বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উদযাপনে গুণী শিক্ষক বাছাই কার্যক্রম শুরু
বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উদযাপনে গুণী শিক্ষক বাছাই কার্যক্রম শুরু
ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৫
জাতি গঠনে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি জানাতে সারা বিশ্বের মতো বাংলাদেশেও আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উদযাপন করা হবে। এ উপলক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক (সাধারণ) বিদ্যালয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচন কার্যক্রমের সময়সূচি ঘোষণা করেছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি এন্ড অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান, এনডিসি স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়েছে, "শিক্ষক সমাজকে উৎসাহিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে প্রতি বছর বিশ্ব শিক্ষক দিবসে তাঁদের সম্মাননা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালে প্রণীত নীতিমালার আলোকে চলতি বছরও গুণী শিক্ষক নির্বাচন করা হবে।"
গুণী শিক্ষক বাছাইয়ের সময়সূচি
উপজেলা/থানা পর্যায়: ১০ সেপ্টেম্বর ২০২৫
-
জেলা পর্যায়: ১৪ সেপ্টেম্বর ২০২৫
-
বিভাগ পর্যায়: ১৬ সেপ্টেম্বর ২০২৫
শিক্ষক নির্বাচনের ধাপ
উপজেলা/থানা পর্যায়ে ১ জন প্রধান শিক্ষক ও ১ জন সহকারী শিক্ষক নির্বাচিত হয়ে জেলা পর্যায়ে প্রেরণ করা হবে।
-
জেলা পর্যায়ে পুনরায় ১ জন প্রধান শিক্ষক ও ১ জন সহকারী শিক্ষক বাছাই করে বিভাগীয় পর্যায়ে পাঠানো হবে।
-
বিভাগীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষকরা ১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বিকাল ৫টার মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করবেন। এ ক্ষেত্রে পূরণকৃত ছকসহ মনোনয়নপত্র হার্ডকপি আকারে জমা দিতে হবে এবং একইসঙ্গে সফটকপি (ইউনিকোডে টাইপকৃত) dpeadbidda@gmail.com ঠিকানায় পাঠাতে হবে।
দিবস উদযাপনের নির্দেশনা
এবারও বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা, ২০২৪ অনুসারে দিবসটি পালিত হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সকল স্তরে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষকদের অবদানকে জাতি গঠনের মূল চালিকাশক্তি হিসেবে স্বীকৃতি দিয়ে তাঁদের মর্যাদা ও প্রণোদনা বৃদ্ধিই বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের মূল লক্ষ্য।
👉 সংযুক্তি:
১। বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা, ২০২৪
২। গুণী শিক্ষক বাছাই ছক-২০২৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬
www.dpe.gov.bd
স্মারক নং ৩৮.০১.০০০০.১৪৫.৯৯.০-৩০.২০২৫-২৪৪০
তারিখ: ২৩ ভাদ্র ১৪৩২
০৭ সেপ্টেম্বর ২০২৫
বিষয়: বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উদযাপন এবং প্রাথমিক (সাধারণ) বিদ্যালয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচন কার্যক্রম সম্পন্নকরণ।
সূত্র: শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, দেবা শাখা এর স্মারক নম্বর: ৩৭,০০,০০০০,০৬২,০৪,০০১,২৩-৩২৬,
তারিখ: ০৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রি.।
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে জাতি গঠনে শিক্ষকের অবদানের স্বীকৃতি স্বরূপ তাঁদের সম্মাননা প্রদানের মাধ্যমে সকল শিক্ষককে উৎসাহিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে সারা বিশ্বের সাথে সঙ্গতি রেখে ০৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়। এ লক্ষ্যে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা, ২০২৪ প্রণয়ন করা হয়। প্রণীত নীতিমালার আলোকে গুণী শিক্ষক বাছাইয়ের নিম্নরুপ সময়সূচি নির্ধারণ করা হলো:
ক) উপজেলা/ থানা পর্যায় : ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ
খ) জেলা পর্যায় : ১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ
গ) বিভাগ পর্যায়: ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ
২।বর্ণিত সময়সূচি অনুযায়ী সংযুক্ত ছকের মাধ্যমে গুণী শিক্ষক বাছাই কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।
৩। উপজেলা/ থানা পর্যায়ে নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক স্তরে প্রধান শিক্ষক হিসেবে ০১ জন এবং সহকারী শিক্ষক হিসেবে ০১ জন অর্থাৎ মোট ০২ জন শিক্ষককে গুণী শিক্ষকের নাম উপজেলা/ থানা প্রাথমিক শিক্ষা অফিসার মনোনয়নক্রমে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রেরণ করবেন। জেলা পর্যায়ে নির্ধারিত সময়ের মধ্যে প্রধান শিক্ষক হিসেবে ০১ জন এবং সহকারী শিক্ষক হিসেবে ০১ জন অর্থাৎ মোট ০২ জন শিক্ষককে গুণী শিক্ষকের নাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনোনয়ন করে বিভাগীয় উপপরিচালকের কার্যালয়ে প্রেরণ করবেন।
৪। বিভাগীয় পর্যায়ে নির্ধারিত সময়ের মধ্যে প্রধান শিক্ষক হিসেবে ০১ জন এবং সহকারী শিক্ষক হিসেবে ০১ জন অর্থাৎ মোট ০২ জন শিক্ষককে গুণী শিক্ষকের নাম ও পূরণকৃত ছক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে হার্ডকপি ও Microsoft Word এর সফটকপি (ইউনিকোডে টাইপকৃত) dpeadbidda@gmail.com ই মেইলে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
৫। বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা, ২০২৪ এর আলেকে ০৫ অক্টোবর ২০২৫ বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করার অনুরোধ করা হলো।
৬। বিষয়টি অতীব জরুরি।
সংযুক্তি:
১। বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা, ২০২৪।
২। গুণী শিক্ষক বাছাই ছক-২০২৫।
স্বাক্ষরিত
(মোহাম্মদ কামরুল হাসান, এনডিসি)
পরিচালক (গলিসি এন্ড অপারেশন)
PDF Download
No comments
Your opinion here...