ad

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে ১১২২টি পদে বিজ্ঞপ্তি প্রকাশ

Views



প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে ১১২২ জন নিয়োগ দেবে সরকার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১২২টি প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর ২০২৫ থেকে আবেদন শুরু হয়ে ২০ অক্টোবর ২০২৫ পর্যন্ত চলবে।

পদ ও গ্রেড

  1. পদবী: প্রধান শিক্ষক

  2. পদসংখ্যা: ১১২২টি (স্থায়ী পদ)

  3. গ্রেড: ১১তম ও ১২তম গ্রেড

  4. বেতন স্কেল:

    1. প্রশিক্ষণপ্রাপ্ত: ১২,৫০০-৩০,২৩০ টাকা

    2. প্রশিক্ষণবিহীন: ১১,৩০০-২৭,৩০০ টাকা (জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী)

শিক্ষাগত যোগ্যতা

  1. স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক/স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ থাকতে হবে।

  2. শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণি/তৃতীয় বিভাগ/সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না।

  3. বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর-১২৯ এর অধীনে নিয়োগ পেতে হলে প্রার্থীদের অবশ্যই সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫ অনুযায়ী তফসিল-২ এর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা

  1. ০১ আগস্ট ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।

পরীক্ষার কাঠামো (তফসিল-২ অনুযায়ী)

লিখিত পরীক্ষা (৯০ মিনিট, মোট নম্বর ৯০):

  1. বাংলা: ২৫

  2. ইংরেজি: ২৫

  3. গণিত ও দৈনন্দিন বিজ্ঞান: ২০

  4. সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী): ২০

মৌখিক পরীক্ষা: ১০ নম্বর
সর্বমোট: ১০০ নম্বর

পাস নম্বর:

  1. লিখিত: ন্যূনতম ৫০%

  2. মৌখিক: ন্যূনতম ৫০%

আবেদন প্রক্রিয়া

  1. আবেদন শুরু: ২৪ সেপ্টেম্বর ২০২৫

  2. আবেদন শেষ: ২০ অক্টোবর ২০২৫

  3. আবেদন লিংক: bpsc.teletalk.com.bd/ncad/application.php

  4. বিস্তারিত বিজ্ঞপ্তি: bpsc.gov.bd

👉 প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।

১১২২ টি পদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর ও ইউনিটঃ ১২৯ ও ১১

পদের নাম, গ্রেড ও সংখ্যাঃ প্রধান শিক্ষক ১১তম গ্রেড ও ১২তম গ্রেড ১১২২টি, স্থায়ী পদ।

মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বেতন স্কেলঃ প্রশিক্ষণপ্রাপ্ত: টাকা: ১২,৫০০-৩০,২৩০/-

প্রশিক্ষণবিহীন: টাকা: ১১,৩০০-২৭,৩০০/-(জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী) 

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা (সংশ্লিষ্ট মন্তণালয়/বিভাগ/দপ্তর/অধিদপ্তর এর নিয়োগবিধি অনুযায়ী)

(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি;

(খ) শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণি অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না; এবং

(গ) তফসিল-২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।

শিক্ষাগত যোগ্যতার [স্নাতকোত্তর/স্নাতক (সম্মান)/স্নাতক/ডিপ্লোমা] বিষয়ক বিষয় কোডঃ ১০১-৯৯৯

০১ আগস্ট, ২০২৫ তারিখে বয়সসীমাঃ অনূর্ধ্ব- ৩২ বছর

👉আবেদন শুরু: ২৪ সেপ্টেম্বর ২০২৫
👉 আবেদন শেষ: ২০ অক্টোবর ২০২৫

বিজ্ঞপ্তি ক্রমিক নম্বর-১২৯ এর পদসমূহে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫ অনুযায়ী তফসিল-২ অনুসারে গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তফসিল-২ নিম্নরূপ;

তফসিল-২ [বিধি ২(গ) দ্রষ্টব্য]

পরীক্ষার বিষয়ঃ 

লিখিত পরীক্ষাঃ

১। বাংলাঃ ২৫

২। ইংরেজি ২৫

৩। গণিত ও দৈনন্দিন বিজ্ঞান ২০ 

সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী)ঃ ২০

মোট নম্বরঃ ৯০ 

সময়ঃ ৯০ মিনিট

মৌখিক পরীক্ষাঃ ১০ 

সর্বমোট নম্বরঃ ১০০ 

সর্বনিম্ন পাস নম্বরঃ লিখিত পরীক্ষাঃ ৫০%

মৌখিকঃ ৫০% 

আবেদন লিঙ্কঃ 

বিজ্ঞপ্তি লিঙ্কঃ 











👉প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে ১১২২ জন নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধন দিয়েছে BPSC. 

পূর্বে আবেদনের শেষ তারিখ ছিল ২০ অক্টোবর ২০২৫, যা সংশোধন করে ২৬ অক্টোবর ২০২৫ করা হয়েছে। যারা এখনোও আবেদন করেননি, তারা করতে পারেন।



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.