জাতীয় বেতন কমিশন ২০২৫-এর অনলাইন জরিপ নিয়ে পর্যালোচনা সভা ২২ সেপ্টেম্বর ২০২৫ সম্পন্ন।
জাতীয় বেতন কমিশন ২০২৫-এর অনলাইন জরিপ নিয়ে পর্যালোচনা সভা ২২ সেপ্টেম্বর ২০২৫ সম্পন্ন।
ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২৫:
জাতীয় বেতন কমিশন, ২০২৫ কর্তৃক পরিচালিত অনলাইন জরিপ, তথ্য বিশ্লেষণ ও জরিপ প্রতিবেদন প্রেরণ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা গত সোমবার ২২/০৯/২০২৫ অনুষ্ঠিত হয়।
পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয় বিকেল ২টা ৩০ মিনিটে। সভার স্থান নির্ধারণ করা হয় পরিসংখ্যান ভবনের সম্মেলন কক্ষ (ব্লক-এ, লেভেল-১০, কক্ষ নং-১১২২), আগারগাঁও, ঢাকায়।
সভায় সভাপতিত্ব করেছেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মিজ আলেয়া আক্তার। আলোচ্যসূচিতে ছিল—
ক) জাতীয় বেতন কমিশন ২০২৫ কর্তৃক অনলাইন জরিপ পরিচালনা, তথ্য বিশ্লেষণ ও প্রতিবেদন প্রেরণ বিষয়ে পর্যালোচনা;
খ) বিবিধ।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপসচিব মো. দিলদার হোসেন স্বাক্ষরিত সভার নোটিশে বলা হয়েছে, সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এই সভায় জাতীয় বেতন কমিশনের জরিপ কার্যক্রম ও প্রতিবেদন নিয়ে দিকনির্দেশনা এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



No comments
Your opinion here...