ad

সহকারী শিক্ষকদের ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর স্কেল প্রদানের নির্দেশনা।

Views

 


সহকারী শিক্ষকদের  ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর স্কেল প্রদানের নির্দেশনা। 

👉সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জন্য সুখবর

১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর স্কেল প্রদানের নির্দেশনা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জন্য এলো বড়ো সুখবর। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা উচ্চতর স্কেল প্রদানের বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্তের পথে অগ্রসর হয়েছে।

২০২৫ সালের ৯ সেপ্টেম্বর (২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, সহকারী শিক্ষকগণ ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর স্কেল পাবেন।

সূত্র ও প্রেক্ষাপট

এই সিদ্ধান্তের ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়েছে—
১। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক জারি করা পত্র (নং-০৭.০০.০০০০.১৬১.৩৮.০০৫.১২-১৫৭, তারিখ: ২০ আগস্ট ২০২৫)।
২। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পত্র (নং-৩৮.০১.০০০০.১৪৫.১২.০০১.২৪-৭৫, তারিখ: ২৭ মে ২০২৫)।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, "পদের মূল বেতনস্কেল (Substantive Grade) উন্নীত করা হলে, উক্ত উন্নীতকরণের তারিখ হতে জাতীয় বেতনস্কেল, ২০১৫ এর অনুচ্ছেদ-৭ অনুযায়ী পদোন্নতি ছাড়াই একই পদে পরবর্তী ১০ বছরে উচ্চতর গ্রেড বিবেচিত হবে।"

বেতনস্কেল ২০১৫ এর অনুচ্ছেদ-৭ অনুযায়ী নিয়ম

উচ্চতর গ্রেডের প্রাপ্যতা
১। কোনো স্থায়ী কর্মচারী যদি পদোন্নতি ব্যতিরেকে একই পদে ১০ বছর পূর্ণ করেন এবং চাকরি সন্তোষজনক হয়, তাহলে স্বয়ংক্রিয়ভাবে ১১তম বছরে পরবর্তী উচ্চতর গ্রেডে বেতন প্রাপ্য হবেন।
২। একজন কর্মচারী যদি প্রথম উচ্চতর গ্রেড পাওয়ার পর পরবর্তী ৬ বছরের মধ্যে পদোন্নতি না পান, তবে ৭ম বছরে (অর্থাৎ চাকরির ১৬ বছরে) পুনরায় স্বয়ংক্রিয়ভাবে আরেক ধাপ উচ্চতর গ্রেড পাবেন।

মন্ত্রণালয়ের নির্দেশনা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অর্থ মন্ত্রণালয়ের মতামতের আলোকে প্রাপ্ত পত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে এবং যথাযথ পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

বিদ্যালয়-২ শাখা

www.mopme.gov.bd

তারিখ: ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ 

০৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

স্মারক নম্বর: ৩৮.০০.০০০০.০০০.০০৮.১২.০০০১.১৭.৩৯৯

বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর স্কেল প্রদান।

সূত্র: ১। অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ এর পত্র নং-০৭.০০.০০০০.১৬১.৩৮.০০৫.১২-১৫৭, তারিখ-২০.০৮.২০২৫।

২। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পত্র নং-৩৮.০১.০০০০.১৪৫.১২.০০১.২৪-৭৫, তারিখ-২৭.০৫.২০২৫।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর স্কেল প্রদানের বিষয়ে মতামত প্রদানের জন্য সচিব, অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগকে অনুরোধ জানানো হয়। সে প্রেক্ষিতে অর্থ বিভাগ হতে নিম্নরূপভাবে মতামত প্রেরণ করা হয়েছে:

"পদের মূল বেতনস্কেল (Substantive Grade) উন্নীত করা হলে উক্ত উন্নীতকরণের তারিখ হতে 'জাতীয় বেতনস্কেল, ২০১৫ এর অনুচ্ছেদ-৭ অনুযায়ী' পদোন্নতি ব্যতিরেকে একই পদে পরবর্তী ১০ বছরে উচ্চতর গ্রেড বিবেচিত হবে'

০২ ।এমতাবস্থায়, অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ হতে প্রাপ্ত পত্রটি এতদসঙ্গে প্রেরণপূর্বক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে প্রেরণ করা হলো।

স্বাক্ষরিত

রেবেকা সুলতানা 

যুগ্নসচিব

বেতনস্কেল, ২০১৫ এর অনুচ্ছেদ-৭

৭। উচ্চতর গ্রেডের প্রাপ্যতা ।-(১) কোন স্থায়ী কর্মচারী পদোন্নতি ব্যতিরেকে একই পদে

১০ (দশ) বৎসর পূর্তিতে এবং চাকরি সন্তোষজনক হওয়া সাপেক্ষে, স্বয়ংক্রিয়ভাবে ১১তম বৎসরে পরবর্তী উচ্চতর গ্রেডে বেতন প্রাপ্য হইবেন।

(২) কোন স্থায়ী কর্মচারী তাহার চাকরির ১০ (দশ) বৎসর পূর্তিতে উচ্চতর গ্রেডে বেতন প্রাপ্তির পর পরবর্তী ৬ (ছয়) বৎসরে পদোন্নতি প্রাপ্ত না হইলে ৭ম বৎসরে চাকরি সন্তোষজনক হওয়া সাপেক্ষে, স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী উচ্চতর গ্রেডে বেতন প্রাপ্য হইবেন।







No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.