এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্ন কাঠামোতে বড় পরিবর্তন: বাংলা, আইসিটি ও ফিন্যান্স-বিষয়ে নতুন নির্দেশনা
এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্ন কাঠামোতে বড় পরিবর্তন: বাংলা, আইসিটি ও ফিন্যান্স-বিষয়ে নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজনে বড় ধরনের পরিবর্তন এনেছে। আগামী ২০২৬ সাল থেকে কার্যকর হতে যাওয়া এই পরিবর্তন তিনটি বিষয়ে—বাংলা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), এবং ফিন্যান্স ও ব্যাংকিং—এ প্রযোজ্য হবে।
সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) শিক্ষা মন্ত্রণালয়ের অধীন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরিবর্তনসমূহ এক নজরে:
১. বাংলা দ্বিতীয় পত্র:
রচনামূলক অংশের অনুবাদ অংশ বাতিল করা হয়েছে।
-
অনুবাদের জন্য নির্ধারিত ১০ নম্বর সংবাদ প্রতিবেদন অংশে যোগ করা হয়েছে।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি):
সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন পুরোপুরি বাদ দেওয়া হয়েছে।
-
পূর্বে বহুনির্বাচনি প্রশ্নের জন্য বরাদ্দ ১৫ নম্বর বৃদ্ধি করে এখন মোট ২৫ নম্বর নির্ধারণ করা হয়েছে।
৩. ফিন্যান্স ও ব্যাংকিং:
ফিন্যান্স অংশ থেকে ৮টি এবং ব্যাংকিং অংশ থেকে ৭টি মিলিয়ে মোট ১৫টি সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন থাকবে।
-
শিক্ষার্থীদের ন্যূনতম এক বিভাগ থেকে ৪টি প্রশ্নসহ মোট ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে।
এনসিটিবি চেয়ারম্যানের মন্তব্য
এনসিটিবির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) রবিউল কবির চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের বর্তমান চাহিদা, পাঠ্যক্রমের সামঞ্জস্য ও বাস্তব প্রেক্ষাপট বিবেচনা করে এই পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ইতোমধ্যে পাঠানো হয়েছে।
প্রভাব
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এ পরিবর্তন শিক্ষার্থীদের প্রস্তুতির ধরণে কিছুটা পরিবর্তন আনবে। বিশেষ করে আইসিটি বিষয়ে বহুনির্বাচনি অংশে বাড়তি নম্বর শিক্ষার্থীদের দ্রুত উত্তর করার দক্ষতা বাড়াবে। অন্যদিকে বাংলা দ্বিতীয় পত্রে সংবাদ প্রতিবেদন অংশে অতিরিক্ত গুরুত্ব পাবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
শিক্ষা মন্ত্রণালয়
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড
৬৯-৭০, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
www.nctb.gov.bd
স্মারক নম্বর: ৩৭.০৬.০০০০.০০০.৪০২.৭১.০০৬৮.০২.৩১
তারিখ: ৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
২২ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
বিষয়: এসএসসি ও সমমান পরীক্ষার বাংলা, আইসিটি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন সংশোধন সংক্রান্ত।
সূত্র: আশিবো/প্রশা/২০১০/১২৬: ১৪/০৯/২০১৫
উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে, ২০২৬ সাল থেকে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষার বাংলা, আইসিটি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন নিম্নোক্তভাবে সংশোধন করা হয়েছে:
১. বাংলা ২য় পত্র বিষয়ের বিদ্যমান প্রশ্ন-কাঠামো এবং নম্বর বিভাজন সংক্রান্ত নির্দেশনাবলীর রচনামূলক অংশের অনুবাদের অংশটি বাদ দেওয়া হলো। অনুবাদের জন্য বরাদ্দকৃত ১০ নম্বর সংবাদ প্রতিবেদনের জন্য বরাদ্দ করা হলো।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের বিদ্যমান প্রশ্ন-কাঠামো এবং নম্বর বিভাজন থেকে সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন বাদ দেওয়া হলো। সংক্ষিপ্ত-উত্তর প্রশ্নের ১০ নম্বর পূর্বের বহুনির্বাচনি অংশের ১৫ নম্বরের সাথে যুক্ত করে মোট ২৫ নম্বর বহুনির্বাচনি প্রশ্নের জন্য বরাদ্দ করা হলো।
৩. ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের ফিন্যান্স অংশ হতে ৮টি এবং ব্যাংকিং অংশ হতে ৭টিসহ মোট ১৫টি সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন থাকবে। যেকোনো একটি বিভাগ থেকে ন্যূনতম ৪টিসহ মোট ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে।
উল্লেখিত বিষয়সমূহের সংশোধিত প্রশ্ন-কাঠামো এবং নম্বর বিভাজন পরবর্তী কার্যার্থে এতদ্বসঙ্গে প্রেরণ করা হলো।
রবিউল কবির চৌধুরী
চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব)।



No comments
Your opinion here...