সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ অবকাঠামো ব্যবহারে নতুন উদ্যোগ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ অবকাঠামো ব্যবহারে নতুন উদ্যোগ
ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৫:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলা এবং বিদ্যালয়ের ওয়াশ (WASH - Water, Sanitation and Hygiene) অবকাঠামো সঠিকভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষণের লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে নতুন তথ্য, শিক্ষা ও যোগাযোগ (IEC) উপকরণ বিতরণ শুরু হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) এবং ইউনিসেফের যৌথ উদ্যোগে এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এ উপলক্ষে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ অবকাঠামো ব্যবহারের নির্দেশনা ও শিক্ষার্থীদের আচরণগত পরিবর্তনের জন্য বিশেষ উপকরণ পাঠানো হয়েছে।
ডিপিই থেকে প্রেরিত অফিস আদেশে জানানো হয়েছে, প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারটি পোস্টার, তিনটি লিফলেট ও একটি বুকলেট সরবরাহ করা হচ্ছে। এসব উপকরণ শিক্ষকরা শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করবেন এবং বিশেষ সেশন পরিচালনার মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে চলা ও পরিচ্ছন্নতা রক্ষার বিষয়ে সচেতনতা তৈরি করবেন।
পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক মিরাজুল ইসলাম উকিল, এনডিসি স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিদ্যালয়ের ওয়াশ অবকাঠামো যেমন: শৌচাগার, হাত ধোয়ার জায়গা ও পানির উৎসগুলো পরিষ্কার রাখা এবং নিয়মিত ব্যবহার নিশ্চিত করতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা জরুরি।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, সরকারের এই পদক্ষেপের ফলে ছোটবেলা থেকেই শিক্ষার্থীরা স্বাস্থ্যসম্মত জীবনযাপনের অভ্যাস অর্জন করবে। পাশাপাশি বিদ্যালয়ের পরিবেশও আরও পরিচ্ছন্ন ও নিরাপদ হবে।
শিক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে শুধু স্বাস্থ্য সচেতনতা বাড়াবে না, বরং দীর্ঘমেয়াদে সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক নং ৩৮.০১.০০০০.১১৮.০১৪.০১.১৯- ১৬৯
তারিখ: ০৮ আশ্বিন ১৪৩২
২০ সেপ্টেম্বর ২০২৫
বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ অবকাঠামো ব্যবহার ও রক্ষণাবেক্ষণ, তথ্য, শিক্ষা ও যোগাযোগ বিষয়ক উপকরণ বিতরণ।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ, ডিপিএইচই এবং ইউনিসেফ এর যৌথ উদ্যোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ অবকাঠামো ব্যবহার ও রক্ষণাবেক্ষণ এবং এ সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের শিখন ও আচরণ ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে তথ্য, শিক্ষা ও যোগাযোগ উপকরণ তৈরি করা হয়েছে। সংশ্লিষ্ট উপকরণগুলো আপনার আওতাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের জন্য প্রেরণ করা হলো।
২। এমতাবস্থায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ অবকাঠামো ব্যবহার, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং এ সংক্রান্ত বিষয়গুলো শিক্ষকগণের মাধ্যমে শিক্ষার্থীদের সেশন পরিচালনার জন্য সকল বিদ্যালয়ে প্রেরণ ও ব্যবহার নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
সংযুক্তি: পোস্টার-চারটি, লিফলেট-তিনটি ও বুকলেট-একটি।
স্বাক্ষরিত
মিরাজুল ইসলাম উকিল, এনডিসি
পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)



No comments
Your opinion here...