ad

নয় জেলায় প্রাথমিক শিক্ষায় অনিয়ম ও সংকট : তদন্তের নির্দেশ দিয়েছে অধিদপ্তর

Views



নয় জেলায় প্রাথমিক শিক্ষায় অনিয়ম ও সংকট : তদন্তের নির্দেশ দিয়েছে অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক শিক্ষায় একের পর এক অনিয়ম, অব্যবস্থাপনা ও অবকাঠামোগত দুর্বলতার চিত্র উঠে এসেছে দেশের বিভিন্ন জেলা থেকে। ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি এন্ড অপারেশন) ভূপেষ রঞ্জন রায় স্বাক্ষরিত নয়টি পৃথক চিঠিতে এসব অভিযোগের বিষয়ে সরেজমিন তদন্ত করে ব্যবস্থা গ্রহণ ও প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিগুলোতে স্থানীয় প্রশাসন ও শিক্ষা কর্মকর্তাদের আগামী ৭ কর্মদিবসের মধ্যে dpeadbidda@gmail.com ঠিকানায় পূর্ণাঙ্গ প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।

প্রকাশিত অভিযোগসমূহ এক নজরে

১. আদমদীঘিতে শ্রেণিকক্ষের মেঝে ধসে পড়া (বগুড়া)

১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখের দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত সংবাদে বলা হয়, আদমদীঘির বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির একটি কক্ষের মেঝে হঠাৎ ভেঙে পড়লে ৫ শিক্ষার্থী পুকুরে পড়ে যায়। স্থানীয়দের অভিযোগ, প্রধান শিক্ষকের উদাসীনতা ও অব্যবস্থাপনার কারণেই এমন দুর্ঘটনা ঘটে।

২. পদ্মায় বিলীন হতে চলা বিদ্যালয় (শরীয়তপুর)

১৫ সেপ্টেম্বর প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভেদরগঞ্জ উপজেলার ১৫১ নং উত্তর মাথাভাঙা মান্নান সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বিদ্যালয় ভবন ভাঙনের মুখে থাকায় পাঠদান বন্ধ হয়ে গেছে।

৩. শ্রেণিকক্ষে ঘুমন্ত প্রধান শিক্ষক (পাবনা)

দৈনিক শিক্ষাডটকমে প্রকাশিত খবরে দেখা যায়, সাঁথিয়া উপজেলার এক প্রধান শিক্ষককে ক্লাস চলাকালে বেঞ্চে ঘুমাতে দেখেন ইউএনও রিজু তামান্না। পরে তিনি ভিডিও ধারণ করলে তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

৪. স্কুল মাঠে বাঁশের হাট (টাঙ্গাইল)

দেশ রূপান্তর পত্রিকার প্রতিবেদনে বলা হয়, সখীপুর উপজেলার কামালিয়া চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দুই দশক ধরে বাঁশের হাট বসে আসছে। এতে শিক্ষার্থীদের পাঠদান ও খেলাধুলা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

৫. বিদ্যালয় যেন ময়লার ভাগাড় (টাঙ্গাইল)

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আবর্জনার স্তূপ ও মাদকসেবীদের আড্ডার কারণে শিক্ষক-শিক্ষার্থীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে।

৬. “হায়রে শিক্ষা ব্যবস্থা” (দিনাজপুর)

প্রতিদিনের দিনাজপুর অনলাইন মিডিয়াতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জেলার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীরা পরীক্ষায় সরাসরি বোর্ড বা প্রশ্নপত্রে দেওয়া উত্তর দেখে নকল করছে, অথচ শিক্ষকরা তা প্রতিহত করছেন না।

৭. ভবনবিহীন সরকারি বিদ্যালয় (বরিশাল)

বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে প্রকাশিত হয়, বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ ভূতেরদিয়া নব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠার ৩৬ বছর পরও কোনো পাকা ভবন নির্মিত হয়নি। বর্ষাকালে বিদ্যালয় প্রাঙ্গণে পানি জমে শিশুদের দুর্ভোগ বাড়ে।

৮. অনিয়মে জর্জরিত দৌলতপুর উত্তরপাড়া বিদ্যালয় (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জ মিডিয়ার প্রতিবেদনে বলা হয়, বেলকুচির ১২০ নং দৌলতপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও শিক্ষকদের অনিয়ম, সময়মতো উপস্থিত না থাকা, শিক্ষার্থীদের অনুপস্থিতি ও অব্যবস্থাপনার কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

৯. যশোরে ২৬ বিদ্যালয় বন্ধের পথে

দৈনিক যুগান্তর জানায়, শিক্ষার্থী সংকটের কারণে যশোর জেলার অন্তত ২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ হওয়ার পথে। কোথাও মাত্র ৮-১২ জন শিক্ষার্থী নিয়ে পাঠদান চলছে।

তদন্ত ও ব্যবস্থা গ্রহণের নির্দেশ

প্রতিটি ঘটনায় সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসককে সরেজমিন তদন্ত করে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং পূর্ণাঙ্গ অগ্রগতি প্রতিবেদন প্রেরণের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।


👉 সামগ্রিকভাবে এসব চিঠি প্রমাণ করে, দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থা এখনও অবকাঠামোগত সংকট, অনিয়ম ও শিক্ষার্থী ঘাটতিতে জর্জরিত।

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬

স্মারক নম্বর-৩৮.০১.০০০০.১৪১.১১.০৩৬.২০২৪-২৫৬৪

তারিখ:০৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ। 

২২ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ।

বিষয় : দৈনিক কালের কন্ঠ পত্রিকার ১০/০৯/২০২৫ তারিখের "আদমদীঘিতে ৫ শিক্ষার্থীকে নিয়ে পুকুরে ধসে পড়ল শ্রেণিকক্ষের মেঝে” শিরোনামে প্রকাশিত সংবাদ সম্পর্কিত।

সূত্র: ১০/০৯/২০২৫ তারিখের দৈনিক কালের কন্ঠ পত্রিকার প্রতিবেদন।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, দৈনিক কালের কন্ঠ পত্রিকার ১০/০৯/২০২৫ তারিখের "আদমদীঘিতে ৫ শিক্ষার্থীকে নিয়ে পুকুরে ধসে পড়ল শ্রেণিকক্ষের মেঝে” শিরোনামে প্রকাশিত সংবাদে বগুড়ার আদমদীঘিতে ক্লাস শুরুর আগেই ৫ শিক্ষার্থীকে নিয়ে পুকুরের পানিতে ধসে পড়ল ক্লাসরুমের মেঝে। বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির বাগবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির কক্ষে ঘটনাটি ঘটে। এলাকাবাসীর অভিযোগ, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অসতর্কতা আর অবহেলায় এমন ঘটনা ঘটেছে। তিনি বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে খুবই উদাসীন। বরাদ্দের টাকা স্কুলের কী কাজে ব্যবহার করেন সেটিও কাউকে বলার প্রয়োজন মনে করেন না। তার উদাসীনতার কারণে পড়াশোনার পাশাপাশি অবকাঠামোর অবস্থাও বেহাল-মর্মে পত্রিকায় প্রকাশিত হয়েছে।

২। এমতাবস্থায়, অভিযোগের বিষয়ে সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা গ্রহণপূর্বক গৃহীত ব্যবস্থার অগ্রগতির একটি পূর্নাঙ্গ প্রতিবেদন আগামী ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে dpeadbidda@gmail.com ই- মেইলে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত

 ( ভূপেষ রঞ্জন রায়)

সহকারী পরিচালক (পলিসি এন্ড অপারেশন)


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬

স্মারক নম্বর-৩৮.০১.০০০০.১৪১.১১.০৩৬.২৪-২৫৬৫

তারিখ:০৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ। 

২২ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ।

বিষয়: প্রথম আলো পত্রিকার ১৫/০৯/২০২৫ তারিখের যেকোনো সময় পদ্মায় বিলীন হতে পারে শরীয়তপুরের বিদ্যালয়টি” শিরোনামে প্রকাশিত সংবাদ সম্পর্কিত।

সূত্র: ১৫/০৯/২০২৫ তারিখের প্রথম আলো এর প্রতিবেদন।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রথম আলো ১৫/০৯/২০২৫ তারিখের যেকোনো সময় পদ্মায় বিলীন হতে পারে শরীয়তপুরের বিদ্যালয়টি” শিরোনামে প্রকাশিত সংবাদে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটা ইউনিয়নে পদ্মা নদীর চরে ১৫১ নং উত্তর মাথাভাঙা মান্নান সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়টির মাঠ ৩০ শতাংশ জমি পদ্মা নদীগর্ভে বিলীন হয়েছে এখন ভবনটিও ভাঙনের মুখে, এতে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ করা হয়েছে। ৪ সেপ্টেম্বররের পর আর কোন পাঠদান চালানো হয়নি। -মর্মে পত্রিকায় প্রকাশিত হয়েছে

২। এমতাবস্থায়, অভিযোগের বিষয়ে জরুরী ভিত্তিতে সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা গ্রহণপূর্বক (অস্থায়ী ভিত্তিতে পাঠদান কার্যক্রম অব্যহত রাখা, বিদ্যালয়ের ভবন নিলাম, বিদ্যালয় স্থানান্তর ইত্যাদি) গৃহীত ব্যবস্থার পূর্নাঙ্গ প্রতিবেদন আগামী ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে dpeadbidda@gmail.com ই- মেইলে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 

স্বাক্ষরিত

 ( ভূপেষ রঞ্জন রায়)

সহকারী পরিচালক (পলিসি এন্ড অপারেশন)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬

স্মারক নম্বর-৩৮.০১.০০০০.১৪১.১১.০৩৬.২৪-২৫৬৬

তারিখ:০৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ। 

২২ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ।

সূত্র: ১৩/০৯/২০২৫ তারিখের দৈনিক শিক্ষাডটকম এর প্রতিবেদন।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, দৈনিক শিক্ষাডটকম এর ৩১/০৮/২০২৫ তারিখের "শ্রেণিকক্ষে ঘুম প্রধান শিক্ষকের, ইউএনওর করা ভিডিও ভাইরাল” শিরোনামে প্রকাশিত সংবাদে পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় স্কুল পরিদর্শনের সময় ক্লাস চলাকালে প্রধান শিক্ষককে ঘুমন্ত অবস্থায় দেখতে পান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব রিজু তামান্না। এ সময় তিনি সেই অবস্থার ভিডিও ধারণ করেন। পরে তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ঘটনার সময় বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী উপস্থিত ছিলেন না। প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান শিক্ষার্থীদের বেঞ্চেই ঘুমিয়ে ছিলেন। পরে ইউএনও নিজেই ঘটনার ভিডিও ধারণ করে মর্মে উল্লেখ করা হয়েছে- মর্মে প্রকাশিত হয়েছে।

২। এমতাবস্থায়, অভিযোগের বিষয়ে সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা গ্রহণপূর্বক গৃহীত ব্যবস্থার পূর্নাঙ্গ প্রতিবেদন আগামী ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে dpeadbidda@gmail.com ই- মেইলে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।।

স্বাক্ষরিত

 ( ভূপেষ রঞ্জন রায়)

সহকারী পরিচালক (পলিসি এন্ড অপারেশন)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬

স্মারক নম্বর-৩৮.০১.০০০০.১৪১.১১.০৩৬.২৪-২৫৬৭

তারিখ:০৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ। 

২২ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ।

বিষয়ঃ দেশ রুপান্তর পত্রিকার ০৯/০৯/২০২৫ তারিখের 'সখিপুর স্কুলের মাঠ দখল করে বাঁশের হাট, ভোগান্তিতে শিক্ষার্থীরা' শিরোনামে প্রকাশিত সংবাদ সম্পর্কিত।

সূত্র: ০৯/০৯/২০২৫ তারিখের দেশ রুপান্তর পত্রিকার প্রতিবেদন।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, দেশ রুপান্তর পত্রিকার ০৯/০৯/২০২৫ তারিখের 'সখিপুর স্কুলের মাঠ দখল করে বাঁশের হাট, ভোগান্তিতে শিক্ষার্থীরা' শিরোনামে প্রকাশিত সংবাদে টাঙ্গাইলের সখীপুর উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের কামালিয়া চালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় দুই দশক ধরে বসেছে বাঁশের হাট। সপ্তাহে নির্ধারিত দিন সোমবার হলেও বরিবার সকাল থেকেই দূর-দূরান্তের বিক্রেতারা বাঁশ নিয়ে আসতে শুরু করেন। বিদ্যালয় মাঠে এভাবে হাট বসানোয় কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার কার্যক্রম ও খেলাধুলা মারাত্নকভাবে ব্যাহত হচ্ছে। মাঠজুড়ে হাজার হাজার বাঁশ স্তূপ করে রাখায় শিশুদের জন্য স্বাভাবিকভাবে হাঁটা-চলাও কষ্টসাধ্য হয়ে পড়েছে। একই ফটক দিয়ে ব্যবসায়ীরা বাঁশ আনা-নেওয়া করায় শিক্ষার্থীদের নিরাপত্তাও হুমকির মুখে পড়েছে। বিদ্যালয়ের সীমানা প্রাচীরের ভেতরেই জমে উঠেছে বাঁশের হাট। হাটের ইজারাদার জানান জমিটা ব্যক্তি মালিকানা। বিদ্যালয়ের সামনের বেশির ভাগ জায়গা ব্যক্তি মালিকানা। কিন্তু জোরপূর্বক সীমানা প্রাচীর দেয়া হয় মর্মে পত্রিকায় প্রকাশিত হয়েছে।

২। এমতাবস্থায়, অভিযোগের বিষয়ে সরেজমিনে তদন্ত করে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের সহিত আলোচনাপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে গৃহীত ব্যবস্থার পরবর্তী অগ্রগতির প্রতিবেদন আগামী ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে dpeadbidda@gmail.com ই- মেইলে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত

 ( ভূপেষ রঞ্জন রায়)

সহকারী পরিচালক (পলিসি এন্ড অপারেশন)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬

স্মারক নম্বর-৩৮.০১.০০০০.১৪১.১১.০৩৬.২৪-২৫৬৮

তারিখ:০৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ। 

২২ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ।

বিষয়: দেশ রুপান্তর পত্রিকার ১৩/০৯/২০২৫ তারিখের "প্রাথমিক বিদ্যালয় যেন ময়লার ভাগাড়" শিরোনামে প্রকাশিত সংবাদ সম্পর্কিত।

সূত্র: ১৩/০৯/২০২৫ তারিখের দেশ রুপান্তর পত্রিকার প্রতিবেদন।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, দেশ রুপান্তর পত্রিকার ১৩/০৯/২০২৫ তারিখের "প্রাথমিক বিদ্যাল যেন ময়লার ভাগাড়” শিরোনামে প্রকাশিত সংবাদে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ৬৮নং বল্লা ১নং প্রাথমিক বিদ্যালয়ের পাে আবর্জনার স্তূপ জমে থাকায় দুর্গন্ধে দুর্ভোগ পোহাচ্ছে শিক্ষক- শিক্ষার্থীরা। বিদ্যালয়ের পাশে ময়লার ভাগাড়, মাদকসেবীদের আড্ড লাকড়ির স্তুপ ও দোকানের ধোঁয়া শিক্ষার্থীদের জন্য চরম স্বাস্থ্যঝুঁকি তৈরি করেছে। এই প্রতিষ্ঠানটি বাজারের ভেতরে অবস্থিত। আশে পাশে সীমানা প্রাচীর না থাকায় বহিরাগতরা বিদ্যালয়ের আঙ্গিনায় মল-মূত্র ত্যাগ করে মর্মে উল্লেখ করা হয়েছে-মর্মে প্রকাশিত হয়েছে।

২। এমতাবস্থায়, অভিযোগের বিষয়ে সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা গ্রহণপূর্বক গৃহীত ব্যবস্থার পূর্নাঙ্গ প্রতিবেদন আগামী ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে dpeadbidda@gmail.com ই- মেইলে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত

 ( ভূপেষ রঞ্জন রায়)

সহকারী পরিচালক (পলিসি এন্ড অপারেশন)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬

স্মারক নম্বর-৩৮.০১.০০০০.১৪১.১১.০৩৬.২৪-২৫৬৯

তারিখ:০৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ। 

২২ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ।

বিষয়: প্রতিদিনের দিনাজপুর অনলাইন মিডিয়ার ১২/০৫/২০২৫ তারিখের "হায়রে শিক্ষা ব্যবস্থা" শিরোনামে প্রকাশিত সংবাদ সম্পর্কিত।

সূত্র: ১২/০৫/২০২৫ তারিখের প্রতিদিনের দিনাজপুর অনলাইন মিডিয়ার প্রতিবেদন।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রতিদিনের দিনাজপুর অনলাইন মিডিয়ার ১২/০৫/২০২৫ তারিখের "হায়রে শিক্ষা ব্যবস্থা” প্রকাশিত সংবাদে দিনাজপুর জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা সরাসরি শিক্ষার্থীদের মূল্যায়ণ পরীক্ষার হলেই উত্তর পত্রের প্রশ্নে ও শ্রেণিকক্ষের বোডেই সকল বিষয়ের উত্তর শিক্ষার্থীরা দেখে দেখে উত্তর প্রদান করছে-মর্মে অনলাইন মিডিয়ায় উল্লেখ করা হয়। 

২। এমতাবস্থায়, সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা গ্রহণপূর্বক গৃহীত ব্যবস্থার পরবর্তী অগ্রগতির প্রতিবেদন আগামী ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে dpeadbidda@gmail.com ই- মেইলে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত

 ( ভূপেষ রঞ্জন রায়)

সহকারী পরিচালক (পলিসি এন্ড অপারেশন)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬

স্মারক নম্বর-৩৮.০১.০০০০.১৪১.১১.০৩৬.২৪-২৫৭০

তারিখ:০৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ। 

২২ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ।

বিষয়: বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ১৭/০৯/২০২৫ তারিখের "এটি সরকারি স্কুল” শিরোনামে প্রকাশিত সংবাদ সম্পর্কিত।

সূত্র: ১৭/০৯/২০২৫ তারিখের বাংলাদেশ প্রতিদিন এর প্রতিবেদন।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ১৭/০৯/২০২৫ তারিখের "এটি সরকারি স্কুল” শিরোনামে প্রকাশিত সংবাদে বরিশাল বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ ভূতেরদিয়া নব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৮৯ সালে প্রতিষ্ঠা হয়। ৪৭ শতাংশ জমির ওপর টিন দিয়ে করা হয়েছিল ভবন। অবকাঠামোগত কোনো উন্নয়ন নেই, নিচু জমিতে নির্মাণ করায় বছরের ছয় মাস বিদ্যালয়ে পানি জমে থাকে। প্রধান শিক্ষক সেলিম খান জানান, বাবুগঞ্জ উপজেলায় মোট ১৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এরমধ্যে একমাত্র দক্ষিণ ভূতেরদিয়া নব আদর্শ বিদ্যালয়ে এখনো পাকা ভবন হয়নি। বহুবার অবকাঠামোগত উন্নয়নের জন্য আবেদন করা হয়েছে। কোনো সাড়া পাওয়া যায়নি। বর্ষাকালে শিক্ষার্থীদের বসানোই কষ্টকর হয়ে পড়ে। বিদ্যালয়ে বর্তমানে ছয়জন শিক্ষক ও ৫৮ জন শিক্ষার্থী রয়েছে। স্থানীয়রা জানান, ভবনের অভাবে বছরের পর বছর শিশুদের দুর্ভোগ পোহাতে হয়- মর্মে পত্রিকায় প্রকাশিত হয়েছে।

২। এমতাবস্থায়, অভিযোগের বিষয়ে সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক গৃহীত ব্যবস্থার (ভবন নির্মাণের প্রস্তাব) একটি পূর্নাঙ্গ প্রতিবেদন এবং দীর্ঘসময় ভবন নির্মিত না হওয়ার কারণসহ মতামত আগামী ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে dpeadbidda@gmail.com ই- মেইলে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত

 ( ভূপেষ রঞ্জন রায়)

সহকারী পরিচালক (পলিসি এন্ড অপারেশন)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬

স্মারক নম্বর-৩৮.০১.০০০০.১৪১.১১.০৩৬.২৪-২৫৭১

তারিখ:০৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ। 

২২ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ।

বিষয়: সিরাজগঞ্জ মিডিয়ার ০৯/০৯/২০২৫ তারিখের "১২০ নং দৌলতপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নানা অনিয়ম। ধ্বসের পথে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা” শিরোনামে প্রকাশিত সংবাদ সম্পর্কিত।

সূত্র: ০৯/০৯/২০২৫ তারিখের সিরাজগঞ্জ মিডিয়ার প্রতিবেদন।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, "১২০ নং দৌলতপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নানা অনিয়ম। ধ্বসের পথে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা” শিরোনামে প্রকাশিত সংবাদে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা" আব্দুল আলীম" প্রধান শিক্ষক অনিয়ম শিক্ষকদের উপস্থিতির হার কম। নিদিষ্ট সময়ে/সময়মত শিক্ষকের উপস্থিতির হার কম। বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি কম, অব্যবস্থাপনা- মর্মে অনলাইন মিডিয়ায় উল্লেখ করা হয়।

২। এমতাবস্থায়, অভিযোগের বিষয়ে সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা গ্রহণপূর্বক গৃহীত ব্যবস্থার পূর্নাঙ্গ প্রতিবেদন আগামী ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে dpeadbidda@gmail.com ই- মেইলে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত

 ( ভূপেষ রঞ্জন রায়)

সহকারী পরিচালক (পলিসি এন্ড অপারেশন)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬

স্মারক নম্বর-৩৮.০১.০০০০.১৪১.১১.০৩৬.২৪-২৫৭২

তারিখ:০৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ। 

২২ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ।

বিষয়: দৈনিক যুগান্তর পত্রিকার ১০/০৯/২০২৫ তারিখের " যশোরে ২৬ প্রাথমিক বিদ্যালয় বন্ধের পথে” শিরোনামে প্রকাশিত সংবাদ সম্পর্কিত।

সূত্র: ০৯/০৯/২০২৫ তারিখের দেশ রূপান্তর পত্রিকার প্রতিবেদন।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, দৈনিক যুগান্তর পত্রিকার ১০/০৯/২০২৫ তারিখের " যশোরে ২৬ প্রাথমিক বিদ্যালয় বন্ধের পথে” শিরোনামে প্রকাশিত সংবাদে যশোর জেলার শিক্ষার্থী সংকটে অন্তত ২৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম বন্ধের পথে। এসব বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ৫০ জনের কম। এমন বিদ্যালয়ও রয়েছে, যেখানে মাত্র ৮ জন শিক্ষার্থী নিয়ে পাঠদান চলছে। যশোরের মনিরামপুরের সুজাতপুর মধ্যপাড়া শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ৮ জন। কেশবপুরের ময়নাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ১২ জন, অভয়নগরের হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ১৫ জন, যশোর শহরের লালদীঘির পাড়ের মসজিদ মহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ২৫ জন, হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫ জন শিক্ষার্থী মর্মে পত্রিকায় প্রকাশিত হয়েছে।

২। এমতাবস্থায়, অভিযোগের বিষয়ে সরেজমিনে তদন্ত করে যথাযথ পদক্ষেপসমূহ অনুসরণপূর্বক গৃহীত ব্যবস্থার পরবর্তী অগ্রগতির প্রতিবেদন আগামী ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে dpeadbidda@gmail.com ই- মেইলে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত

 ( ভূপেষ রঞ্জন রায়)

সহকারী পরিচালক (পলিসি এন্ড অপারেশন)











No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.