ad

ডিপিএড/বিটিপিটি মূল সনদ সংশোধন ও ডুপ্লিকেট সনদ আবেদন প্রক্রিয়া অগ্রায়নের নির্দেশ

Views

 


ডিপিএড/বিটিপিটি মূল সনদ সংশোধন ও ডুপ্লিকেট সনদ আবেদন প্রক্রিয়া অগ্রায়নের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহ: জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) বোর্ড হতে ইস্যুকৃত ডিপিএড ও বিটিপিটি মূল সনদে নাম-পরিচয় সংক্রান্ত ভুল সংশোধন ও ডুপ্লিকেট সনদ প্রাপ্তির প্রক্রিয়া সহজীকরণের লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করেছে।

২০২৫ সালের ২৫ আগস্ট (১০ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ) তারিখে এক প্রজ্ঞাপনে জানানো হয়, ভর্তি ও রেজিস্ট্রেশনের সময় প্রশিক্ষণার্থীরা ডাটাবেসে নিজেদের নাম, পিতা ও মাতার নামসহ প্রয়োজনীয় তথ্য ইনপুট দেন। পরবর্তীতে পিটিআই কর্তৃপক্ষের মাধ্যমে এসব তথ্য সংশোধনের সুযোগ থাকলেও অনেক সময় চূড়ান্ত পরীক্ষার আগ পর্যন্ত ভুলগুলো সংশোধিত হয় না। এর ফলে বোর্ড কর্তৃক প্রদত্ত মূল সনদে ভুল থেকে যায়।

এ বিষয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির পরীক্ষা নিয়ন্ত্রক শাহনাজ নুরুন নাহার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিপিএড/বিটিপিটি মূল সনদে নাম সংশোধনের জন্য আবেদনকারীদেরকে এসএসসি সনদের ফটোকপি এবং পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে। পাশাপাশি ভুল স্বীকারপত্রসহ আবেদন জমা দিতে হবে।

পিটিআই কর্তৃপক্ষ যাচাই-বাছাই শেষে এ সকল আবেদন অগ্রায়ন করে বোর্ডে প্রেরণ করবে।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এ নির্দেশনার মাধ্যমে দীর্ঘদিন ধরে সনদে ভুল নাম সংক্রান্ত জটিলতা নিরসনে প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি অনেকাংশে কমে আসবে।

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) 

ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) বোর্ড

 ময়মনসিংহ

www.nape.gov.bd

স্মারক নং-৩৮.০৪.০০০০.৪১৮.১৮.১৪৬.২৫-১২৭

তারিখ: ১০ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ 

২৫ আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ

বিষয়: ডিপিএড/বিটিপিটি মূল সনদ সংশোধন/ডুপ্লিকেট সনদের আবেদন অগ্রায়ন প্রসঙ্গে।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে জানানো যাচ্ছে যে, ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) বোর্ড হতে ডিপিএড/বিটিপিটি মূল সনদ ইস্যু করা হয় ডাটাবেস হতে প্রাপ্ত তথ্যাদির উপর ভিত্তি করে। ভর্তি/রেজিস্ট্রেশনের সময় ডাটাবেস-এ প্রয়োজনীয় তথ্য ইনপুট দেয় সংশ্লিষ্ট প্রশিক্ষণার্থীবৃন্দ। অতপর পিটিআই-এর পক্ষ হতে সেই তথ্য সংশোধনের সুযোগ থাকে। কিন্তু ভর্তি/রেজিস্ট্রেশনের সময় হতে চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সময় পর্যন্ত অনেকের নিজের নাম, পিতা ও মাতার নামের ক্ষেত্রে ইনপুটকৃত ভুল তথ্য সংশোধন করা হয়না। ফলশ্রুতিতে ডিপিএড বোর্ড হতে ইস্যুকৃত সেসকল সনদে ভুল থেকে যায়।

০২। ডিপিএড/বিটিপিটি মূল সনদে নিজ নাম, পিতার নাম ও মাতার নাম ইত্যাদি সংশোধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আবেদনকারীকে এস. এস. সি সনদ এবং পিতা/মাতার এনআইডি কার্ডের ফটোকপিসহ ভুল স্বীকারপূর্বক আবেদন করতে হবে। বিষয়টি নিশ্চিত হয়ে পিটিআই কর্তৃপক্ষকে আবেদন অগ্রায়ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত

(শাহনাজ নুরুন নাহার) 

পরীক্ষা নিয়ন্ত্রক

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) ।


No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.