২০২৬ সালের বই বিতরণের আগে সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে নিবন্ধন করার নির্দেশ
২০২৬ সালের বই বিতরণের আগে সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে নিবন্ধন করার নির্দেশ
ঢাকা, ২৬ আগস্ট ২০২৫:
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সমন্বয় ও মনিটরিং শাখার জুন ২০২৫ মাসের সমন্বয় সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
অধিদপ্তরের স্মারক নং- ৩৮.০১.০০০০.১৪৫.৯৯.০২১.২৪. ২৩০১, তারিখ ২৬ আগস্ট ২০২৫ অনুযায়ী জানানো হয়, ২০২৬ সালের বই বিতরণের পূর্বেই দেশের সব অনিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে নিবন্ধনের আওতায় আনতে হবে। এ লক্ষ্যে মাঠ পর্যায়ে জরুরি ভিত্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ ও প্রচার করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী,
১. বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য মাঠ পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদার করতে হবে।
২. নিবন্ধনের আবেদন জমা হলে তা নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি করতে হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মাহফুজা খাতুন স্বাক্ষরিত আদেশে সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অনিবন্ধিত বিদ্যালয়গুলোকে দ্রুত নিবন্ধনের আওতায় আনা সরকারের অগ্রাধিকারমূলক উদ্যোগের অংশ। এর ফলে শিক্ষার্থীরা নিয়মিত পাঠ্যপুস্তক, সরকারি সুযোগ-সুবিধা এবং মানসম্মত শিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক নং- ৩৮.০১.০০০০.১৪৫.৯৯.০২১.২৪. ২৩০১
তারিখঃ ১১ ভাদ্র ১৪:৩২
২৬ আগস্ট ২০২৫
বিষয়: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সমন্বয় ও মনিটরিং শাখার জুন ২০২৫ মাসের সমন্বয় সভার সিদ্ধান্ত বাস্তবায়ন।
সত্রঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং- ৩৮,০০,০০০০,০০০,০০৫.০৬.০০০৪.১৭-৩৫৪, তারিখ: ২০ জুলাই ২০২৫
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সমন্বয় ও মনিটরিং শাখার জুন ২০২৫ মাসের সমন্বয় সভার কার্যবিবরণীর ১২ নম্বর ক্রমিকের বেসরকারী প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিষয়ক সিদ্ধান্ত (i) বেসরকারী প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষে ২০২৬ সালের বই বিতরণের পূর্বে সকল অনিবন্ধিত বিদ্যালয় নিবন্ধন সম্পন্ন করার জন্য মাঠ পর্যায়ে বিজ্ঞপ্তি প্রকাশ ও প্রচার করতে হবে এবং (ii) বেসরকারী প্রাথমিক বিদ্যালয় নিবন্ধনের আবেদন জমা হলে তা নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি করতে হবে মর্মে সিদ্ধান্ত রয়েছে।
০১। হলো এমতাবস্থায় উক্ত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা
সংযুক্তি: রেজুলেশনের কপি।
স্বাক্ষরিত
মাহফুজা খাতুন
সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন)
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
No comments
Your opinion here...