তালিকাভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ থেকে User Provisional Acceptance Certificate (UPAC) প্রথম পক্ষকে প্রদান করবে।
ঙ) End User Connectivity প্রদান সম্পন্ন হওয়ার পর এবং User Provisional Acceptance Certificate (UPAC) প্রদানের ১ (এক) মাস পর প্রদানকৃত সংযোগের পারফরম্যান্স যাচাইপূর্বক যদি কোন ব্যত্যয় না থাকে, সংযোগ গ্রহণকারী প্রতিষ্ঠান User Final Acceptance Certificate (UFAC) প্রথম পক্ষ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরকে প্রদান করবে।
চ) WiFi Router ও তৎসংশ্লিষ্ট যন্ত্রপাতি যা ২য় পক্ষ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন অনুমোদিত তালিকাভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে স্থাপন করা হবে, সে সকল যন্ত্রপাতি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের হেফাজতে থাকবে ও উক্ত প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করবে।
ছ) নির্বাচিত ISP প্রতিষ্ঠান দ্বারা নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ফাইবার অপটিক ক্যাবল এর মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ স্থাপন করার লক্ষ্যে ISP প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে তার অধীনস্থ/আওতাধীন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান/বিদ্যালয়সমূহে পত্র দিয়ে অবহিত করবে।
জ) স্বাক্ষরিত সমঝোতার স্মারক পরবর্তীকালে যে কোনো সময় উভয় পক্ষের চাহিদা ও সম্মতির ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা অপরিবর্তিত রেখে অন্যান্য যে কোনো বিষয়ে সংশোধন করা যাবে।
অনুচ্ছেদ ২- তথ্য-উপাত্ত প্রদানে বাধা এবং এর প্রতিকার:
(ক) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (২য় পক্ষ) কর্তৃক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর (১ম পক্ষ) কে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
(খ) কোনো কারণে দ্বিতীয় পক্ষের সাময়িকভাবে তথ্য প্রদান কার্যক্রম ব্যাহত হলে তা অতি দ্রুত দ্বিতীয়পক্ষ, প্রথমপক্ষকে অবহিত করবে এবং এরূপ ক্ষেত্রে দ্বিতীয়পক্ষ যতদ্রুত সম্ভব এর প্রতিকারের ব্যবস্থা করবে।
অনুচ্ছেদ ৩- প্রতিষ্ঠিত কানেক্টিভিটির তদারকি এবং আর্থিক সংশ্লেষ সংক্রান্ত:
(ক) ২য় পক্ষ কর্তৃক ১ম পক্ষের সাথে ডাটা বা তথ্য আদান-প্রদানের জন্য কোনো প্রকার আর্থিক সংশ্লেষ থাকবে না।
(খ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক ইন্টারনেটের বিল প্রদানের নিমিত্ত Monthly Recurring Charge (MRC) খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের কার্যক্রম সম্পন্নকরণের সুবিধার্থে শুধু মাত্র উল্লিখিত সময়ে সংযোগ গ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক শিক্ষা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ০১জুলাই ২০২৫ খ্রি. এর পর থেকে সম্পাদিত ত্রিপক্ষীয় চুক্তি অনুসারে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ISP প্রতিষ্ঠান কে Monthly Recurring Charge (MRC) পরিশাধ করবে।
(গ) ISP প্রতিষ্ঠানের কার্যক্রম সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক পর্যালোচনা করবে। যদি পর্যালোচনায় প্রতীয়মান হয় যে, ISP এর কার্যক্রম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং ISP প্রতিষ্ঠানের মধ্যে সম্পাদিত ত্রিপক্ষীয় চুক্তির শর্তাবলির পরিপন্থী, সেক্ষেত্রে ৩০ (ত্রিশ) দিনের নোটিশ প্রদানের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ISP প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবে। সেক্ষেত্রে বিদ্যমান ISP প্রতিষ্ঠান নতুন নির্বাচিত ISP প্রতিষ্ঠানের নিকট কানেক্টিভিটির সংযোগ ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি বুঝিয়ে দিবে।
অনুচ্ছেদ ৪ - সমঝোতা স্মারকের কার্যকারিতা ও মেয়াদ:
(ক) এ সমঝোতা স্মারক স্বাক্ষরের তারিখ হতে ০৩ বৎসরের জন্য কার্যকর থাকবে।
(খ) বিদ্যমান সমঝোতার মেয়াদ শেষ বা উত্তীর্ণ হবার ন্যূনতম ২ (দুই) মাস পূর্বে উভয় পক্ষ পারস্পরিক মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন বা সংযোজন করতে পারবে এবং তদানুযায়ী নবায়ন বা নতুন সমঝোতা স্মারক/চুক্তিপত্র সম্পাদন করতে পারবে। এরূপ ভাবে নির্দিষ্ট সময় অন্তর অন্তর সমঝোতা স্মারক নবায়ন করা যাবে। এটা একটি চলমান প্রক্রিয়া হিসাবে কার্যকর থাকবে।
সম্পুর্ণ পিডিএফ ডাউনলোডhttps://drive.google.com/uc?export=download&id=12JHE-9mItMqqy0PjgyvLqb-KzQRG4noc





No comments
Your opinion here...