গণপূর্ত অধিদপ্তরে ৬৭০ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
গণপূর্ত অধিদপ্তরে ৬৭০ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সম্প্রতি গণপূর্ত অধিদপ্তরের শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৬৭০টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে গ্রেড-১৪ থেকে গ্রেড-২০ পর্যন্ত বিভিন্ন পদ অন্তর্ভুক্ত রয়েছে।
পদ ও সংখ্যা
১) স্টেনোটাইপিষ্ট কাম-কম্পিউটার অপারেটর – ২৯ জন (গ্রেড-১৪)
২) নকশাকার (ড্রাফটসম্যান) – ৪১ জন (গ্রেড-১৫)
৩) অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক – ৭৬ জন (গ্রেড-১৬)
৪) হিসাব সহকারী – ১১৯ জন (গ্রেড-১৬)
৫) অফিস সহায়ক – ১৬১ জন (গ্রেড-২০)
৬) নিরাপত্তা প্রহরী – ৮১ জন (গ্রেড-২০)
৭) মালি – ১৮ জন (গ্রেড-২০)
➡️ গ্রেড-১৪ থেকে ১৬ পর্যন্ত মোট পদসংখ্যা – ৪০৯টি
➡️ গ্রেড-২০ তম পদে মোট পদসংখ্যা – ২৬০টি
➡️ মোট পদ = ৬৭০টি
আবেদন যোগ্যতা
স্টেনোটাইপিষ্ট কাম-কম্পিউটার অপারেটর: স্নাতক বা সমমানের ডিগ্রি, সাঁটলিপি ও টাইপিং দক্ষতা (বাংলায় ২৫, ইংরেজিতে ৩০ শব্দ প্রতি মিনিটে)।
-
নকশাকার: এসএসসি পাস ও ড্রাফটিং সনদপত্র।
-
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: এইচএসসি পাস, কম্পিউটার দক্ষতা ও টাইপিং (বাংলা ও ইংরেজিতে ২০ শব্দ প্রতি মিনিটে)।
-
হিসাব সহকারী: এইচএসসি (বাণিজ্য বিভাগ) উত্তীর্ণ।
-
অফিস সহায়ক: এসএসসি বা সমমান।
-
নিরাপত্তা প্রহরী: অষ্টম শ্রেণি পাস, সুস্বাস্থ্যের অধিকারী।
-
মালি: অষ্টম শ্রেণি পাস ও তিন বছরের বাগান পরিচর্যার অভিজ্ঞতা।
আবেদন শর্তাবলী
প্রার্থীর বয়স ০১ অক্টোবর ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
-
একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন।
-
মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে।
-
প্রচলিত কোটা নীতি অনুসরণ করা হবে।
-
জাল তথ্য প্রদান করলে প্রার্থীতা বাতিল করা হবে।
অনলাইন আবেদন প্রক্রিয়া
আবেদন করতে হবে অনলাইনে: http://recruitment.pwd.gov.bd
-
আবেদন শুরু: ০১ অক্টোবর ২০২৫ সকাল ১০টা
-
শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৫ বিকেল ৫টা
-
আবেদন ফি: ১০৪ টাকা (ফি জমা না দিলে আবেদন গ্রহণযোগ্য হবে না)।
-
প্রার্থীদের ছবি ও স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে।
-
প্রবেশপত্র পাওয়া যাবে ওয়েবসাইট ও SMS এর মাধ্যমে।
পরীক্ষা
প্রার্থীদের MCQ, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে।
-
সম্ভাব্য পরীক্ষা ডিসেম্বর ২০২৫-এ অনুষ্ঠিত হবে।
কর্তৃপক্ষের বিবৃতি
গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সংস্থাপন) মোঃ মাহাবুব হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিয়োগ সংক্রান্ত সব ধরনের সিদ্ধান্ত নিয়োগকারী কর্তৃপক্ষের চূড়ান্ত বলে গণ্য হবে।
👉 বিস্তারিত তথ্য পাওয়া যাবে গণপূর্ত অধিদপ্তরের ওয়েবসাইটে: www.pwd.gov.bd
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রধান প্রকৌশলীর কার্যালয়
গণপূর্ত অধিদপ্তর পূর্ত ভবন,
সেগুনবাগিচা, ঢাকা। সংস্থাপন শাখা-৪
www.pwd.gov.bd
স্মারক নং-২৫.৩৬.০০০০,২১১,১১,৪০২,২০২৫-৪৮০
তাং০৮ আশ্বিন ১৪৩২
২৩ সেপ্টেম্বর ২০২৫
নিয়োগ বিজ্ঞপ্তি
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সারক নং-২৫,০০,০০০০,০১৪,১১,০১৬.১৫-১৬৮, তারিখ ২৫/০৩/২০২৫ এর পরিপ্রেক্ষিতে গণপূর্ত অধিদপ্তরের গ্রেড-১৪ হতে ১৬ গ্রেডভুক্ত নিম্ন বর্ণিত শূণ্য পদসমূহ পুরণের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের (পুরুষ/মহিলা) নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
পদের নাম ও বেতনক্রম গ্রেডঃ
১) স্টেনোটাইপিষ্ট কাম-কম্পিউটার অপারেটর ১০,২০০-২৪,৬৮০/-, গ্রেড-১৪
পদের সংখ্যাঃ ২৯টি
যোগ্যতাঃ (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি;
(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং
(গ) বাংলা ও ইংরেজীতে সাঁটলিপির গতি প্রতি মিনিটে যথাক্রমে ৪৫ ও ৭০ শব্দ এবং কম্পিউটার টাইপের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজীতে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ।
(ঘ) জনপ্রশাসন মন্ত্রণালয়, বিধি-১ শাখা কর্তৃক ২৪/০৯/২০১৯ তারিখে জারীকৃত মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯ এর তপশিল-২ ও ৩ অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে।
পদের নাম ও বেতনক্রম গ্রেডঃ
২) নকশাকার ৯,৭০০-২৩,৪৯০/-, গ্রেড-১৫
পদের সংখ্যাঃ ৪১টি
যোগ্যতাঃ সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদপত্রসহ এস,এস,সি পরীক্ষায় উত্তীর্ণ। অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হইবে।
পদের নাম ও বেতনক্রম গ্রেডঃ
৩) অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ১,৩০০-২২,৪৯০/-, গ্রেড-১৬
পদের সংখ্যাঃ ৭৬টি
যোগ্যতাঃ (ক) কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং
(গ) কম্পিউটার টাইপের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজীতে যথাক্রমে ২০ ও ২০ শব্দ
(ঘ) জনপ্রশাসন মন্ত্রণালয়, বিধি-১ শাখা কর্তৃক ২৪/০৯/২০১৯ তারিখে জারীকৃত মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯ এর তপশিল-২ ও ৩ অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে।
পদের নাম ও বেতনক্রম গ্রেডঃ
৪) হিসাব সহকারী ৯,৩০০-২২,৪৯০/-, গ্রেড-১৬
পদের সংখ্যাঃ ১১৯টি
যোগ্যতাঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হইতে বাণিজ্য বিষয়সহ এইচ,এস,সি পরীক্ষায়
২য় বিভাগ/সমমানের জিপিএসহ উত্তীর্ণ।
মোট পদ= ৪০৯টি
পদের নাম ও বেতনক্রম গ্রেডঃ
৫) আফস সহায়ক ৮,২৫০-২০,০১০/- গ্রেড-২০
পদের সংখ্যাঃ ১৬১টি
যোগ্যতাঃ কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
পদের নাম ও বেতনক্রম গ্রেডঃ
৬) নিরাপত্তা প্রহরী ৮,২৫০-২০,০১০/- গ্রেড-২০
পদের সংখ্যাঃ ৮১ টি
যোগ্যতাঃ ভাল দৈহিক গঠন, সুস্বাস্থ্যের অধিকারী ও সরকার কর্তৃক স্বীকৃত স্কুল হতে ৮ম শ্রেণী উত্তীর্ণ।
পদের নাম ও বেতনক্রম গ্রেডঃ
৭) মালি ৮,২৫০-২০,০১০/- গ্রেড-২০
পদের সংখ্যাঃ ১৮ টি
যোগ্যতাঃ বাগানের কাজে ৩(তিন) বছরের অভিজ্ঞতাসহ সরকার কর্তৃক স্বীকৃত স্কুল হতে ৮ম শ্রেণী উত্তীর্ণ।
শর্তসমূহঃ
১। উপরে উল্লেখিত পদসমূহের জন্য বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
২। ০১/১০/২০২৫ তারিখে আবেদনকারীর বয়স ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে। ক্রমিক নং-১ ও ৪ পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়স সীমা ৪০ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। গণপূর্ত অধিদপ্তরের কেবলমাত্র সেটআপভুক্ত পদে (মাষ্টাররোল, ওয়ার্কচার্জড, অস্থায়ী নিয়মিত, ভাউচার, আউটসোর্সিং ব্যতিত) কর্মরত কর্মচারীগণ "বিভাগীয় প্রার্থী" হিসেবে গণ্য হবেন। "বিভাগীয় প্রার্থী" হিসেবে আবেদনকারীগণ তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের (নির্বাহী প্রকৌশলীর নিম্নে নয়) নিকট হতে নাম, পদবী,' কর্মস্থল এবং কোন তারিখ হতে কর্মরত আছেন সে বিষয়ে সনদ গ্রহণপূর্বক আবেদনের সাথে আপলোড করবেন। বয়স প্রমাণে জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্র বিবেচনা করা হবে। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
৩) একজন ব্যক্তি উপরে উল্লেখিত পদসমূহের যে কোন একটির জন্য আবেদন করতে পারবেন।
৪) মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং দাখিলকৃত আবেদন পত্রের মুদ্রিত কপিসহ সত্যায়িত এক সেট সনদপত্রাদি দাখিল করতে হবে।
৫) প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, অসত্য অথবা বিজ্ঞপ্তিতে চাওয়া শর্তের সাথে অসামঞ্জস্যপূর্ণ প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোন প্রার্থীর প্রার্থীতা যে কোন পর্যায়ে বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
৬) আবেদনপত্রে ব্যক্তিগত ও সচল মোবাইল নম্বর প্রদান করতে হবে।
৭) প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত সরকারি বিধি মোতাবেক সর্বশেষ কোটা পদ্ধতি/নীতি অনুসরণ করা হবে।
৮। এ বিজ্ঞপ্তির আংশিক বা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
৯। কর্তৃপক্ষ পদের সংখ্যা বাড়ানো, বাতিল বা প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন।
১০। নিয়োগপত্র জারীর পরও স্বাস্থ্যগত পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশনে কোন প্রকার অসংগতি থাকলে নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
১১। এ নিয়োগ বিজ্ঞপ্তিটি গণপূর্ত অধিদপ্তরের নিজস্ব ওয়েব সাইটে (www.pwd.gov.bd) পাওয়া যাবে।
১২। আবেদনপত্র অনলাইনে গ্রহণ করা হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:
পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি http://recruitment.pwd.gov.bd ওয়েবসাইট-এ আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
* Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়ঃ ০১/১০/২০২৫, সকাল-১০.০০ টা।
* Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়ঃ ৩১/১০/২০২৫, বিকাল-০৫:০০ টা।
* Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০০প্রস্থ ৮০ pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০০প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
* আবেনকারীর শিক্ষা, অভিজ্ঞতা, দক্ষতা, ইত্যাদি সংক্রান্ত সনদের কপি আবেদনের সাথে upload করতে হবে।
*Online আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তীতে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
* প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
পরীক্ষার ফি প্রদানঃ
Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি আবেদন কোড, ছবি এবং স্বাক্ষর যুক্ত Applicant's Copy পাবেন। প্রার্থী উক্ত Applicant's Copy download পূর্বক রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। ফরম পূরণ করে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে Online-এ আবেদন ফি জমা দিতে হবে। পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা; সার্ভিস চার্জ ০৪/- টাকাসহ মোট ১০৪;-(একশত চার) টাকা Online-এ জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, "Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না"।
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://pwwd.gov.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল নম্বরে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। SMS-এ প্রেরিত আবেদন কোড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম, ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন Print করে নিবেন। প্রবেশপত্রটি MCQ, লিখিত ও মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন। MCQ এবং লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় ডিসেম্বর, ২০২৫।
স্বাক্ষরিত
(মোঃ মাহাবুব হাসান)
তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সংস্থাপন) গণপূর্ত অধিদপ্তর, ঢাকা।
সদস্য সচিব, বিভাগীয় বাছাই, নিয়োগ ও পদোন্নতি কমিটি।
No comments
Your opinion here...