ad

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা পুনঃনির্ধারণ করল অর্থ বিভাগ

Views

 


সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা পুনঃনির্ধারণ করল অর্থ বিভাগ

সরকারি প্রশিক্ষণ ভাতা পুনঃনির্ধারণ

কেন্দ্রে সর্বোচ্চ ৮০০, মাঠে ১,০০০ টাকা

স্টাফ রিপোর্টার
ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০২৫:

সরকারি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাদের দৈনিক প্রশিক্ষণ ভাতা পুনঃনির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী—

  1. ৯ম গ্রেড ও তদুর্ধ্ব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী

    1. কেন্দ্রে অবস্থানকালীন ভাতা: ৮০০ টাকা

    2. মাঠ সংযুক্তকালীন ভাতা: ১,০০০ টাকা

  1. ১০ম গ্রেড ও তদনিম্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী

    1. কেন্দ্রে অবস্থানকালীন ভাতা: ৬০০ টাকা

    2. মাঠ সংযুক্তকালীন ভাতা: ৭০০ টাকা

শর্তাবলি

পরিপত্রে বলা হয়েছে—
১. বরাদ্দকৃত অর্থের মধ্যে থেকেই এ ব্যয় নির্বাহ করতে হবে, এজন্য অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না।
২. ব্যয় সংক্রান্ত সকল আর্থিক বিধিবিধান কঠোরভাবে মেনে চলতে হবে।
৩. নিজস্ব resource ceiling এর মধ্যেই ব্যয় নির্বাহ করতে হবে।
৪. ব্যয়ে কোনো অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।

কার্যকারিতা

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ পরিপত্র জারির তারিখ থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে।

পরিপত্রে স্বাক্ষর করেছেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মোঃ ফেরদৌস আলম

👉 এ পদক্ষেপের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারীরা আরও উৎসাহিত হবেন এবং প্রশিক্ষণের মানোন্নয়ন ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় 

প্রবিধি অনুবিভাগ

www.mof.gov.bd

নং-০৭,০০,০০০০,০০০.১৭২.৩৩.০০২১.২০-৩০৪

তারিখ:-০৩ আশ্বিন ১৪৩২

১৮ সেপ্টেম্বর ২০২৫

পরিপত্র

বিষয়: বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের অধীন সকল সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ কোর্সসমূহে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের দৈনিক প্রশিক্ষণ ভাতা পুনঃনির্ধারণ।

সরকার বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের অধীন সকল সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ কোর্সসমূহে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের দৈনিক প্রশিক্ষণ ভাতা নিম্ন বর্ণিত হার ও শর্তে পুনঃনির্ধারণ করিল:

বিবরণ

০১) ৯ম গ্রেড হতে তদুর্ধ্ব পর্যায়ের কর্মচারী

কেন্দ্রে অবস্থানকালীন পুনঃনির্ধারিত হারঃ ৮০০/-(আটশত) টাকা

মাঠ সংযুক্তকালীন পুনঃনির্ধারিত হারঃ  ১,০০০/- (এক হাজার) টাকা

০২) ১০ গ্রেড হতে তদনিম্ন পর্যায়ের কর্মচারী

কেন্দ্রে অবস্থানকালীন পুনঃনির্ধারিত হারঃ ৬০০/-(ছয়শত) টাকা

মাঠ সংযুক্তকালীন পুনঃনির্ধারিত হারঃ ৭০০/- সাতশত) টাকা

শর্তাবলি:

(ক) এ খাতে বরাদ্দকৃত অর্থ হতে এ ব্যয় নির্বাহ করতে হবে, এ বাবদ অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না;

(খ) এ ব্যয়ে যাবতীয় আর্থিক বিধিবিধান প্রতিপালন করতে হবে;

(গ) নিজস্ব Resource ceiling এর মধ্যে এ ব্যয় নির্বাহ করতে হবে; এবং

(ঘ) এ ব্যয়ে কোন আর্থিক অনিয়ম পরিলক্ষিত হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।

০২। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ পরিপত্র জারির তারিখ হতে কার্যকর হবে।

স্বাক্ষরিত

(ড. মোঃ ফেরদৌস আলম)

যুগ্মসচিব





No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.