সহকারী শিক্ষক নিয়োগে কেন্দ্রীয় কমিটি গঠন করল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
সহকারী শিক্ষক নিয়োগে কেন্দ্রীয় কমিটি গঠন করল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
👉কেন্দ্রীয় কমিটি গঠন: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে নতুন প্রজ্ঞাপন জারি
ঢাকা, ৩১ আগস্ট ২০২৫
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের জন্য কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি গঠন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ সংক্রান্ত প্রজ্ঞাপন ৩১ আগস্ট ২০২৫ তারিখে (১৬ ভাদ্র ১৪৩২) জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫” এর বিধি ৮ এর আলোকে সহকারী শিক্ষক পদে নিয়োগের সুপারিশ করার জন্য নিম্নরূপভাবে কমিটি গঠন করা হয়েছে।
কমিটির কাঠামো
নবগঠিত কমিটিতে রয়েছেন—
-
মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মিরপুর-২, ঢাকা — চেয়ারম্যান
অতিরিক্ত সচিব (বিদ্যালয়), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় — সদস্য
-
অতিরিক্ত মহাপরিচালক (রাজস্ব), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর — সদস্য
-
মহাপরিচালক, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, তেজগাঁও, ঢাকা — সদস্য
-
যুগ্মসচিব (বিদ্যালয়-২), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় — সদস্য
-
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি (উপসচিবের নিম্নে নয়) — সদস্য
-
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রতিনিধি — সদস্য
-
পরিচালক (পলিসি ও অপারেশন), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর — সদস্য-সচিব
কার্যক্রম ও নির্দেশনা
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্ণিত কমিটি প্রযোজ্য বিধিবিধান অনুসরণপূর্বক প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে। পাশাপাশি, জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এছাড়া, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের পূর্ববর্তী প্রজ্ঞাপন (স্মারক নং: ৩৮.০০৮.০১১.০০.০০.০০৭.২০১৪-৫৯) বাতিল ঘোষণা করা হয়েছে।
সরকারের অবস্থান
প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব রেবেকা সুলতানা।
বিশ্লেষকরা মনে করছেন, এই কেন্দ্রীয় নিয়োগ কমিটি গঠন হওয়ায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে। এতে দেশজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
নম্বর-৩৮.০০৮.০১১.০০.০০.০০৭.২০২৪-৩৯০
তারিখ: ১৬ ভাদ্র ১৪৩২ ৩১ আগস্ট ২০২৫
সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫ এর বিধি ৮ এর আলোকে সহকারী শিক্ষক পদে নিয়োগের সুপারিশ করার জন্য নিম্নরূপভাবে কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি গঠন করা হলো:
প্রজ্ঞাপন
(ক) মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মিরপুর-২, ঢাকা---------চেয়ারম্যান (খ) অতিরিক্ত সচিব (বিদ্যালয়), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়---------সদস্য (গ) অতিরিক্ত মহাপরিচালক (রাজস্ব), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মিরপুর-২, ঢাকা------সদস্য (ঘ) মহাপরিচালক, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, তেজগাঁও, ঢাকা------সদস্য (ঙ) যুগ্মসচিব (বিদ্যালয়-২), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-------সদস্য (চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি (উপসচিবের নিম্নে নয়)------সদস্য (ছ) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রতিনিধি------সদস্য (জ) পরিচালক (পলিসি ও অপারেশন), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মিরপুর-২ ঢাকা------সদস্য-সচিব।
২।প্রযোজ্য বিধিবিধান অনুসরণপূর্বক বর্ণিত কমিটি প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে।
৩। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১৪.০২.২০২৩ তারিখের ৩৮.০০৮.০১১.০০.০০.০০৭.২০১৪-৫৯ নং স্মারকের নির্দেশনা এতদ্বারা বাতিল বলে গণ্য হবে।
স্বাক্ষরিত
(রেবেকা সুলতানা)
যুগ্মসচিব
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
No comments
Your opinion here...