সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ হাজার ইন্টার্যাক্টিভ ফ্লাট প্যানেল বিতরণ হবে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ হাজার ইন্টার্যাক্টিভ ফ্লাট প্যানেল বিতরণ হবে
চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) এর আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম চালু করতে যাচ্ছে সরকার। এ উদ্যোগের অংশ হিসেবে সারাদেশে মোট ৩,০০০টি ইন্টার্যাক্টিভ ফ্লাট প্যানেল (IFP) বিতরণ করা হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়েছে, প্রতিটি জেলায় উপজেলা ভিত্তিক তালিকা অনুযায়ী বিদ্যালয় বাছাই করে এই স্মার্ট প্রযুক্তি সরবরাহ করা হবে। এজন্য জেলার সব উপজেলার বিদ্যালয়ের তালিকা একীভূত করে আগামী ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে সফটকপি (Excel Format) ও হার্ডকপি (NikoshBAN Font) আকারে ইমেইল (imdmcell@gmail.com) এর মাধ্যমে জমা দিতে হবে।
বিদ্যালয় নির্বাচনের শর্ত
ইন্টার্যাক্টিভ ফ্লাট প্যানেল বিতরণের ক্ষেত্রে কয়েকটি শর্ত নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো—
বিদ্যালয়ে অবশ্যই বৈদ্যুতিক সংযোগ থাকতে হবে।
-
বিদ্যালয়ে দপ্তরী কাম নৈশপ্রহরী থাকতে হবে।
-
নির্ধারিত কক্ষটি সুরক্ষিত হতে হবে।
-
IPEMIS অনুযায়ী অধিক ছাত্র সংখ্যার ভিত্তিতে বিদ্যালয় নির্বাচন করতে হবে (তবে মডেল স্কুল ব্যতীত)।
তথ্য পাঠানোর নির্ধারিত ছক
তালিকা তৈরির ক্ষেত্রে নিম্নলিখিত তথ্য অন্তর্ভুক্ত করতে হবে—
১. ক্রমিক নং
২. বিভাগ
৩. জেলা
৪. উপজেলা
৫. IPEMIS অনুযায়ী স্কুল কোড (৬ ডিজিট)
৬. বিদ্যালয়ের নাম
৭. ছাত্র সংখ্যা (IPEMIS অনুযায়ী)
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রযুক্তি-নির্ভর শিক্ষার বিস্তারে এবং প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের আধুনিক শিক্ষামাধ্যমে অন্তর্ভুক্ত করার জন্য এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
জরুরি নির্দেশনা
মন্ত্রণালয় জানিয়েছে, সময়সীমার মধ্যে তালিকা জমা না দিলে পরবর্তী প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। ফলে দ্রুততম সময়ে প্রয়োজনীয় তালিকা প্রস্তুত করে পাঠানোর জন্য সংশ্লিষ্ট জেলা ও উপজেলা কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
এ প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও পরিচালক (তথ্য ব্যবস্থাপনা বিভাগ) মোঃ লুৎফুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, “উল্লেখিত উদ্যোগটি প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির অন্তর্ভুক্তি ঘটিয়ে শিক্ষার্থীদের শেখার পরিবেশকে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তুলবে।”
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
www.dpe.gov.bd
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
নং ৩৮.০১.০০০০,০০০,৯০০.০৭,০০০৩.২২-১২২২
তারিখ: ৯ভাদ্র ১৪৩২
০২ সেপ্টেম্বর ২০২৫
বিষয়: চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) এর আওতায় ইন্টার্যাক্টিভ ফ্লাট প্যানেল (IFP) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরবারহের জন্য প্রেরিত তালিকা মোতাবেক IFP এর সংখ্যা অনুযায়ী বিদ্যালয় নির্বাচনপূর্বক তালিকা প্রেরণ।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) এর আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের জন্য ৩০০০টি ইন্টার্যাক্টিভ ফ্লাট প্যানেল (IFP) ক্রয় করা হয়। উল্লিখিত ইন্টার্যাক্টিভ ফ্লাট প্যানেলসমূহ (IFP) বিতরণের নিমিত্ত প্রেরিত তালিকা মোতাবেক বর্ণিত উপজেলার জন্য নির্বাচিত IFP এর সংখ্যা অনুযায়ী অধিক সংখ্যক ছাত্র সংখ্যার ভিত্তিতে বিদ্যালয় নির্বাচনপূর্বক (মডেল স্কুল ব্যতিরেকে) নিম্ন বর্ণিত শর্তসাপেক্ষে তালিকা প্রস্তুত করে আগামী ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে জেলার সকল উপজেলার বিদ্যালয়ের তালিকা একীভূত করে সফটকপি (Excel Format আবশ্যক) ও হার্ডকপি (NikoshBAN Font) এ imdmcell@gmail.com মেইলে প্রেরণের জন্য নির্দেশনা প্রদান করা হলো:
বিদ্যালয় নির্বাচন সংক্রান্ত শর্তসমূহ:-
- বিদ্যালয়ে বৈদ্যুতিক সংযোগ থাকতে হবে;
- বিদ্যালয়ে দপ্তরী কাম নৈশপ্রহরী থাকতে হবে;
- বিদ্যালয়ের নির্ধারিত কক্ষটি সুরক্ষিত হতে হবে।
- IPEMIS অনুযায়ী অধিক সংখ্যক ছাত্র সংখ্যার ভিত্তিতে এবং মডেল স্কুল ব্যতিরেকে বিদ্যালয় নির্বাচন করতে হবে।
No comments
Your opinion here...