সারাদেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ শুরু ১২ অক্টোবর
সারাদেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ শুরু ১২ অক্টোবর
👉৫ কোটি শিশুকে দেওয়া হবে নিরাপদ টাইফয়েড টিকা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সারাদেশে টাইফয়েড প্রতিরোধে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে মাসব্যাপী “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫” শুরু হতে যাচ্ছে। এই কর্মসূচির আওতায় প্রায় ৫ কোটি শিশুকে নিরাপদ ১ ডোজ টাইফয়েড টিকা বিনামূল্যে দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ১৯৭৯ সাল থেকে শিশু, কিশোরী এবং সন্তান ধারণক্ষম নারীদের জীবন রক্ষায় বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় টাইফয়েড জ্বর প্রতিরোধে নতুন এই ক্যাম্পেইন শুরু হচ্ছে, যা শিশুদের অসুস্থতা ও মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমাবে।
কারা টিকা পাবে
👉 দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি/সমমানের শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয়ে এই টিকা গ্রহণ করবে।
👉 বিদ্যালয়ের বাইরে অবস্থানরত ০৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুদের বিদ্যমান ইপিআই টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া হবে।
সফল বাস্তবায়নে নির্দেশনা
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষা অফিসার ও শিক্ষকগণকে কার্যক্রম সফল করতে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে। এর মধ্যে রয়েছে—
উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ প্রধান শিক্ষকদের স্বাস্থ্য অধিদপ্তরের টিকাদান কর্মীদের সহযোগিতা করতে নির্দেশনা দেবেন।
-
সহকারী উপজেলা/সহকারী থানা প্রাথমিক শিক্ষা অফিসারগণ নিজ নিজ ক্লাস্টারের বিদ্যালয়ে কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের তত্ত্বাবধান করবেন।
-
জেলা/উপজেলা/থানার কর্মকর্তারা দৈবচয়নের ভিত্তিতে বিদ্যালয়সমূহে কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
-
প্রধান শিক্ষকগণ নিশ্চিত করবেন যাতে শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে টিকাদান কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং সহকারী শিক্ষকদের সম্পৃক্ত করেন।
-
শিক্ষকরা শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন, টিকা গ্রহণ নিশ্চিতকরণ, টিকাদান কেন্দ্রে স্বেচ্ছাসেবী হিসেবে শিক্ষার্থীদের নিয়োজিতকরণ ও অভিভাবকদের উদ্বুদ্ধকরণে ভূমিকা রাখবেন।
-
রেজিস্ট্রেশন ফরমের তথ্য সঠিক আছে কিনা তা দায়িত্বপ্রাপ্ত শিক্ষকগণ তদারকি করবেন।
সরকারী আহ্বান
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মাহফুজা খাতুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫” সারাদেশে সফলভাবে বাস্তবায়নের জন্য স্থানীয় শিক্ষা কর্মকর্তা, শিক্ষক এবং অভিভাবকদের সহযোগিতা অত্যন্ত জরুরি।
👉 সংযুক্তি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেরিত নির্দেশনাপত্রের ছায়ালিপি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর-১২১৬
www.dpe.gov.bd
স্মারক নং- ৩৮.০১.০০০০.১৪৫.৯৯.০৩৩.২৫.২৫১২
তারিখ: ০৬ আশ্বিন ১৪৩১
২১ সেপ্টেম্বর ২০২৫
বিষয়: আসন্ন "টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫" সফল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-এর অধীন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ১৯৭৯ সাল থেকে দেশব্যাপী শিশু, কিশোরী এবং সন্তান ধারণ ক্ষমতা সম্পন্ন নারীদের বিভিন্ন সংক্রামক রোগজনিত মৃত্যু ও পঙ্গুত্বের হার কমিয়ে আনার লক্ষ্যে সারাদেশে টিকাদান কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবহিকতায় বাংলাদেশ সরকারের ইপিআই কর্মসূচির আওতায় আগামী ১২ অক্টোবর ২০২৫ হতে টাইফয়েড জ্বর প্রতিরোধে মাসব্যাপী সারাদেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ শুরু হতে যাচ্ছে যা শিশুদের টাইফয়েড সংক্রমনজনিত অসুস্থতা ও মৃত্যুহার বহুলাংশে হ্রাস করবে। ক্যাম্পেইন চলাকালে প্রায় ৫ কোটি শিশুর প্রত্যেককে নিরাপদ ১ ডোজ টাইফয়েড টিকা বিনামূল্যে প্রদান করা হবে। উল্লেখ্য যে, উক্ত টিকাদান কার্যক্রম চলাকালে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক-প্রাথমিক হতে ৯ম শ্রেণি/সমমান পর্যন্ত সকল ছাত্র ছাত্রীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ০৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুদের বিদ্যমান ইপিআই টিকাদান কেন্দ্রে এই টাইফয়েড টিকা প্রদান শুরু করতে যাচ্ছে।
এমতাবস্থায়, আগামী ১২ অক্টোবর, ২০২৫ হতে টাইফয়েড জ্বর প্রতিরোধে মাসব্যাপী সারাদেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ সার্বিকভাবে সফল করতে তাঁর আওতাধীন উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী উপজেলা/সহকারী থানা প্রাথমিক শিক্ষা অফিসার এবং প্রধান শিক্ষকগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানসহ নিম্নবর্ণিত বিষয়সমূহ প্রতিপালন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো:
(ক) উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ প্রধান শিক্ষকদেরকে এই টিকাদান কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োজিত কর্মকর্তা/কর্মচারীদেরকে সহযোগিতা করার নির্দেশনা প্রদান করবেন;
(খ) সহকারী উপজেলা/সহকারী থানা প্রাথমিক শিক্ষা অফিসারগণ নিজ নিজ ক্লাস্টারের বিদ্যালয়সমূহে কার্যক্রমটি সুষ্ঠুভাবে প্রতিপালনের বিষয়টি নিবিড়ভাবে তত্ত্বাবধান করবেন;
(গ) জেলা/উপজেলা/থানার সকল কর্মকর্তাকে দৈবচয়নের ভিত্তিতে বিদ্যালয়সমূহে উক্ত কার্যক্রম নিবিড়ভাবে পরিবীক্ষণ করতে হবে;
(ঘ) শিক্ষকগণ যেন স্বতঃস্ফূর্তভাবে উক্ত কার্যক্রমে অংশগ্রহণ করেন সেদিকে প্রধান শিক্ষকগণকে লক্ষ্য রাখতে হবে। বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষকগণকে এ কর্মসূচীতে সম্পৃক্ত করতে হবে;
(ঙ) "টাইফয়েড টিকাদান কার্যক্রম-২০২৫" সফলভাবে বাস্তবায়নের জন্য শিক্ষকগণ ছাত্র ছাত্রীদের রেজিস্টেশন, টিকা গ্রহণ নিশ্চিতকরণ, টিকাদান কেন্দ্রে স্বেচ্ছাসেবী হিসেবে শিক্ষার্থীদের নিয়োজিত করা এবং অভিভাবকগণকে উদ্বুদ্ধকরণের বিষয়টি নিশ্চিত করবেন;
(চ) রেজিষ্টেশন ফরমের তথ্যাদি সঠিক কিনা দায়িত্বপ্রাপ্ত শিক্ষকগণ তা তদারকি করবেন।
সংযুক্তি স্বাস্থ্য অধিদপ্তরের পত্রের ছায়ালিপি।
স্বাক্ষরিত
মাহফুজা খাতুন
সহকারী পরিচালক
(পলিসি ও অপারেশন)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)
স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা-১২১২।
স্মারক নংঃ স্বাঃঅধিঃইপিআই/ আইইসি এন্ড বিসিসি/ টিসিভি/২০২৫/১৩৯
তারিখঃ ১৮/০৯/২০২৫খ্রি.
বিষয়ঃ আসন্ন "টাইফয়েড টিকাদান কার্যক্রম-২০২৫" সফল করার জন্য সকল পর্যায়ে পত্র প্রেরণ প্রসঙ্গে।
আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-এর অধীন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ১৯৭৯ সাল থেকে দেশব্যাপী শিশু, কিশোরী এবং সন্তান ধারণ ক্ষমতা সম্পন্ন নারীদের বিভিন্ন টিকা দ্বারা প্রতিরোধযোগ্য সংক্রামক রোগজনিত মৃত্যু ও পঙ্গুত্বের হার কমিয়ে আনার লক্ষ্যে সারা দেশে টিকাদান কর্মসূচি পরিচালনা করে আসছে।
এ ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারের ইপিআই কর্মসূচির আওতায় আগামী ১২ অক্টোবর ২০২৫ হতে টাইফয়েড জ্বর প্রতিরোধে মাসব্যাপী সারাদেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ শুরু হতে যাচ্ছে যা শিশুদের টাইফয়েড সংক্রমণজনিত অসুস্থতা ও মৃত্যুহার বহুলাংশে হ্রাস করবে। ক্যাম্পেইন চলাকালে প্রায় ৫ কোটি শিশুর প্রত্যেককে নিরাপদ ১ ডোজ টাইফয়েড টিকা বিনামূল্যে প্রদান করা হবে। উল্লেখ্য যে, উক্ত টিকাদান কার্যক্রম চলাকালে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক-প্রাথমিক হতে ৯ম শ্রেণী/ সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীকে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ০৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের বিদ্যমান ইপিআই টিকাদান কেন্দ্রে এই টাইফয়েড টিকা প্রদান করা হবে।
উক্ত টিকাদান কার্যক্রমকে সফল করতে বিভিন্ন প্রস্তুতিমূলক কাজের অংশ হিসেবে আপনার সহযোগিতা এবং আপনার দপ্তরের অধীন জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণের মাধ্যমে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।
এমতাবস্থায়, আসন্ন “টাইফয়েড টিকাদান কার্যক্রম -২০২৫" সার্বিকভাবে সফল এবং গত ১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আপনার অধিদপ্তরে আয়োজিত এডভোকেসি সভার আলোকে আপনার অধিদপ্তর থেকে প্রয়োজনীয় সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকল পর্যায়ে একটি দিকনির্দেশনা মূলক পত্রপ্রেরণ প্রয়োজন। বিষয়টি আপনার সদয় জ্ঞাতার্থ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হল।
সংযুক্তিঃ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রেরিত পত্রের খসড়া
স্বাক্ষরিত
উপ-পরিচালক,
ইপিআই এন্ড স্যারভিলেন্স
স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা




No comments
Your opinion here...