৫০৯টি প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার ও ভাষা ল্যাব স্থাপন প্রকল্পে অব্যবহৃত কম্পিউটার – ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ
৫০৯টি প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার ও ভাষা ল্যাব স্থাপন প্রকল্পে অব্যবহৃত কম্পিউটার – ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ
স্টাফ রিপোর্টার:
সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে নেওয়া "৫০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার ও ভাষা ল্যাব স্থাপন প্রকল্প"-এর অধীনে সরবরাহ করা কম্পিউটারগুলো অনেক বিদ্যালয়ে এখনও অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। মাঠপর্যায়ে পাওয়া তথ্য অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের বিভিন্ন বিদ্যালয়ে সরবরাহকৃত কম্পিউটার ও ইউপিএস অনেক ক্ষেত্রে আনবক্সিংও করা হয়নি।
এ অবস্থায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সংশ্লিষ্ট জেলা ও উপজেলার কর্মকর্তাদের জরুরি ভিত্তিতে বিদ্যালয়গুলো সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেকশন-২, মিরপুর থেকে প্রকাশিত স্মারক (নং-৩৮.০১.০০০০.০০০.৯০০.১৪.০০০১.২৫.১০৬৮, তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) অনুযায়ী, তালিকাভুক্ত ২৬২টি বিদ্যালয়ে স্থাপিত ভাষা ল্যাবসমূহের বর্তমান অবস্থা পর্যালোচনা করে ১৫ কর্মদিবসের মধ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন ও প্রতিবেদন দাখিল করতে হবে।
প্রতিবেদনের জন্য বিদ্যালয়গুলোর নামের তালিকা (সংযুক্তি-০১) এবং তথ্য ছক (সংযুক্তি-০২) সংযুক্ত করে দেওয়া হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (তথ্য ব্যবস্থাপনা বিভাগ) মোহাম্মদ শহিদুল ইসলাম স্বাক্ষরিত এই নির্দেশনায় বলা হয়েছে, আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে শিক্ষার্থীদের যুক্ত করতে হলে সরবরাহকৃত কম্পিউটার ও ল্যাবগুলোকে অতি দ্রুত কার্যকর করা অপরিহার্য। এজন্য পরিকল্পনাহীনভাবে পড়ে থাকা কম্পিউটারগুলো যথাযথভাবে কাজে লাগানোর তাগিদ দেওয়া হয়েছে।
মূল নির্দেশনার সারসংক্ষেপ
প্রকল্পের আওতায় ৫০৯ বিদ্যালয়ে কম্পিউটার ও ভাষা ল্যাব স্থাপন।
-
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের ২৬২ বিদ্যালয়ে সরঞ্জাম সরবরাহ।
-
অনেক বিদ্যালয়ে সরবরাহকৃত কম্পিউটার আনবক্সড অবস্থায় অব্যবহৃত।
-
সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দাখিলের সময়সীমা: ১৫ কর্মদিবস।
-
প্রতিবেদন দাখিলের জন্য বিদ্যালয়ের তালিকা ও তথ্য ছক সংযুক্ত।
👉 শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এই প্রকল্প যথাযথভাবে বাস্তবায়ন হলে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীরা প্রযুক্তি শিক্ষায় এগিয়ে যাবে। তবে অব্যবহৃত অবস্থায় সরঞ্জাম পড়ে থাকা সরকারের উন্নয়ন প্রচেষ্টাকে প্রশ্নবিদ্ধ করছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.০০০.৯০০.১৪.০০০১.২৫.১০৬৮
তারিখ: ১০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
২৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
বিষয়: ৫০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার ও ভাষা ল্যাব স্থাপন প্রকল্পের অধীনে সরবরাহকৃত ৫টি করে ডেক্সটপ কম্পউটার ও ইউপিএস এর বর্তমান অবস্থা নিরুপণের নিমিত্তে পরিদর্শনপূর্বক প্রতিবেদন দাখিল সংক্রান্ত।
উপরোক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ৫০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালযে কম্পিউটার ও ভাষা ল্যাব স্থাপন প্রকল্পের অধীনে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের ২৬২টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫টি করে ডেক্সটপ কম্পউটার ও ইউপিএস সরবরাহ করা হয়। উক্ত প্রকল্পের আওতায় তালিকাভুক্ত বিদ্যালয়গুলোতে ভাষা ল্যাব স্থাপনের নিমিত্ত কম্পিউটারগুলো সরবরাহ করা হলেও মাঠ পর্যায় হতে জানা যাচ্ছে যে, কোন কোন বিদ্যালয়ে এখনও কম্পিউটারগুলো আনবক্সিং করা হয়নি এবং পরিকল্পনা বিহীনভাবে কম্পিউটারগুলো বিদ্যালয়গুলোতে পড়ে রয়েছে। বর্ণিত ল্যাবগুলো জরুরী ভিত্তিতে চালু করার নিমিত্তে উক্ত বিদ্যালয়গুলো সরেজমিনে পরিদর্শনপূর্বক একটি সুনিদিষ্ট পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।
০২। এমতাবস্থায়, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর জেলার তালিকাভুক্ত বিদ্যালয়সমূহ সংযুক্ত ছক অনুসারে পরিদর্শনপূর্বক আগামী ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হলো।
০১। বিদ্যালয়ের তালিকা- সংযুক্তি-০১।
০২। তথ্য ছক- সংযুক্তি-০২।
সকল সংযুক্তিসমূহ:
(১) বিদ্যালয়ের তালিকা
(২) সংযুক্তি-০২
মোহাম্মদ শহিদুল ইসলাম
পরিচালক (তথ্য ব্যবস্থাপনা বিভাগ)
No comments
Your opinion here...