ad

ই-রিটার্নে করদাতার নজিরবিহীন সাড়া: প্রথম দিনেই রিটার্ন ১০ হাজার ছাড়াল

Views



ই-রিটার্নে করদাতার নজিরবিহীন সাড়া: প্রথম দিনেই রিটার্ন ১০ হাজার ছাড়াল

🔔 ই-রিটার্নে করদাতার রেকর্ড সাড়া: প্রথম দিনেই ১০ হাজারের বেশি রিটার্ন দাখিল

সংবাদ প্রতিবেদন:

ঢাকা, ৫ আগস্ট ২০২৫:
২০২৫-২৬ কর বছরের জন্য আয়কর রিটার্ন দাখিলে করদাতাগণ রেকর্ড সাড়া দিয়েছেন। করদাতারা এবার আগ্রহের সাথে অনলাইনে রিটার্ন দাখিলে অংশগ্রহণ করছেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, অনলাইনে রিটার্ন দাখিলের প্রথম দিনেই ১০,২০২ জন করদাতা তাদের ই-রিটার্ন দাখিল করেছেন।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ গত ৪ আগস্ট ২০২৫ তারিখে অনলাইনে রিটার্ন দাখিল কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আগের বছর একই কার্যক্রম শুরু হয়েছিল ৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে, যেখানে প্রথম দিনে রিটার্ন দাখিল করেছিলেন মাত্র ২,৩৪৪ জন। তুলনামূলকভাবে এবার প্রথম দিনেই প্রায় পাঁচগুণ বেশি রিটার্ন জমা পড়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য মতে, গত ৩ আগস্ট ২০২৫ তারিখে এক বিশেষ আদেশে ঘোষণা করা হয়—৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার আইনগত প্রতিনিধিদের ব্যতীত দেশের সকল ব্যক্তি করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

যারা প্রযুক্তিগত সমস্যার কারণে ই-রিটার্ন দাখিল করতে পারছেন না, তারা ৩১ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে লিখিত আবেদন করে অতিরিক্ত/যুগ্মকর কমিশনারের অনুমোদন সাপেক্ষে কাগজে রিটার্ন দাখিলের সুযোগ পাবেন।

প্রসঙ্গত, গত বছর ব্যক্তি পর্যায়ের করদাতাদের একটি অংশের জন্য সীমিতভাবে ই-রিটার্ন বাধ্যতামূলক করা হলে ১৭ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছিলেন।

বর্তমানে করদাতারা সহজেই ব্যাংক ট্রান্সফার, ডেবিট/ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে ঘরে বসেই কর পরিশোধ করতে পারছেন। একইসাথে সিস্টেম থেকে তাৎক্ষণিকভাবে স্বয়ংক্রিয়ভাবে অ্যাকনলেজমেন্ট স্লিপ ও আয়কর সনদ প্রিন্ট করাও সম্ভব হচ্ছে।

এনবিআরের নিবেদিতপ্রাণ কলসেন্টার কর্মীরা সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছেন, যেন কোনো করদাতা অনলাইন রিটার্ন দাখিলে সমস্যার মুখে না পড়েন।

– জাতীয় রাজস্ব বোর্ড

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জাতীয় রাজস্ব বোর্ড

রাজস্ব ভবন,

প্লট- এফ ১/এ,

আগারগাঁও শেরেবাংলা নগর,

ঢাকা-১২০৭

প্রেস বিজ্ঞপ্তি

প্রথম দিনেই ১০ হাজারের বেশী রিটার্ন দাখিল ২০২৫-২৬ কর বছরের ই-রিটার্ন দাখিলে করদাতাগণের অভূতপূর্ব সাড়া

গতকাল ৪ আগস্ট ২০২৫ তারিখে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ কর বছরের জন্য অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রম শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের দিনেই অনলাইনে ই-রিটার্ন দাখিলে করদাতাগণ ব্যাপক সাড়া দিয়ে ১০,২০২ জন সম্মানিত করদাতা ২০২৫-২৬ কর বছরের তাদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করেছেন। গত বছর ৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে অনলাইন রিটার্ন দাখিল শুরু হলে প্রথম দিনে ২,৩৪৪ জন করদাতা অনলাইনে ই-রিটার্ন দাখিল করেছিলেন। সে হিসেবে এবারে ২০২৫-২৬ কর বছরের ই-রিটার্ন দাখিল শুরুর দিনে রিটার্ন দাখিলের সংখ্যা প্রায় ৫ গুন।

গত ৩ আগস্ট ২০২৫ তারিখে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক এক বিশেষ আদেশ জারীর মাধ্যমে ৬৫ (পঁয়ষট্টি) বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশী করদাতা অথবা মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি ব্যতীত সারাদেশের সকল ব্যক্তি শ্রেণীর করদাতার (Individual Taxpayers) অনলাইনে (www.etaxnbr.gov.bd) আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

তবে, কোন ব্যক্তি করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সমর্থ না হলে ৩১ অক্টোবর, ২০২৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের নিকট সুনির্দিষ্ট যৌক্তিকতাসহ আবেদন করলে সংশ্লিষ্ট অতিরিক্ত/যুগ্মকর কমিশনারের অনুমোদনক্রমে তিনি পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।

গতবছর সীমিত আকারে ব্যক্তি করদাতাগণের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হলে ১৭ লাখের বেশি ব্যক্তি করদাতা অনলাইনে ই-রিটার্ন দাখিল করেন। করদাতাগণ ব্যাংক ট্রান্সফার, ডেবিটকার্ড, ক্রেডিটকার্ড, বিকাশ, রকেট, নগদ অথবা অন্য কোনো মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিস অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই কর পরিশোধ করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারেন, তাৎক্ষণিকভাবে নিজেই স্বয়ংক্রিয়ভাবে ই-রিটার্ন দাখিলের acknowledgement slip প্রিন্ট নিতে পারেন এবং প্রয়োজনীয় তথ্য উল্লেখপূর্বক স্বয়ংক্রিয়ভাবে আয়কর সনদ প্রিন্ট করতে পারেন। অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার ক্ষেত্রে কোন সমস্যা হলে তা তাৎক্ষণিকভাবে সমাধানের জন্য রাজস্ব বোর্ডের নিবেদিতপ্রাণ কর্মীগণ কলসেন্টার এবং অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে সার্বক্ষণিক সেবা প্রদান করছেন।

-জাতীয় রাজস্ব বোর্ড




No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.