অতিরিক্ত খরচ এড়াতে ব্যাংক ব্যালেন্সে নজর দিন—নতুন আবগারি শুল্ক হার ঘোষণা
অতিরিক্ত খরচ এড়াতে ব্যাংক ব্যালেন্সে নজর দিন—নতুন আবগারি শুল্ক হার ঘোষণা
👉২০২৫-২৬ অর্থবছরে ব্যাংক হিসাবে নতুন আবগারি শুল্ক: কোন অংকে কত দিতে হবে?
সংবাদপ্রতিবেদন:
অগ্রণী ব্যাংক পিএলসি থেকে জারি করা এক নির্দেশনায় জানানো হয়েছে, ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটে ব্যাংক হিসাবের উপর আবগারি শুল্কের (Excise Duty) হার পরিবর্তন করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আবগারি) প্রজ্ঞাপনের মাধ্যমে এই নতুন হার ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর হবে।
নতুন স্ল্যাব অনুযায়ী—
৩ লাখ টাকা পর্যন্ত ব্যালেন্স থাকলে কোন শুল্ক নেই।
-
৩ লাখ টাকার বেশি কিন্তু ৫ লাখ টাকার মধ্যে হলে ১৫০ টাকা।
-
৫ লাখ থেকে ১০ লাখ টাকার মধ্যে হলে ৫০০ টাকা।
-
১০ লাখ থেকে ৫০ লাখ টাকার মধ্যে হলে ৩,০০০ টাকা।
-
৫০ লাখ থেকে ১ কোটি টাকার মধ্যে হলে ৫,০০০ টাকা।
-
১ কোটি থেকে ২ কোটি টাকার মধ্যে হলে ১০,০০০ টাকা।
-
২ কোটি থেকে ৫ কোটি টাকার মধ্যে হলে ২০,০০০ টাকা।
-
৫ কোটির বেশি হলে ৫০,০০০ টাকা।
ব্যাংক হিসাবে সাধারণত বছরের শেষে নির্ধারিত হারে আবগারি শুল্ক কর্তন করা হবে। তবে কোন হিসাব বছরের মাঝপথে বন্ধ করলে হিসাব বন্ধের সময়ও শুল্ক দিতে হবে। তবে একই অর্থবছরে একই হিসাবে একাধিকবার শুল্ক কাটা যাবে না।
বিশেষজ্ঞরা বলছেন, আপনার ব্যাংক হিসাবে নির্দিষ্ট সীমার বেশি অর্থ থাকলে স্ল্যাব অনুযায়ী আবগারি শুল্ক কাটা হবে, যা অতিরিক্ত খরচ হিসেবে ধরা যায়। তাই ব্যালেন্স কত হচ্ছে সেটি যাচাই করে প্রয়োজন হলে সমন্বয় করলে কিছুটা হলেও এই খরচ কমানো সম্ভব।
👉 গ্রাহকদের নতুন এই শুল্কহার সম্পর্কে সচেতন হয়ে হিসাব পরিচালনার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
অগ্রণী ব্যাংক পিএলসি,
প্রধান কার্যালয়, ঢাকা।
নির্দেশ পরিপত্রনং-বিএসইউসিডি/৭২/২০২৫
তারিখ: ২৪/০৯/২০২৫খ্রি:
মহাব্যবস্থাপক/উপমহাব্যবস্থাপক/সহকারী মহাব্যবস্থাপক অগ্রণী ব্যাংক পিএলসি, এর কর্পোরেট শাখাসহ সকল শাখা বাংলাদেশ।
বিষয়: ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেটে আবগারি শুল্কের (Excise Duty) হার পরিবর্তন প্রসংগে।
প্রিয় মহোদয়,
উপর্যুক্ত বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আবগারি) প্রজ্ঞাপন, তারিখ: ১৩ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ/২৭ মে,২০২৫ খ্রিঃ। এস.আর.ও নং-১৫৯-আইন/২০২৫/২৮৭-আবগারি এ উল্লেখ রয়েছে যে, সরকার প্রদত্ত ক্ষমতাবলে ২৭ মে, ২০২৪ তারিখে জারীকৃত প্রজ্ঞাপন এস.আর.ও নং-১৩৬-আইন/২০২৪/২৪২-আবগারি মোতাবেক ব্যাংক হিসাবের স্লাব এবং আবগারি শুল্কের হার ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেটে নিম্নোক্ত ভাবে পরিবর্তন করা হয়েছে:-
No comments
Your opinion here...