ad

সাময়িক বরখাস্তজনিত বকেয়া বেতন ভাতার বরাদ্দে নতুন নির্দেশনা

Views

 


সাময়িক বরখাস্তজনিত বকেয়া বেতন ভাতার বরাদ্দে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ২১ আগস্ট ২০২৫

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকদের সাময়িক বরখাস্তজনিত বকেয়া বেতন ভাতাদির বরাদ্দ প্রদানের বিষয়ে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) অধিদপ্তরের পরিচালক (অর্থ) ও যুগ্ম সচিব মোঃ হামিদুল হক স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

পত্রে উল্লেখ করা হয়েছে, বকেয়া বেতন-ভাতা প্রদানের জন্য সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বা সুপারিনটেনডেন্টের মতামতসহ প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্যাদি দাখিল করতে হবে।

প্রেরণীয় কাগজপত্র ও তথ্যাদি:

১. বকেয়ার কারণ উল্লেখ করে সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারী/শিক্ষকের আবেদনপত্র।
২. সাময়িক বরখাস্তের আদেশ।
৩. সাময়িক বরখাস্ত প্রত্যাহার আদেশ।
৪. বরখাস্তকালীন সময়কে কর্মকাল হিসেবে গণ্য করার প্রশাসনিক আদেশ (যথাযথ কর্তৃপক্ষের)।
৫. নির্ধারিত বিল ফর্মে মাসভিত্তিক প্রস্তুতকৃত মূল বিল এবং স্থানীয় হিসাবরক্ষণ অফিস থেকে নন-ড্রয়াল প্রত্যয়ন।
৬. মাস ও বছরভিত্তিক বকেয়া বেতনের বিস্তারিত বিবরণ।
৭. জাতীয়করণের পূর্ববর্তী চাকরিকাল হিসাব করে ইনক্রিমেন্ট ও টাইমস্কেল প্রদান করা হয়েছে কিনা সে সংক্রান্ত প্রত্যয়ন।
৮. জেলা প্রাথমিক শিক্ষা অফিসার/সুপারিনটেনডেন্ট কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্রে অফিস স্মারক ও ইস্যুর তারিখ স্পষ্টভাবে উল্লেখ।
৯. বকেয়া দাবী সঠিক আছে এবং বরাদ্দ প্রদানের সুপারিশ রয়েছে—এমন প্রত্যয়ন।

পূর্বের সকল নির্দেশনা বাতিল

এ নির্দেশনায় আরও বলা হয়েছে, সাময়িক বরখাস্তজনিত বকেয়া বেতন-ভাতা সংক্রান্ত বিষয়ে এ অধিদপ্তর হতে পূর্বে জারীকৃত সকল পত্র বাতিল বলে গণ্য হবে।

অধিদপ্তরের পরিচালক (অর্থ) স্বাক্ষরিত এই পত্রে সংশ্লিষ্ট সকল দপ্তরকে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রস্তাব প্রেরণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬।

স্মারক নং ৩৮.০১.০০০০.১৫২.০২০.৪৪.২০১৮-২২৯ (১৯৬৬)

তারিখ: ২১/৮/২০২৫

বিষয়: সাময়িক বরখাস্তজনিত বকেয়া বেতন ভাতাদির বরাদ্দ প্রদান প্রসঙ্গে।

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, মাঠ পর্যায় থেকে কর্মকর্তা/কর্মচারী/শিক্ষকের সাময়িক বরখাস্তজনিত বকেয়া বেতন ভাতাদির বরাদ্দের জন্য নিম্নবর্ণিত কাগজপত্র ও তথ্যাদি সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার/সুপারিনটেনডেন্ট এর মতামতসহ প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

ক) বকেয়ার কারণ উল্লেখ করে সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারী/শিক্ষকের আবেদনপত্র;

খ) সাময়িক বরখাস্তের আদেশ;

গ) সাময়িক বরখাস্ত প্রত্যাহার আদেশ;

ঘ) সাময়িক বরখাস্তকালীন সময়কে কর্মকাল হিসেবে গণ্য করার প্রশাসনিক আদেশ (যথাযথ কর্তৃপক্ষের);

ঙ) নির্ধারিত বিল ফর্মে মাস ভিত্তিক প্রস্তুতকৃত মূল বিলে স্থানীয় হিসাবরক্ষণ অফিস থেকে নন- ড্রয়াল প্রত্যয়ন (বিলের গায়ে);

চ) প্রাপ্য/দাবীকৃত বকেয়া বেতন বিলের বিস্তারিত বিবরণ (মাস উল্লেখ পূর্বক বছর ভিত্তিক);

ছ) শিক্ষকের জাতীয়করণের পূর্বের চাকুরীকাল হিসাব করে ইনক্রিমেন্ট ও টাইমস্কেল প্রদান করা হয়েছে কিনা প্রত্যয়ন;

জ) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার/সুপারিনটেনডেন্ট কর্তৃক ইস্যুকৃত সকল প্রত্যয়নপত্রে অফিস স্মারক ও ইস্যুর তারিখ উল্লেখ করতে হবে।

ঝ) বকেয়া দাবী সঠিক আছে। বকেয়া বরাদ্দ প্রদানের জন্য সুপারিশ করা হলো মর্মে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার/সুপারিনটেনডেন্টের সুপারিশ।

এমতাবস্থায়, বর্ণিত তথ্যাদিসহ সাময়িক বরখাস্তজনিত বকেয়ার প্রস্তাব প্রেরণের জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য যে, এ সংক্রান্ত বিষয়ে এ অধিদপ্তর হতে ইতোপূর্বে জারীকৃত সকল পত্র বাতিল বলে গণ্য হবে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ পত্র জারী করা হলো।

স্বাক্ষরিত

মোঃ হামিদুল হক

 যুগ্ম সচিব 

'পরিচালক (অর্থ)

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।





No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.