ad

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্মাণাধীন অবকাঠামোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে নতুন নির্দেশনা

Views


প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্মাণাধীন অবকাঠামোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে নতুন নির্দেশনা

ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৫:
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের আওতায় চলমান নির্মাণাধীন অবকাঠামো (বিদ্যালয়, সীমানা প্রাচীর, ওয়াশব্লক ও নলকূপ) বিষয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগতমান নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে অধিদপ্তর।

স্মারক নং: ৩৮.০১.০০০০,৭০০,৯৯.৭২.২৫.৭৪.২০২৫-১০৪৯; তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দে জারিকৃত এ নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা অফিসারকে প্রত্যয়ন প্রদানের মাধ্যমে প্রতিটি নির্মাণ কাজের যথার্থতা যাচাই করতে হবে।

নির্দেশনার মূল দিকসমূহ:

১. নির্মাণের যথার্থতা যাচাই: প্রতিটি বিদ্যালয়ে নির্মাণকাজ শেষ হওয়ার পর প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা অফিসারের প্রত্যয়ন বাধ্যতামূলক করা হয়েছে।
২. নির্মাণ সামগ্রী সংরক্ষণ: ঠিকাদারকে আলাদা শেড তৈরির মাধ্যমে সামগ্রী সংরক্ষণ এবং বিদ্যুৎ ও পানির ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
৩. ছাদ ঢালাই কার্যক্রম: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও ওয়াশব্লকের ছাদ ঢালাই অবশ্যই সরকারি কর্মদিবসে সংশ্লিষ্ট প্রধান শিক্ষক, শিক্ষা কর্মকর্তা, উপজেলা এলজিইডি ও ডিপিএইচই প্রকৌশলীর উপস্থিতিতে সম্পন্ন করতে হবে।
৪. বিল প্রদানে প্রত্যয়নপত্র: যে কোনো বিল প্রদানের ক্ষেত্রে প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা অফিসারের সংগৃহীত প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে।
৫. হস্তান্তর পত্র: প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, শিক্ষক কক্ষ ও ভবন হস্তান্তরের সময় নির্ধারিত নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে হবে।

এ নির্দেশনায় আরও বলা হয়েছে, চলমান অবকাঠামো নির্মাণকাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা এবং গুণগতমান রক্ষা করা অত্যন্ত জরুরি। এজন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সংযুক্ত নির্দেশনামালা অনুসরণ করে কার্যক্রম বাস্তবায়নে পদক্ষেপ নিতে বলা হয়েছে।

উল্লেখ্য, এ নির্দেশনায় স্বাক্ষর করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক মিরাজুল ইসলাম উকিল, এনডিসি

👉 এ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়ন হলে প্রাথমিক বিদ্যালয় অবকাঠামোর মানোন্নয়ন এবং সঠিক সময়ে প্রকল্প বাস্তবায়ন আরও নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

 সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬

www.dpe.gov.bd

স্মারক নং: ৩৮.০১.০০০০,৭০০,৯৯.৭২.২৫.৭৪.২০২৫-১০৪৯

তারিখ: ০৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

২৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ

বিষয়: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন অবকাঠামো (বিদ্যালয়/সীমানা প্রাচীর/ওয়াশব্লক ও নলকূপ) নির্মাণ বিষয়ক বিভিন্ন কার্যক্রম।

সূত্র: ১) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পত্র নং-৩৮.০১.০০০০,৭০০.০২৬.০০০১.২৫-৫৭৭(৫৯২); তারিখ: ৩০ জুলাই ২০২৫

২) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পত্র নং-৩৮,০১,০০০০,০০০,৭০০.১৪.০০৭৭.২৫-৫৯১; তারিখ: ১০ আগস্ট ২০২৫

৩) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পত্র নং-৩৮,০১,০০০০,০০০,৭০০,১৪.০০৭৭.২৫-৬২৮; তারিখ: ১৭ আগস্ট ২০২৫

৪) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পত্র নং-৩৮.০১.০০০০,০০০,৭০০.০৬.০০৮১.২৫-৬৩০; তারিখ: ১৭ আগস্ট ২০২৫

৫) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পত্র নং-৩৮,০১,০০০০,০০০,৭০০,১৪,০০৭৭.২৫-৩৫৭; তারিখ: ০৩ সেপ্টেম্বর ২০২৫

উপর্যুক্ত বিষয় এবং সূত্রোক্ত পত্রসমূহের মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরেরে পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ হতে নিম্নরূপ নির্দেশনা প্রদান করা হয়-

১. প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের আওতায় নির্মাণ কাজের যথার্থতা বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপজেলা শিক্ষা অফিসার এর নিকট হতে প্রত্যয়ন গ্রহণ;

২. প্রাথমিক বিদ্যালয়ে অবকাঠামো উন্নয়ন সংশ্লিষ্ট নির্মাণ সামগ্রী ঠিকাদার কর্তৃক আলাদা শেড তৈরী করে নিজস্ব ব্যবস্থাপনায় সংরক্ষণ এবং বিদ্যুৎ ও পানি ব্যবহারের ব্যবস্থাপনা বিষয়ক;

৩. সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের (শ্রেণিকক্ষ ও ওয়াশব্লক) ছাদ ঢালাই কার্যক্রম সরকারি কর্মদিবসে বিদ্যালয়ের সংশ্লিষ্ট প্রধান শিক্ষক, সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা এলজিইডি ও ডিপিএইচই প্রকৌশলীগণের উপস্থিতিতে বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ;

৪. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন নির্মাণাধীন অবকাঠামো'র (বিদ্যালয়/সীমানাপ্রাচীর/ ওয়াশব্লক ও নলকূপ) বিল প্রদানের ক্ষেত্রে প্রধান শিক্ষক এবং উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক সংগৃহীত প্রত্যয়নপত্র গ্রহণ নিশ্চিতকরণ; এবং

৫. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় বিভিন্ন প্রকল্পের আওতায় নির্মিত প্রাথমিক বিদ্যালয় ভবন/শ্রেণিকক্ষ/শিক্ষক কক্ষ হস্তান্তর পত্র যথাযথভাবে অনুসরণ।

২. এমতাবস্থায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন অবকাঠামোসমূহের (বিদ্যালয়/সীমানা প্রাচীর/ওয়াশব্লক ও নলকূপ) নির্মাণ কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গুণগতমান বজায় রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সংযুক্ত পত্র অনুসরণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদানের অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত

মিরাজুল ইসলাম উকিল, এনডিসি 

পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.