ad

শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির সংযোজন: ৩০০০ স্কুলে আসছে IFP

Views

 


শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির সংযোজন: ৩০০০ স্কুলে আসছে IFP

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে IFP সরবরাহ: নির্বাচিত ৩০০০ বিদ্যালয়ের অবকাঠামো ও সংযোগ তথ্য চাওয়া হয়েছে

প্রতিবেদন:
ঢাকা, ৪ আগস্ট ২০২৫:
চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর আওতায় দেশের ৩০০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টার‍্যাক্টিভ ফ্লাট প্যানেল (IFP) সরবরাহের উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ লক্ষ্যে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর বিদ্যুৎ সংযোগ, দপ্তরী কাম নৈশ প্রহরী এবং নির্ধারিত কক্ষের সুরক্ষা-সংক্রান্ত তথ্য দ্রুততম সময়ের মধ্যে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত একটি অফিস আদেশে (স্মারক নং: ৩৮.০১.০০০০.০০০.৯০০.০৭.০০০৩.২২-১১৬৯) বলা হয়েছে, নির্বাচিত বিদ্যালয়গুলোর তথ্য নির্ধারিত ছক অনুযায়ী ১২ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে NikoshBAN ফন্টে তৈরি সফটকপি ও হার্ডকপি উভয়ই imdmcell@gmail.com ই-মেইলে প্রেরণ করতে হবে।

তথ্য দেওয়ার জন্য নির্ধারিত ছকে নিচের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে:

  1. বিদ্যালয়ের EMIS কোড

  2. বিদ্যালয়ের নাম

  3. বিদ্যুৎ সংযোগ রয়েছে কি না (হ্যাঁ/না)

  4. দপ্তরী কাম নৈশ প্রহরী রয়েছে কি না (হ্যাঁ/না)

  5. নির্ধারিত কক্ষটি সুরক্ষিত কি না (হ্যাঁ/না)

  6. প্রাসঙ্গিক মন্তব্য

এই আদেশে আরও উল্লেখ করা হয়েছে, বিষয়টি অতীব জরুরি এবং নির্ধারিত সময়সীমার মধ্যে তথ্য প্রেরণ না হলে IFP বিতরণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে।

এ উদ্যোগের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর পাঠদান নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষা গ্রহণে এক নতুন অধ্যায় সূচিত হবে বলে আশা করছে শিক্ষা মন্ত্রণালয়।

সংযুক্তি:
নির্বাচিত ৩০০০টি বিদ্যালয়ের তালিকা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর 

www.dpe.gov.bd

সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬

নং ৩৮.০১.০০০০.০০০.৯০০.০৭.০০০৩.২২-১১৬৯

তারিখ: ২০ শ্রাবণ ১৪৩২ 

০৪ আগস্ট ২০২৫

বিষয়: চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) এর আওতায় ইন্টার‍্যাক্টিভ ফ্লাট প্যানেল (IFP) সরবারহের জন্য নির্বাচিত ৩০০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৈদ্যুতিক সংযোগ, দপ্তরী কাম নৈশ প্রহরী ও সুরক্ষিত অবকাঠামো সংক্রান্ত তথ্য প্রদান।

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) এর আওতায় ইন্টার‍্যাক্টিভ ফ্লাট প্যানেল (IFP) সরবারহের নিমিত্ত নির্বাচিত ৩০০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৈদ্যুতিক সংযোগ, দপ্তরী কাম নৈশ প্রহরী ও সুরক্ষিত অবকাঠামো সংক্রান্ত তথ্য নিম্নবর্ণিত ছক মোতাবেক আগামী ১২ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে সফটকপি ও হার্ডকপি NikoshBAN Font এ imdmcell@gmail.com মেইলে প্রেরণের জন্য নির্দেশনা প্রদান করা হলো।

ক্রমিক নংঃ

বিভাগঃ

জেলাঃ

উপজেলাঃ

বিদ্যালয় কোড (৬)  (EMIS)ঃ

বিদ্যালয়ের নামঃ 

বৈদ্যুতিক সংযোগ আছে কি না (হ্যাঁ/না)ঃ 

দপ্তরী কাম নৈশ প্রহরী আছে কি না (হ্যাঁ/না)ঃ

নির্ধারিত কক্ষটি সুরক্ষিত আছে কি না (হ্যাঁ/না)ঃ

মন্তব্য

০২। বিষয়টি অতীব জরুরী।

সংযুক্তি: ৩০০০ বিদ্যালয়ের তালিকা।

স্বাক্ষরিত

(মোঃ লুৎফুর রহমান)

 যুগ্মসচিব পরিচালক (তথ্য ব্যবস্থাপনা বিভাগ)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.