ad

প্রাথমিক শিক্ষকদের জন্য পঠন-শিখন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি চালু

Views

 


প্রাথমিক শিক্ষকদের জন্য পঠন-শিখন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি চালু

প্রতিবেদন:

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পঠন-শিখন বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি এখন থেকে দেশের বিভিন্ন ক্লাস্টার ও উপজেলা প্রাথমিক প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে চালু করা হবে।

মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) কর্তৃক প্রকাশিত ‘পঠন-শিখন বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ বই’ সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে সরবরাহ করা হয়েছে। বইটির আলোকে প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

উক্ত কর্মসূচির মূল উদ্দেশ্য হলো—শিক্ষকদের মধ্যে আধুনিক ও ব্যবহারিক পাঠদান পদ্ধতি ছড়িয়ে দেওয়া, যাতে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের পাশাপাশি সৃজনশীল চিন্তাভাবনা, বোঝার ক্ষমতা ও বাস্তব জীবনে প্রয়োগযোগ্য জ্ঞান অর্জন করতে পারে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি কার্যকরভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকল ক্লাস্টার ও উপজেলা প্রাথমিক প্রশিক্ষণ কেন্দ্রকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

 "পঠন-শিখন বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ বইটি জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (NAPE) অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।"

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এই কর্মসূচি প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের প্রাথমিক স্তরের শিক্ষকদের পেশাগত দক্ষতা আরও বাড়িয়ে তুলবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

বিদ্যালয়-২ শাখা
www.mopme.gov.bd

স্মারক নম্বর: ৩৮.০০.০০০০.০০০.০০৮.৯৯.০০২৫.১৮.৪১৯

তারিখ: ১৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

২৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

বিষয়: শিক্ষকদের জন্য পঠন-শিখন বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি ক্লাস্টার ও উপজেলা প্রাথমিক প্রশিক্ষণ কেন্দ্রে চালুর ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে। সূত্র: জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) কর্তৃক প্রকাশিত শিক্ষকদের জন্য পঠন-শিখন বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ বই।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ), কর্তৃক প্রকাশিত শিক্ষকদের জন্য পঠন-শিখন বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ বইটি এতদসাথে প্রেরণ করা হলো। পঠন-শিখন বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ বইটি ক্লাস্টার ও উপজেলা প্রাথমিক প্রশিক্ষণ কেন্দ্রেসমূহে চালু করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সংযুক্তি: পঠন-শিখন বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ বই। সকল সংযুক্তিসমূহ: (১) পঠন-শিখন বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ বই

স্বাক্ষরিত

রেবেকা সুলতানা

যুগ্মসচিব

(বিশেষ দ্রষ্টব্যঃ পঠন-শিখন বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ বইটি Nape এর অফিসিয়াল সাইটে পাওয়া যাবে)


পঠন-শিখন বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ বই

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.