জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী ১০ ও ১৬ বছরের উচ্চতর গ্রেড বাস্তবায়ন
জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী ১০ ও ১৬ বছরের উচ্চতর গ্রেড বাস্তবায়ন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জন্য সুখবর: ১০ ও ১৬ বছর পূর্তিতে মিলবে উচ্চতর স্কেল
ঢাকা, ২০ আগস্ট ২০২৫
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জন্য সুখবর দিয়েছে সরকার। চাকরির মেয়াদ ১০ বছর ও ১৬ বছর পূর্ণ হলে তারা স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর স্কেল পাবেন। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় বেতনস্কেল ২০১৫ এর অনুচ্ছেদ-৭ অনুযায়ী, কোনো স্থায়ী কর্মচারী পদোন্নতি ছাড়াই একই পদে ১০ বছর চাকরি পূর্ণ করলে ১১তম বছরে স্বয়ংক্রিয়ভাবে তিনি উচ্চতর গ্রেড পাবেন।
এছাড়া, কোনো কর্মচারী ১০ বছরের চাকরির পর উচ্চতর গ্রেড পাওয়ার পরও যদি পরবর্তী ৬ বছরের মধ্যে পদোন্নতি না পান, তবে ৭ম বছরে (অর্থাৎ মোট ১৬ বছর পূর্তিতে) আবারও উচ্চতর গ্রেডে উন্নীত হবেন।
জাতীয় বেতনস্কেল ২০১৫-এর ৭ নং অনুচ্ছেদের মূল বিষয়সমূহঃ
১. ১০ বছর পূর্তি – পদোন্নতি ছাড়া একই পদে টানা ১০ বছর চাকরির পর স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেড।
২. ১৬ বছর পূর্তি – ১০ বছরের উচ্চতর স্কেলের পর ৬ বছরে পদোন্নতি না পেলে, ১৬ বছর পূর্তিতে আবারও উচ্চতর গ্রেড।
৩. এই সুবিধা ৪র্থ গ্রেড পর্যন্ত প্রযোজ্য হবে। তবে ৪র্থ গ্রেড বা তদূর্ধ্ব কর্মচারী এ সুবিধার আওতায় আসবেন না।
৪. যারা ইতোমধ্যে একাধিক টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়েছেন, তারা নতুন করে এই সুবিধা পাবেন না।
👉 সারকথা: এখন থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা চাকরির ১০ বছর পূর্তিতে প্রথম উচ্চতর স্কেল এবং ১৬ বছর পূর্তিতে দ্বিতীয় উচ্চতর স্কেল পাবেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ
বাস্তবায়ন-১ শাখা
www.mof.gov.bd
২০-০৭.০০.০০০০.১১৯.৩৮.০০৫.১২-১৫৭
০৫ ভাদ্র ১৪৩২
তারিখ: ২০ আগস্ট ২০২৫
বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর স্কেল প্রদান।
সূত্রঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-৩৮.০০.০০০০.০০৮.১২.০০৭.১৬-৩০৭, তারিখ: ০২ জুলাই ২০২৫
উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, পদের মূল বেতনস্কেল (Substantive Grade) উন্নীত করা হলে উক্ত উন্নীতকরণের তারিখ হতে ‘জাতীয় বেতনস্কেল, ২০১৫ এর অনুচ্ছেদ-৭ অনুযায়ী’ পদোন্নতি ব্যতিরেকে একই পদে পরবর্তী ১০ বছরে উচ্চতর গ্রেড বিবেচিত হবে।
সচিব
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
বাংলাদেশ সচিবালয়
ঢাকা।
স্বাক্ষরিত
(মোঃ মোশাররফ হোসেন)
সহকারী সচিব
অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ।
জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৭ অনুচ্ছেদ।
৭। উচ্চতর গ্রেডের প্রাপ্যতা ।-(১) কোন স্থায়ী কর্মচারী পদোন্নতি ব্যতিরেকে একই পদে ১০ (দশ) বৎসর পূর্তিতে এবং চাকরি সন্তোষজনক হওয়া সাপেক্ষে, স্বয়ংক্রিয়ভাবে ১১তম বৎসরে পরবর্তী উচ্চতর গ্রেডে বেতন প্রাপ্য হইবেন।
(২) কোন স্থায়ী কর্মচারী তাহার চাকরির ১০ (দশ) বৎসর পূর্তিতে উচ্চতর গ্রেডে বেতন প্রাপ্তির পর পরবর্তী ৬ (ছয়) বৎসরে পদোন্নতি প্রাপ্ত না হইলে ৭ম বৎসরে চাকরি সন্তোষজনক হওয়া সাপেক্ষে, স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী উচ্চতর গ্রেডে বেতন প্রাপ্য হইবেন।
(৩) উপ-অনুচ্ছেদ (১) ও (২) এ উল্লিখিত আর্থিক সুবিধা বেতনস্কেলের ৪র্থ গ্রেড পর্যন্ত প্রযোজ্য হইবে এবং ৪র্থ গ্রেড বা তদূর্ধ্ব গ্রেডের কোন কর্মচারী এই সুবিধা গ্রহণপূর্বক এই আদেশের অধীন ৩য় গ্রেড বা তদূর্ধ্ব গ্রেডে বেতন প্রাপ্য হইবেন না।
(৪) কোন কর্মচারী দুই বা ততোধিক সিলেকশন গ্রেড স্কেল বা উচ্চতর স্কেল (টাইম স্কেল) বা কোন স্কেলের সর্বোচ্চসীমায় পৌঁছাইবার ১ (এক) বৎসর পর পরবর্তী উচ্চতর স্কেল প্রাপ্ত হইয়াছেন তিনি এই অনুচ্ছেদের অধীন উচ্চতর গ্রেড প্রাপ্য হইবেন না।
No comments
Your opinion here...