ad

সরকারি কর্মচারীদের কল্যাণ অনুদান বাড়লো

Views



সরকারি কর্মচারীদের কল্যাণ অনুদান বাড়লো

নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ১৯ আগস্ট ২০২৫

সরকারি কর্মচারী ও তাদের পরিবারের জন্য বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড থেকে প্রদেয় বিভিন্ন অনুদানের হার বাড়ানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে আজ (১৯ আগস্ট ২০২৫) এই সিদ্ধান্ত কার্যকর করার কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের প্রস্তাব এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মতির ভিত্তিতে নতুন এই অনুদানের হার নির্ধারণ করা হয়েছে।

অনুদানের নতুন হার

১. জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদান

  1. বর্তমান: ২,০০,০০০ টাকা
  2. পুনঃনির্ধারিত: ৩,০০,০০০ টাকা

২. সাধারণ চিকিৎসা অনুদান

  1. বর্তমান: ৪০,০০০ টাকা
  2. পুনঃনির্ধারিত: ৬০,০০০ টাকা

৩. দাফন/অন্ত্যেষ্টিক্রিয়া অনুদান

  1. নিজ: বর্তমান ৩০,০০০ → নতুন ৫০,০০০ টাকা
  2. পরিবারের সদস্য: বর্তমান ১০,০০০ → নতুন ২০,০০০ টাকা

৪. যৌথবীমার এককালীন অনুদান

  1. বর্তমান: ২,০০,০০০ টাকা
  2. পুনঃনির্ধারিত: ৩,০০,০০০ টাকা

৫. মাসিক কল্যাণ ভাতা অনুদান

  1. বর্তমান: ২,০০০ টাকা
  2. পুনঃনির্ধারিত: ৩,০০০ টাকা

শর্তাবলি

প্রজ্ঞাপনে বলা হয়, এই ব্যয় বরাদ্দকৃত অর্থ ও নিজস্ব Resource Coiling এর মধ্যে নির্বাহ করতে হবে। এ বাবদ অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না। এছাড়া প্রাপ্যতা নিশ্চিত হয়ে অনুদান প্রদান করতে হবে এবং সকল প্রকার আর্থিক বিধি-বিধান অনুসরণ করতে হবে।

অবিলম্বে কার্যকর

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোসাঃ তাসলিমা আলীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, “যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।”

👉 এর ফলে সরকারি কর্মচারী ও তাদের পরিবার সদস্যরা চিকিৎসা, দাফনসহ অন্যান্য জরুরি প্রয়োজনে আগের তুলনায় বেশি আর্থিক সহায়তা পাবেন।

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জনপ্রশাসন মন্ত্রণালয়

সচিবালয় শাখা

www.mopa.gov.bd

নম্বর: ০৫.০০.০০০০.০০০.১২২.১১.০০০৪.২৩.২১৫

তারিখ: ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ 

১৯ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

প্রজ্ঞাপন

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড এর প্রস্তাব এবং অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের ১৫-০৭-২০২৫ তারিখের ০৭.০০,০০০০,০০০,১২৭.৩৩.০০০২.২৫.৬৯ সংখ্যক স্মারকের সম্মতির প্রেক্ষিতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড থেকে প্রদানকৃত অনুদানের হার নিম্নোক্ত হারে পুন:নির্ধারণ করা হলো:

১) অনুদান খাত

***জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদান

বর্তমান হার (টাকা)ঃ ২,০০,০০০/- (দুই লক্ষ)

পুন:নির্ধারিত হার (টাকা)ঃ ৩,০০,০০০/- (তিন লক্ষ)

২)  অনুদান খাত

***সাধারণ চিকিৎসা অনুদান

বর্তমান হার (টাকা)ঃ ৪০,০০০/- (চল্লিশ হাজার)

পুন:নির্ধারিত হার (টাকা)ঃ ৬০,০০০/- (ষাট হাজার)

৩) অনুদান খাত

*** দাফন/ অন্ত্যেষ্টিক্রিয়া অনুদান

বর্তমান হার (টাকা)ঃ নিজ:-৩০,০০০/- (ত্রিশ হাজার) পরিবারের সদস্য:-১০,০০০/- (দশ হাজার)

পুন:নির্ধারিত হার (টাকা)ঃ নিজ: ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) পরিবারের সদস্য:-২০,০০০/- (বিশ হাজার)

৪) অনুদান খাত 

*** যৌথবীমার এককালীন অনুদান

বর্তমান হার (টাকা)ঃ ২,০০,০০০/-(দুই লক্ষ)
পুন:নির্ধারিত হার (টাকা)ঃ ৩,০০,০০০/-(তিন লক্ষ)

৫) অনুদান খাত 
***মাসিক কল্যাণ ভাতা অনুদান

বর্তমান হার (টাকা)ঃ ২,০০০/- (দুই হাজার)
পুন:নির্ধারিত হার (টাকা)ঃ ৩,০০০/- (তিন হাজার)

০২। শর্তাবলি:
(ক) বরাদ্দকৃত অর্থ ও নিজস্ব Resource Coiling এর মধ্যে এ ব্যয় নির্বাহ করতে হবে, এ বাবদ অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না;
(খ) প্রাপ্যতা নিশ্চিত হয়ে অনুদান প্রদান করতে হবে; এবং
(গ) এ ব্যয়ে সকল ধরনের আর্থিক বিধি-বিধান অনুসরণ করতে হবে।

০৩। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে,

স্বাক্ষরিত
মোসাঃ তাসলিমা আলী
উপসচিব 
জনপ্রশাসন মন্ত্রণালয়




No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.