প্রাথমিক শিক্ষক বদলি প্রক্রিয়ায় ‘অফলাইন’ আবেদন বন্ধ, সরাসরি আবেদন না করার নির্দেশ
প্রাথমিক শিক্ষক বদলি প্রক্রিয়ায় ‘অফলাইন’ আবেদন বন্ধ, সরাসরি আবেদন না করার নির্দেশ
ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৫:
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) জানিয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি কার্যক্রম এখন থেকে আর অফলাইনে গ্রহণ করা হবে না। এ বিষয়ে বিভিন্ন কর্তৃপক্ষ ও ব্যক্তির টেলিফোন বা সরাসরি সুপারিশ, এমনকি শিক্ষকদের ব্যক্তিগতভাবে মহাপরিচালক বরাবর আবেদন জমা দেওয়া সম্পূর্ণরূপে নিরুৎসাহিত করা হয়েছে।
অধিদপ্তরের স্মারক নং: ৩৮.০১.০০০০.১৪৫.১৯.০১৪.২৫-২৫৫৪ অনুযায়ী জানানো হয়, অনেক শিক্ষক যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বদলির আবেদন নিয়ে ঢাকায় আসছেন। এর ফলে দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং বিদ্যালয়ে স্বাভাবিক পাঠদান ব্যহত হচ্ছে। এতে চেইন অফ কমান্ড ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০ জুলাই ২০২৫ তারিখের নির্দেশনার প্রেক্ষিতে জানানো হয়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অফলাইনে বদলি বা সংযুক্তি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
এ পরিস্থিতিতে শিক্ষকরা যেন সরাসরি আবেদন না করেন সে বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে শিক্ষকদের নৈমিত্তিক ছুটি প্রদানে আরও বেশি সতর্ক থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মাহফুজা খাতুন স্বাক্ষরিত এই নির্দেশনায় উল্লেখ করা হয় যে, বদলি প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলকে নিয়ম মেনে চলতে হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক নং: ৩৮.০১.০০০০.১৪৫.১৯.০১৪.২৫-২৫৫৪
তারিখ: ০৮ আশ্বিন ১৪৩২
২৩ সেপ্টেম্বর ২০২৫
বিষয়: অফলাইন বদলির বিষয়ে বিভিন্ন কর্তৃপক্ষের সুপারিশ গ্রহণ ও শিক্ষকগণের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগমন।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রাথমিক শিক্ষকগণের বদলির বিষয়ে বিভিন্ন পর্যায়ের সম্মানিত ব্যক্তিবর্গ ও দপ্তরের কর্মকর্তাগণ টেলিফোন কিংবা সরাসরি সুপারিশ করে থাকেন। তাছাড়া শিক্ষকগণ বদলির বিষয়ে প্রায়শই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এসে মহাপরিচালক বরাবর সরাসরি আবেদন করেন। অধিকাংশ ক্ষেত্রেই তারা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ঢাকা আগমন করেন। এতে একদিকে যেমন দাপ্তরিক কাজের বিঘ্ন ঘটে অপরদিকে বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয় এবং চেইন অফ কমান্ড ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে। উল্লেখ্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং: ৩৮.০০.০০০০, ০০৮.০১৯.০০১.২৪.৩৩১, তারিখ: ২০ জুলাই ২০২৫ মোতাবেক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত অফলাইনে বদলি/সংযুক্তি কার্যক্রম বন্ধ রয়েছে।
০২। এমতাবস্থায়, শিক্ষকগণকে সরাসরি আবেদন না করার প্রয়োজনীয় নির্দেশনা এবং শিক্ষকগণকে নৈমিক্তিক ছুটি প্রদানে অধিক সতর্কতা অবলম্বন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
মাহফুজা খাতুন সহকারী
পরিচালক (পলিসি ও অপারেশন)
No comments
Your opinion here...