প্রেষণে থাকাকালীন বিনোদন ছুটির সুযোগ নেই: হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়
প্রেষণে থাকাকালীন বিনোদন ছুটির সুযোগ নেই: হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়
ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৫ – অধ্যয়নের উদ্দেশ্যে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে প্রেষণে থাকা কোনো সরকারি কর্মকর্তা এ সময়ে আলাদাভাবে শ্রান্তি বা বিনোদন ছুটি গ্রহণ করতে পারবেন না বলে স্পষ্ট করেছে হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) কার্যালয়।
২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জারি করা এক দপ্তরাদেশে (স্মারক নং- ০৭.০৩.০০০০.০০৯.৩৭.১৮৪.২৩-৩৪১) শিক্ষা মন্ত্রণালয়ের চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের প্রতি এ মতামত প্রদান করা হয়।
বিষয়টি উত্থাপিত হয় জনাব ফরহাদ হোসেন, প্রভাষক (ব্যবস্থাপনা), যিনি ২৭ আগস্ট ২০২৪ থেকে এক বছরের জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে অধ্যয়নের প্রেষণে রয়েছেন, তার প্রাপ্য ছুটি বিষয়ে।
হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয় জানায়, বাংলাদেশ সার্ভিস রুলস (বিএসআর) পার্ট-১ এর বিধি ১৯৪ অনুযায়ী শিক্ষা গ্রহণের জন্য শিক্ষা ছুটি গ্রহণের বিধান রয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তা শিক্ষা ছুটিকে প্রেষণ হিসেবে গ্রহণ করেছেন। এ অবস্থায় প্রেষণে থেকে আলাদাভাবে শ্রান্তি বা বিনোদন ছুটি গ্রহণের কোনো সুযোগ নেই।
দপ্তরাদেশে আরও উল্লেখ করা হয়, অধ্যয়নকালীন প্রেষণ ও ছুটির নিয়ম যাতে দ্বৈতভাবে প্রযোজ্য না হয় তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উক্ত মতামতপত্রে স্বাক্ষর করেন মাহবুব আলী, উপ-হিসাব মহানিয়ন্ত্রক (পদ্ধতি)।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়
হিসাব ভবন
সেগুনবাগিচা, ঢাকা-১০০০।
www.cga.gov.bd
নং-০৭.০৩.০০০০.০০৯.৩৭.১৮৪.২৩-৩৪১
তারিখ: ২২-০৯-২০২৫ খ্রিঃ।
বরাবর
চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার
চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার এর কার্যালয়
শিক্ষা মন্ত্রণালয়
৪৫, পুরানা পল্টন, ঢাকা।
বিষয়: অধ্যয়ন এর নিমিত্তে অনুমোদিত প্রেষণ এ থাকাকালে প্রাপ্তি বিনোদন ছুটি ও ভাতা প্রাপ্যতা বিষয়ে মতামত প্রদান প্রসঙ্গে।
সূত্রঃ স্মারক নং- ০৭.০৩.০০০০.১৪৩.৩২.১১৩-১২ তারিখঃ ১০/০৭/২০২৫খ্রিঃ।
উপর্যুক্ত বিষয় ও সূত্রস্থ পত্রের প্রতি সদয় দৃষ্টি আর্কষণ করা যাচ্ছে।
০২।। জনাব ফরহাদ হোসেন, প্রভাষক (ব্যবস্থাপনা) বিগত ২৭/০৮/২০২৪খ্রিঃ তারিখ হতে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে পরবর্তী ০১ (এক) বছর মেয়াদি অধ্যয়নের নিমিত্তে অনুমোদিত প্রেষণে রয়েছেন। শিক্ষা ছুটির গ্রহণের মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে হবে বলে বিধান রয়েছে (বিএসআরপার্ট ১ এর বিধি ১৯৪)। এক্ষেত্রে তিনি শিক্ষা ছুটিকে প্রেষণ হিসাবে গণ্য করে ছুটি নিয়েছেন। ফলে ছুটিতে থাকা অবস্থায় পুনরায় শ্রান্তি বিনোদন ছুটি গ্রহণ করার সুযোগ নেই।
বিষয়টি আদিষ্ট হয়ে অবহিত করা হলো।
সংযুক্তি: বর্ণনামতে।
স্বাক্ষরিত
(মাহবুব আলী)
উপ হিসাব মহানিয়ন্ত্রক (পদ্ধতি)
No comments
Your opinion here...