প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প: মাঠপর্যায়ে জরিপে সহযোগিতার নির্দেশ
প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প: মাঠপর্যায়ে জরিপে সহযোগিতার নির্দেশ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রস্তাবিত “সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়)” বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে জরিপ কার্যক্রমে সহযোগিতা প্রদানের নির্দেশ দিয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক প্রকল্পটি বাস্তবায়ন করবে তিনটি প্রতিষ্ঠান—
- এলজিইডি (ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগ)
- গণপূর্ত অধিদপ্তর (রংপুর ও রাজশাহী বিভাগ)
- শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (বরিশাল বিভাগ)।
ইতিমধ্যে মাঠপর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর জরিপ কার্যক্রম শুরু করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। জরিপকালে বিদ্যালয়ের তথ্য ও উপাত্ত সংগ্রহে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য প্রধান শিক্ষক, ক্লাস্টারভুক্ত সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং উপজেলা শিক্ষা অফিসারদের নির্দেশনা প্রদান করা হয়েছে।
প্রকল্প পরিচালক (উপ সচিব) মোহাম্মদ আলমগীর খন্দকার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, জরিপকারী প্রতিনিধিদের চাহিদা অনুযায়ী বিদ্যালয়ের প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সরবরাহ করতে হবে। এজন্য প্রতিটি উপজেলায় সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষা কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যেই সরকারের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রকল্প বাস্তবায়ন হলে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন, কক্ষসংখ্যা, অবকাঠামো ও শিক্ষার পরিবেশ উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়)
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
মিরপুর-২, ঢাকা-১২১৬
নং-সপ্রাবিউ/ডিপিপি প্রণয়ন/৫৪৬০
তারিখঃ ২০ ভাদ্র ১৪৩২
০৪ সেপ্টেম্বর ২০২৫
বিষয়: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক প্রস্তাবিত "সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প" বাস্তবায়নের লক্ষ্যে নির্মাণযোগ্য বিদ্যালয়ের তথ্য প্রণয়নে মাঠ পর্যায়ে এলজিইডি, গণপূর্ত এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধিগণকে তথ্য ও উপাত্ত সরবরাহে সহায়তা প্রদান প্রসংগে।
No comments
Your opinion here...