ad

সকল স্কুল-কলেজে গার্ল গাইডস ও রেঞ্জার কার্যক্রম গতিশীলের নির্দেশ

Views



সকল স্কুল-কলেজে গার্ল গাইডস ও রেঞ্জার কার্যক্রম গতিশীলের নির্দেশ

ঢাকা, ২৯ সেপ্টেম্বর ২০২৫:
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল স্কুল ও কলেজে গার্ল গাইডস ও রেঞ্জার কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য নতুন নির্দেশনা জারি করেছে অধিদপ্তর। সোমবার (২৯ সেপ্টেম্বর) অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক মো: শাহদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা প্রদান করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদেরকে নিয়মিত সভা আয়োজনের মাধ্যমে গার্ল গাইডস ও রেঞ্জার কার্যক্রম পরিচালনা করতে হবে। প্রতিটি প্রতিষ্ঠানের ইউনিট গঠন, প্রশিক্ষণ ও সেবামূলক কার্যক্রমের ত্রৈমাসিক রিপোর্ট প্রতি মাসের ৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসে প্রেরণ করতে হবে। আঞ্চলিক অফিসগুলো ১০ তারিখের মধ্যে পূর্ববর্তী ত্রৈমাসিক রিপোর্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করবে।

এছাড়া, গার্ল গাইডস ও রেঞ্জার কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত ফি প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট গাইডারের যৌথ স্বাক্ষরে উত্তোলন করতে হবে এবং কেবলমাত্র কার্যক্রম পরিচালনায় ব্যয় করা যাবে। সংশ্লিষ্ট উপজেলা ও জেলা পর্যায়ের গার্ল গাইডস ও রেঞ্জার ইউনিটে নিয়মিতভাবে ফি জমা দেওয়ার বিষয়টিও নিশ্চিত করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, গার্ল গাইডস ও রেঞ্জার গাইডার প্রতি বছর কার্যক্রমের পরিকল্পনা প্রণয়ন করে গ্রুপ কমিটির অনুমোদন সাপেক্ষে তা বাস্তবায়ন করবেন। কার্যক্রম সঠিকভাবে হচ্ছে কিনা তা প্রতিষ্ঠান প্রধানরা নিবিড়ভাবে তদারকি করবেন। কোনো প্রতিষ্ঠানে গার্ল গাইডস ও রেঞ্জার গাইডার না থাকলে প্রধানদেরকে দ্রুত সংশ্লিষ্ট জেলা বা আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে।

পরিষ্কার-পরিচ্ছন্ন শিক্ষাঙ্গন গড়তে গার্ল গাইডস ও রেঞ্জার সদস্যদের স্বেচ্ছাসেবক হিসেবে সম্পৃক্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, সকল প্রতিষ্ঠানের বার্ষিক কার্যক্রমের রিপোর্ট ৩১ জানুয়ারির মধ্যে আঞ্চলিক অফিসে জমা দিতে হবে। আঞ্চলিক অফিস ফেব্রুয়ারির মধ্যে তা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে ই-মেইলের মাধ্যমে প্রেরণ করবে।

এই নির্দেশনার মাধ্যমে দেশব্যাপী গার্ল গাইডস ও রেঞ্জার কার্যক্রমকে আরও কার্যকর ও সংগঠিত করার পদক্ষেপ গ্রহণ করা হলো বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

 শারীরিক শিক্ষা বিভাগ 

বাংলাদেশ, ঢাকা

www.dshe.gov.bd

স্মারক নং- ৩৭.০২.০০০০.১১২.৬৫.০৪.২০১৫/৩০১৯ (১০০)

তারিখ: ২৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.

বিষয়: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল স্কুল ও কলেজে গার্ল গাইডস্ ও রেঞ্জার কার্যক্রম গতিশীল করণ।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে গার্ল গাইডস্ ও রেঞ্জার কার্যক্রম গতিশীল করতে নিন্মোক্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

০১। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল স্কুল ও কলেজে গার্ল গাইডস্ ও রেঞ্জার কার্যক্রম গতিশীল করণের জন্য নিয়মিত সভা করতে হবে।

০২। প্রতিষ্ঠান প্রধানগণ ইউনিট গঠন, প্রশিক্ষণ এবং সেবামূলক কার্যক্রমের ত্রৈমাসিক রিপোর্ট পরবর্তীমাসের ৫ তারিখের মধ্যে মাউশি সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসে প্রেরণ করবেন এবং আঞ্চলিক অফিস ১০ তারিখের মধ্যে পূর্ববর্তী ত্রৈমাসিক রিপোর্ট girlguides2025@gmail.com মেইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রেরণ করবেন।

০৩। গার্ল গাইডস্ ও রেঞ্জার, গার্ল ইন স্কাউট এর তহবিলের আদায়কৃত ফি প্রতিষ্ঠান প্রধান ও গার্ল গাইডস্ ও রেঞ্জার গাইডার এর যৌথ স্বাক্ষরে উত্তোলনপূর্বক শুধুমাত্র গার্ল গাইডস্ ও রেঞ্জার কার্যক্রমেই ব্যয় করতে হবে। এছাড়াও শিক্ষার্থীদের নিকট থেকে আদায়কৃত ফি সরকারি পরিপত্র অনুযায়ী সংশ্লিষ্ট উপজেলা গার্ল গাইডস্ ও রেঞ্জার, জেলা গার্ল গাইডস্ ও রেঞ্জার এ আবশ্যিক ভাবে নিয়মিত পরিশোধ করতে হবে।

০৪। গার্ল গাইডস্ ও রেঞ্জার গাইডার এক বছরের জন্য কার্যক্রমের পরিকল্পনা তৈরী করে সংশ্লিষ্ট গ্রুপ কমিটির অনুমোদন নিয়ে সে অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবেন। কার্যক্রম সঠিকভাবে পরিচালনা হচ্ছে কিনা তা প্রতিষ্ঠান প্রধান নিশ্চিত করবেন।

০৫। কোন শিক্ষা প্রতিষ্ঠানে গার্ল গাইডস্ ও রেঞ্জার গাইডার না থাকলে প্রতিষ্ঠান প্রধান অতিশীঘ্রই সংশ্লিষ্ট জেলা/অঞ্চলে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করবেন।

০৬। শিক্ষাঙ্গনে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য স্বেচ্ছাসেবক হিসেবে গার্ল গাইডস্ ও রেঞ্জারদের সম্পৃক্ত করতে হবে।

০৭। প্রতিষ্ঠান প্রধানগণ গার্ল গাইডস্ ও রেঞ্জার কার্যক্রমের একটি বার্ষিক রিপোর্ট তৈরি করে জানুয়ারি ৩১ তারিখের মধ্যে মাউশি আঞ্চলিক অফিসে প্রেরণ করবে এবং আঞ্চলিক অফিস ফেব্রুয়ারির মধ্যে মাউশিতে এই মেইলে girlguides2025@gmail.com প্রেরণ করবে।

স্বাক্ষরিত

(মো: শাহদুল ইসলাম)

উপপরিচালক, শারীরিক শিক্ষা

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর 

বাংলাদেশ, ঢাকা




No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.