নির্মাণ কাজে বিল প্রদানে প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা অফিসারের প্রত্যয়ন বাধ্যতামূলক
নির্মাণ কাজে বিল প্রদানে প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা অফিসারের প্রত্যয়ন বাধ্যতামূলক
ঢাকা, ১৭ আগস্ট ২০২৫:
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বিদ্যালয়, সীমানা প্রাচীর, ওয়াশব্লক ও নলকূপসহ চলমান অবকাঠামো নির্মাণ কাজের বিল প্রদানের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এখন থেকে এসব নির্মাণ কাজের বিল আদায়ের পূর্বে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা অফিসারের প্রত্যয়ন গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।
১৭ আগস্ট জারিকৃত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্মারকে বলা হয়, গত ৬ আগস্ট ২০২৫ তারিখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
স্মারকে উল্লেখ করা হয়, “নির্মাণ কাজে বিল প্রদানের ক্ষেত্রে প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা অফিসারের প্রত্যয়ন গ্রহণ বাধ্যতামূলক করতে উপজেলা/জেলা হিসাবরক্ষণ অফিসার বরাবর পত্র প্রদানসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।”
এমতাবস্থায়, বিদ্যালয়, সীমানা প্রাচীর, ওয়াশব্লক ও নলকূপের মতো অবকাঠামোগত নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর ঠিকাদার প্রতিষ্ঠানকে বিল প্রদানের আগে সংশ্লিষ্ট প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা অফিসারের প্রত্যয়নপত্র গ্রহণ করতে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো: শামসুজ্জামান স্বাক্ষরিত এ নির্দেশনায় বলা হয়, মাঠপর্যায়ে সঠিকভাবে কাজ বাস্তবায়ন নিশ্চিত করা ও আর্থিক লেনদেনে জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য এই পদক্ষেপ কার্যকর ভূমিকা রাখবে।
উপসংহার
এই নির্দেশনার ফলে শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও তদারকি আরও শক্তিশালী হবে বলে আশা করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
স্মারক নং: ৩৮.০১.০০০০,০০০,৭০০,০৬,০০৮১.২৫-৬৩০
তারিখ: ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ ১৭ আগস্ট ২০২৫ খ্রীষ্টাব্দ
বিষয়: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন নির্মাণাধীন অবকাঠামো'র (বিদ্যালয়/সীমানা প্রাচীর/ওয়াশব্লক ও নলকূপ) বিল প্রদানের ক্ষেত্রে প্রত্যয়ন গ্রহণ প্রসঙ্গে।
সূত্র: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কার্যবিবরণী'র স্মারক নং: ৩৮.০০,০০০০,০০০,০২৬,০৬,০০০২.২৫.১০১; তারিখ: ০৬ আগস্ট ২০২৫।
উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, গত ৬ আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত প্রকল্পসমূহের জুন/২০২৫ মাসের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নিম্নরূপ সিদ্ধান্ত গৃহীত হয়:
"(৩.৮.১০) নির্মাণ কাজে বিল প্রদানের ক্ষেত্রে প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা অফিসারের প্রত্যয়ন গ্রহণ বাধ্যতামূলক করতে উপজেলা/জেলা হিসাবরক্ষণ অফিসার বরাবর পত্র প্রদানসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে"-মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।
২। এমতাবস্থায়, উপরোক্ত সিদ্ধান্তের আলোকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন অবকাঠামোসমূহের (বিদ্যালয়/সীমানা প্রাচীর/ওয়াশব্লক ও নলকূপ) নির্মাণ কাজের ঠিকাদার প্রতিষ্ঠানকে বিল প্রদানের ক্ষেত্রে উপরোক্ত নির্দেশনা প্রতিপালনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
সংযুক্তি: বর্ণানানুগ (৪) পাতা।
স্বাক্ষরিত
আবু নূর মো: শামসুজ্জামান
মহাপরিচালক
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
No comments
Your opinion here...