সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২১ হাজার স্পীকার বিতরণ শুরু
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২১ হাজার স্পীকার বিতরণ শুরু
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষে প্রযুক্তি ব্যবহারকে আরও গতিশীল করতে নতুন উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর আওতায় দ্বিতীয় পর্যায়ে মোট ২১ হাজার স্পীকার বিদ্যালয়ে সরবরাহ ও বিতরণের কার্যক্রম শুরু হয়েছে।
ডিপিই সূত্রে জানা গেছে, Walton Digi-Tech Industries Ltd. প্রতিষ্ঠানটির মাধ্যমে মোট ১৯টি জেলা প্রাথমিক শিক্ষা অফিসে ২১ হাজার স্পীকার সরবরাহ করা হয়েছে। এগুলো প্যাকেজ নম্বর জিডি ৪০১.০৯/২০২৩-২৪ এর অধীনে ৪টি লট অনুযায়ী ক্রয় সম্পন্ন হয়। প্রতিটি স্পীকার টেকনিক্যাল স্পেসিফিকেশনে বর্ণিত সকল এক্সেসরিজসহ সরবরাহ করা হয়েছে এবং জেলা পর্যায়ের Technical Inspection and Acceptance Committee এর মাধ্যমে যাচাই শেষে সঠিক সংখ্যায় গ্রহণ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় অধিদপ্তর থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের কাছে স্পীকারগুলো বুঝে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩ (তিন) কর্মদিবসের মধ্যে জেলা শিক্ষা অফিস থেকে বিদ্যালয় পর্যায়ে বিতরণ নিশ্চিত করতে হবে। একইসঙ্গে, বিদ্যালয়ে বিতরণের প্রমাণক আগামী ৩ কর্মদিবসের মধ্যে অধিদপ্তরের আইএমডি বিভাগে পাঠাতে হবে।
এ বিষয়ে আইএমডি পরিচালক মোঃ লুৎফুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে শ্রেণিকক্ষে শিক্ষাদান আরও প্রাণবন্ত ও কার্যকর হবে।
📌 উল্লেখ্য, প্রাথমিক শিক্ষাকে সময়োপযোগী ও মানসম্মত করতে পিইডিপি-৪ এর আওতায় আধুনিক প্রযুক্তি সামগ্রী সরবরাহের অংশ হিসেবে এর আগে ল্যাপটপ, প্রজেক্টরসহ বিভিন্ন সরঞ্জামও বিতরণ করা হয়েছিল।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
www.dpe.gov.bd
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
স্মারক নং- ৩৮.০১.০০০০,০০০,৯০০,২৬,০০০৬.২৫.১২২১
তারিখ: ১৭ ভাদ্র ১৪৩২
০১ সেপ্টেম্বর ২০২৫
বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্পীকার বিতরণ প্রসঙ্গে।
সূত্র: ১. প্রকিউরমেন্ট বিভাগের ইউও নোট নম্বর ৩৮.০১.০০০০.০০৫.০৭.৪৯১.২৫-১৬০ তারিখ: ২৬ আগষ্ট ২০২৫
২. প্রকিউরমেন্ট বিভাগের ইউও নোট নম্বর ৩৮.০১.০০০০.০০৫.০৭.৪৯১.২৫-১৭৪ তারিখ: ৩০ আগষ্ট ২০২৫
উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপিও) এর আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের জন্য ২য় পর্যায়ে ২১০০০টি স্পীকার এর ক্রয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর মধ্যে সরবরাহকারী প্রতিষ্ঠান Walton Digi-Tech Industries Ltd. কর্তৃক প্যাকেজ নম্বর জিডি ৪০১.০৯/২০২৩-২৪ এর ৪টি লটের অধীনে ১৯টি জেলা প্রাথমিক শিক্ষা অফিসে ২১০০০টি স্পীকার টেকনিক্যাল স্পেসিফিকেশনে বর্ণিত সকল এক্সেসরিজসহ সরবরাহ করেছে। উক্ত স্পীকারসমূহ জেলা পর্যায়ে গঠিত Technical Inspection and Acceptance Committee এর মাধ্যমে টেকনিক্যাল স্পেসিফিকেশন অনুযায়ী যাচাইপূর্বক সঠিক সংখ্যায় গ্রহণ করা হয়েছে।
২। এমতাবস্থায়, গ্রহণকৃত স্পীকারসমূহ বিতরণকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিস হতে নিম্ন বর্ণিত ছকের সংখ্যা ও সংযুক্ত তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসারগণকে স্পীকার বুঝে নেওয়ার জন্য অনুরোধ করা হলো। সকল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আগামী ৩ (তিন) কর্ম দিবসের মধ্যে তালিকা অনুযায়ী স্পীকার বিদ্যালয়ে বিতরণ নিশ্চিত করবে এবং বিদ্যালয়ে বিতরণের প্রমাণক আগামী ৩ (তিন) কর্ম দিবসের মধ্যে অধিদপ্তরের আইএমডি বিভাগে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলোঃ
স্বাক্ষরিত
মোঃ লুৎফুর রহমান
পরিচালক (আইএমডি)
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
সকল বিভাগের পিডিএফ
No comments
Your opinion here...